পাতা:পারস্য ইতিহাস.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজারবাঘিনীকন্যে,তাহারপ্রেমেরজন্যে প্রাণ গিয়া দিল আপনার ॥ মৃত্যুকালে চিত্রদিয়াকহে মোরে বুঝাইয়া জনকে কহিবে এসস্বাদ । । দেখাইবে চিত্র খানি,তার গুণ মনে মানি, মোর না লইবে অপরাধ ॥ যারে যার ইচ্ছা হয়, কান্দিয়া রক্ষক কয়, আমি নাহি যাইতে পারিব । ছাড়ি সমর্থনদ দেশ,বিদেশে যাইব শেষ, যুবরাজে স্মরণ করিব ॥ শুনিলে চিত্রের কথা,এবে দেখ চিত্রহেথ1, যাহে রাজকুমার মরিল । এতবলি দিয়া টান,বারি করি চিত্র খান, ক্রোধে ভূমিতলে ফেলি দিল । দেখ দেখ কালসাপ,চক্ষে হেরি এই পাপ, কুমারের অনর্থ ঘটিল। ভাবিলে উথলে দুঃখ, এই রাক্ষসীর মুখ, মোর চক্ষে কেন না দেখিল ॥ কালসপ সৰ্ব্বনাশি, যেন তার অভিলাষি, কেহ অার না হয় কখন । তার নাম শুনি যেন, বিষধর করে জ্ঞান, যত অাছে রাজার নন্দন ॥ রক্ষক একথা বলি ত্বর করি যায় । ক্রোধে রাজপুরী পানে ফিরে নাহি চায়। ভূমি হতে কোটা তুলি রাজার নন্দন । চলিলেন ধীরে ধীরে বৃদ্ধার সদন ॥ কিবা দুরদৃষ্ট পথ আঁধারে হরিয়া। পড়িল বাহির দেশে নগর ছাড়িয় ॥ কাতর হইয়া মনে ভাবিছে তখন । প্রভাত হইবে চিত্র দেখিব কখন ॥ বিভীবরী অবশেষ অরুণ উদয় । খুলিল চিত্রের কোটা রাজার তনয় ॥ পারস্য ইতিহাস । , Y } } করেতে করিয়া ছবি ভাবে মনে মন । কি কর কালফ কালে ডাক কি কারণ ॥ . সাবধান দেখ নাহি হও ভ্রান্ত মতি । দেখিলে শুনিলে সব দেখাব দুৰ্গতি । ভুজঙ্গে ঘটায়ে কেন ঘটাইবে পাপ । দৃষ্টি অাশা দূর কর দৃষ্টি কাল সাপ । পুনঃ কহে রাজপুত্র কেন পাই ভয় । মিছা যুক্তি করা মনে কোন যুক্তি হয় । যদ্যপি এপ্রেম মোরে ঘটিবার হয় । লিখা আছে ললাটেতে খণ্ডিবার নয়। রঙ্গের চিত্রিত ছবি দেখিয়া যে টলে । তার সম ক্ষীণবুদ্ধি নাহি ভূমণ্ডলে । দেখিতে এমন চিত্র কিছু চিন্তা নাই । বরঞ্চ নিন্দিব ৰূপ যদি দোষ পাই ॥ জানিবে রাজার কন্যা অাছে এক জন । ৰূপ হেরি বিচলিত নহে তার মন ॥ এ সব প্রতিজ্ঞ৷ কিন্তু হইল বিফল । চিত্র হেরি চিত্ত তার হইল বিকল ॥ চন্দ্রমুখ হেরি মুখ উথলিল তার। হাব ভাব হেরি ভাব হইল সঞ্চার ॥ কিবা নয়নের ভঙ্গি চন্দ্রাস্ত্য মণ্ডল । শু্যামল জলদ যেন কুঞ্চিত কুন্তল । কিবা সে অপূৰ্ব্ব দুষ্টি মদনের ফঁাসি । কিবা কক্ষ কিবা বক্ষ মুখে মৃদুহাসি । এই ৰূপ অপৰূপ করি দরশন। পশিল হৃদয়ে আসি প্রেম শরাসন ॥ মুগ্ধ প্রায় যুবরায় করে হায় হায়। একি দেখি সৰ্ব্বনাশ বুঝি প্রাণ যায় ॥ হায় বিধি চিত্র যেই নেত্ৰেতে হেরিবে । সেই কি সে নিষ্ঠ রার পিরীতে পড়িবে। এখনি মরিল সেই রাজার কুমার। তার দশ বুঝি শেষ ঘটিবে অামার ॥ অাগে ভাবি লোকে কেন ভয় নাহি পায়। দেখিলে কি মরিবার সব ভয় যায় ॥