পাতা:পারস্য ইতিহাস.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃদ্ধ বলে এখনি কাটিবে কোন জনে। হইতেছে বাদ্যোদম তাহার কারণে ॥ বলিয়াছি আগে আমি এই সে কুমার। প্রশ্নে হারিয়াছে তাই করিবে সংহার ॥ দিবসেতে মরে দোষী দেশের বিচার । এরূপ হইলে হয় অন্যথা তাহার ॥ কন্যা জন্য মরে লোক রাজা শোক পায় । ভাস্করে তাদের মৃত্যু লুকাইতে চায়। শুনামাত্র এই কথা কণলফ উঠিল । তামাসা দেখিব বলি পথেতে চলিল ॥ শত২ লোক যায় দেখিতে কৌতুক । সেই সঙ্গে উপনীত পুরীর সম্মুখ ॥ নিকটে হেরিল এক বিস্তারিত মাঠ । তাহে রহিয়াছে উচ্চ কাষ্ঠময় ঠাট । অগ্র নিম্ন ঝাউ ডালে ঢাকিয়াছে ভালো । জ্বলিছে দীপক তাহে হইয়াছে অালো বধমঞ্চ নিৰ্ম্মিয়াছে তাহার নিকটে। সাদা সাটানেতে তোড়া স্থশোভন বটে। আগু পাছু চারিদিকে পড়িয়ছে ডের । তাহার উপর নিমু শুভ্ৰ বাসে ঘেরা। দ্বিসহস্র রাজ সেনা আছে সারি দিয়া । অন্তর করিছে লোক অসি দেখাইযা ॥ মনোযোগে যুবরাজ দেখে এই সব । হেনকালে আচম্বিত উঠে ঘণ্টা রক ॥ তখনি পুরীর দ্বার কিঙ্কর খুলিল । দ্বাবিংশতি রাজ সভ্য বাহির হইল। পরিধান জমা জোড়া শ্বেতপাট বাস । সারি দিয়া দাড়াইল মসানের পাশ ॥ বধমঞ্চ তিনবার করি প্রদক্ষিণ । তাম্বুতে বসিল সব উকীল কুলীন ॥ কাটিতে রাজার পুত্রে আনে তার পর। পাছুই জল্লাদ কুলীনে ধরি কর । সৰ্ব্বাঙ্গ ভূষিত তার ফুল কাউপাতে। সবুজ বরণ বস্ত্র আচ্ছাদিত মাতে ॥ পারস্য ইতিহাস । , } f ל ל পরম স্বন্দর যুবা রাজার তনয় । अट्टेमठ वर्ष बग्न झझे कि न इंग्न ॥ মঞ্চের উপরে তারে কাটিতে তুলিল । ঢাক ঢোল ঘন্টা ক্ষান্ত তখনি হইল ॥ জনেক উকীল উঠি কহে মুভাষায় । । সত্য কহ রাজপুত্র জিজ্ঞাসি তোমায় ॥ আইলে যখন কন্যা লইতে রাজার । শুনেছিলে দারুণ প্রতিজ্ঞা আছে তার ॥ আরো তুমি সত্য করি বলহ এখন । নিষেধ করিল কিনা তোমাকে রাজন । কুলীনের কথা শুনি রাজপুত্ৰ কয়। যাবলিলে সব সত্য মিথ্যা কিছু নয় ॥ কুলীন কহিল তবে শুনহে কুমার। আপনার দোষে মৃত্যু হইল তোমার। মরণের দোষী নহে রাজা রাজকন্যে । কাহার না হবে পাপ তব বধ জন্যে ॥ রাজপুত্র বলে দোষ নাহিক কাহার। আপনার দোষে মৃত্যু হইল আমার। এখন মিনতি এই বিধাতার কাছে । মোর জন্য কেহ দোষী নাহি হয় পাছে ॥ সমাপ্ত হইল যদি এই সব কথা । এক কোপে জল্পদ কাটিল তার মাথা ॥ পুনরায় ঢাক ঢোল বাজিয়া উঠিল । দ্বাদশ কুলীন আসি শবকে তুলিল । গজ দস্ত সিন্দুকেতে রাখি তার পর । ছয় জনে লয়ে যায় যথায় কবর ॥ লইয়া চলিল শব, দেখিয়া পথিক সব ঘরে যায় দুঃখিত অন্তরে । কেহ রাজ কুচ্ছ গায়,কেহ বলে রাজ্য যায় যুবরাজ রহিল প্রান্তরে ॥ ভাবিতেছে মনে মন, হেনকালে একজন যায় তথা কান্দিয়াই ।