পাতা:পারস্য ইতিহাস.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} }ly. .viांब्रजJ देंङिझांज ! প্রেমানলে প্রাণ জ্বলে মরণ নিশ্চিত । তথাপি না ভয় হয় একি বিপরীত ॥ এতবলি চিত্র হাতে কহে মুদুবাণী । শুন২ রাজকন্যা ভুবনমোহিনী । এমন কঠিন তুমি পাষাণ হৃদয় । তথাপি পাইব চেষ্টা করিতে বিজয় ॥ যদি তায় প্রাণ যায় তবু শোক নাই । না পাই তোমাকে পাছে মনে ভাবি তাই এতেক কহিয়া তবে তৈমুর নন্দন । অন্বেষণ করি যায় বৃদ্ধার সদন ॥ রাজপুত্রে হেরি বুড়ী হরিষ অন্তর। এসো বাপু বাছা বলি করে সমাদর ॥ " প্রাণ স্থির হলো এবে তোমাকে দেখিয়া এতেক বিলম্ব বল কিসের লাগিয়া ॥ কুমার উত্তর করে শুনহ জননী। ভুলিয়াছিলাম কল্য এই যে শরণি ॥ এতবলি বিস্তারিয়া কহে বিবরণ ! রক্ষকের সঙ্গে পথে যে সব কথন ॥ চিত্র দেখাইয়া পরে জিজ্ঞাসে কুমার। দেখ দেখি এই চিত্র তুল্য কি তাহার ॥ এচিত্র নিন্দিয়া ৰূপ আর কি হইবে । অনুমানি ইহা হতে অধিক নহিবে ॥ চিত্র হেরি কহে বুড়ী কপাল আমার । সহস্র গুণেতে অারে সৌন্দর্য্য তাহার। লোচনে দেখিতে যদি কহিতে বচনে । , সেৰুপ জাকিতে কেহ নাহিক ভুবনে। রাজপুত্র বলে পুর্ণ হইল মানস । বাড়িল তোমার বাক্যে দ্বিগুণ সাহস ॥ কি কায এখানে অার বিলম্বে কি ফল । দেখি গিয়া হয় যদি বাসনা সফল । একি২ বুড়ী বলে একি কথা শুনি । কিসের মানস কোথা যাইবে বাছুনি ॥ শুন মাতা রাজপুত্র কহিছে সত্বর । যাব আমি দিতে আজি প্রশ্নের উত্তর ॥ চীন দেশে আস1 মোর এই আশা করি। থাকিব এখানে করি রাজার চাকরি ॥ তাহাতে জামাতা তার হতে যদি পারি। কিবা প্রয়োজন বল হরে কৰ্ম্মকারী ॥ এতেক শুনিয়া বুড়ী করয়ে ক্ৰন্দন । দোহাই এমন পণ ত্যজহ নন্দন ॥ রাজার সভায় বাপু কিহেতু যাইবে । বিদেশে বিপাকে কেন প্রাণ হারাইবে ॥ এত লোক মরিছে যাহার লাগি আসি । ঘৃণা না করিয়া কেন তার অভিলাষি । ভাবিয়া দেখহ মনে মৃত্যু হয় যদি । জনক জনী শোক পাবে কি অবধি ॥ দুঃখীর্ণবে দুই জনে কেন ভাসাইবে । . রাখ বাছা মোর কথা তথা না যাইবে ॥ রাজপুত্র বলে আমি এই ভিক্ষণ চাই । ও কথা বলিয়া আর দুঃখ তুলো নাই । সত্য বটে মাতা পিতা পাবে কত দুঃখ । কি করিব ভালে যদি নাহি থাকে মুখ ॥ অামার প্রতিজ্ঞা নাহি হইবে লঙ্ঘন । বৃথা আর কেন তুমি করিছ বারণ। এই ৰূপ কথা যদি কালফ কহিল । বৃদ্ধার মনের দুঃখ দ্বিগুণ বাড়িল ॥ কান্দিয়া প্রবীণা কয় প্রতিজ্ঞা কেমন । প্রবোধ অবোধ প্রায় না কর শ্রবণ ॥ হায় কেন এসেছিলে আমার বাসেতে । অভাগী মৃত্যুর ভাগী হইল শেষেতে। কেন কহিলাম রাজকন্যার সস্বাদ । অাগুণ উঠিয়া তায় ঘটিল প্রমাদ ॥ রাজপুত্র বলে কেন ভাবিছ জননী । কিসের লাগিয়া দোষী হইবে আপনি ॥ তোমা হতে প্রেম বল কেমনে ঘটিল । কপালেতে লিখা ছিল তাইত হইল ॥ ভাল বল দেখি কিসে জানিয়াছ ভূমি। প্রশ্নের উত্তর দিতে পারিব না অামি ।