পাতা:পারস্য ইতিহাস.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ বিষন্ন বদন তার, ভাবিতেছে অনিবার, ছাড়ে শ্বাস থাকিয়t২ ॥ শোকে তমু জর২, নেত্র ধারা ঝর২ কুমারের হবে কোন জন । সে তদন্ত জানিবারে,রাজপুত্র ডাকি তারে মিষ্টভাষে জিজ্ঞাসে তখন ॥ শুনহ ওহে ভাই, জিজ্ঞাসি তোমাকে তাই সত্য করি অামারে কহিবে । মোর মনে লয় এই, মরিল কুমার যেই বুঝিতার বান্ধব হইবে ॥ সেজনকান্দিয়াবলে ভাসেঅ্যারো অগুরুজলে অামি তার বান্ধব কেমন । তাহার-রক্ষক হয়ে, বাল্যকালাবধি লয়ে করিয়াছি লালন পালন ॥ সমর্থন্দ অধিপতি, তনয়ের এই গতি হায় ২ কেমনে শুনিবে । কে হেন সাধিবে বাদ, লয়ে এই কুসস্বাদ স্থখসাদ সব ঘুচাইবে ॥ তৈমুর তনয় কন, কহ শুনি বিবরণ প্রেমাসক্ত হইল কেমনে। কেনাম শুনালেআসি,গলেদিলপ্ৰেমফাসি পাঠাইল শমন ভবনে ॥ বিনয়ে রক্ষক কয়, শুন বলি মহাশয়, মুখে ছিল রাজার কুমার। নানাগুণে গুণবান, সকলের মান্যমান, ভাবি কালে রাজত্ব তাহার ॥ দিবসে বন্ধুর সঙ্গে, মৃগয়া করিত রঙ্গে যামিনী যাইত কতো মুখে । লইয়া কামিনী কত, রঙ্গ ভঙ্গ অবিরত গান বাদ্য শুনিত কৌতুকে ॥ এইৰূপ মুখে ছিল, বিধিতাহে বিড়স্বিল, কাল হলো আসি চিত্রকর । আনিল অনেক ছবি, কিকব তাহার ছবি, চিত্রে চিত্ত হরিল সত্বর ॥ . পারস্য ইতিহাস । — দেখি তুষ্ট যুবরায়, প্রশংসিয় বলে তায়, অীহা মরি ছবি মনোহর । চিত্রকর বলে পাছে,আর ভাল চিত্র অাছে, মহারাজে করিব গোচর ॥ অবিলম্বে চিত্রকর, অানি দিল শীঘ্র তর, চীনরাজ কুমারীর চিত্র। বলিল কি কব অার, শতগুণে খাট তার, এই চিত্র দেখিতে বিচিত্র ॥ শিহরিয়া যুব রায়, বলে হায় প্রাণ যায়, হেন ৰূপ হেরে সাধ্য কার । f ভূমণ্ডলে হেন নারী,প্রত্যয় করিতে নারি, বলি হারি মাধুরি তাহার। মোর মনে নাহি লয়, কেমনে প্রত্যয় হয়, বাড়াইয়া লিখিয়াছ তারে । চিত্রকর বলে হায়,বাড়াইয়া লিখা তায়, ত্রিভুবনে নাহি কেহ পারে। অামি কিবা চিত্রকর, বিধি যদি ধরে শর, চিত্র তার হয় কিনা হয় । কি কব সে ৰূপ ছবি,লজ্জায় পলায় রবি, চঞ্চল৷ চঞ্চল লাগি নয় ॥ এত শুনি যুবরায়, জালে বদ্ধ কোথাযায়, কাল চিত্র কিনিল তখন । একদিন সংগোপনে,অামারে লইয়া সনে, চীন রাজ্যে করিল গমন ॥ পথ মাঝে এই কথা, যাইয়া রাজার তথা, যুদ্ধে যাব হয়ে সেনাপতি । বিজয় করিয়ারণ, তুষিয়া রাজার মন, কুমারীর হব শেষে পতি। উত্তরিয়াচীনদেশে,প্রতিজ্ঞা শুনিয়া শেষে, তবু নহে সেভাবে অভাব । বলেবুদ্ধে হীন নহি, প্রশ্নের উত্তর কহি, কন্যায় লইয়া দেশে যাব ॥ . এত বলি যুবরায়, রাজার সভায় যায়, বিশেষ কহিব কিবা অtর ।