পাতা:পারস্য ইতিহাস.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনে হেন নাহি কর বিদ্যা মোর নাই । দেখ দেখি হই অামি রাজার জামাই ॥ ইহ বলি স্বর্ণ থলি বাহির করিল। বৃদ্ধার হস্তেতে দিয়া কহিতে লাগিল । শুন মাতা ভদ্রাভদ্র অtছয়ে নিশ্চয় । লহ কিছু ধন আমি দিতেছি তোমায়। রহিল যে অশ্ব তীয় বেচিয়া লইবে । মরিলে ধনেতে শোক অবশ্ব যাইবে ॥ যদি রাজকন্যা পাই ধনেতে কি ফল । মরিলে সঙ্গেতে মোর যাবেন সম্বল ৷ স্বর্ণ থলি নিয়া বুড়ী রাজপুত্রে কয়। স্ফটিকের গুণ বাছা কাচেতে কি হয় ॥ ধনেতে মনের শোক কখন কি যায় । স্বর্ণ লোভে পাশরিতে পারি কি তোমায়। এ ধন এখনি নিয়া-পুণ্য করাইব । দীন হীন রোগী দুঃখী দরিদ্রেরে দিব ॥ আরো দিব ধাৰ্ম্মিকেরে যজনা করিতে । ফিরাতে তোমারে এই কুপথ হইতে ॥ " কিন্তু এক কথা রাখ মোর মাথা খাবে। রাজার সভায় তুমি আজি নাহি যাবে। কাল বহু কাল নয় থাক স্থির হয়ে । আজি আমি পূজি পীরে সাধুজন লয়ে । ভাল বাসি তোরে বাছা প্রাণের সমান । অনুরোধ রাখ চাই এই ভিক্ষা দান ॥ তোরে হারাইলে প্রাণে বাচিব না অার। তোমা বিনে এজীবনে কি কায অামার ॥ ফলে কি সুন্দর রূপ রাজপুত্র ধরে । যে হেরে তাহার মন কটাক্ষেতে হরে ॥ কিবা স্থমধুর স্বর সহান্ত বদন । এক বার হেরে যেই ভুলে না কখন ॥ দেখিয়া বৃদ্ধার দুঃখ দয়া উপজিল । মধুর বচনে তারে কহিতে লাগিল । তোমার বচন আর না পারি ঠেলিতে । ভাল আজি নাহি যাব রাজার পুরীতে। 》》总 যত পার কর তমি পীরের যজন । প্রতিজ্ঞা নাড়িতে পীর নারিবে কখন ॥ স্থিরমতি যুবরাজ রহিলেন ঘরে । বাহির হইয়া বুড়ী দান ধ্যান করে। দীন দুঃখী ছিল যত তাইত খানায় । কিছু কিছু করে দান প্রত্যেক জনায় ॥ করিল ধাৰ্ম্মিকগণে আরো কত দান । করাইল মীন মৃগী পক্ষী বলিদান ॥ দৈত্যের করিল পূজা দেবালয়ে গিয়া । তণ্ডল মটর অানি নৈবেদ্য করিয়া ॥ জপ যাগ দান ধ্যান বিস্তর করিল । ধৰ্ম্ম কৰ্ম্ম হলো সত্য ফল না দশিল ॥ পর দিন প্রত্যুষে উঠিয়া যুবরায় । বৃদ্ধার নিকটে আসি লইল বিদায় ॥ শোকেতে কাতরা বুড়ী পড়ে ধরাতলে রাজপুরে যুবরাজ যায় কুতুহলে। মন্দ মন্দ সুগন্ধ বহিছে কিবা গায় । জিনি ইন্দু বদনেন্দু আরো শোভা পায়। রাজপুরে আসি দ্বারে দেখিল বারণ। বারণ বারণ লাগি নাহিক বারণ ॥ কত শত সেনা তথা শমন দোসর । আটক না করে কারে ফটক ভিতর ॥ যুবরাজে সস্তাষিয়া কহে জমাদার । কে তুমি কোথায় যাবে কহ সমাচার। কালফ কহিল পরে শুন সেনাপতি । রাজার নন্দন আমি বিদেশে বসতি ॥ শুনিয়াছি রাজকন্যা করিয়াছে পণ । বিচারে জিনিলে পতি হবে সেই জন ॥ আসিয়াছি এই দেশে কন্যার অাশয় । বিচার করিব অামি প্রতিজ্ঞা নিশ্চয় ॥ সেনাপতি চমকিত শুনি এই কথন । বলে কি এসেছি হেথা কাটাইতে মাথ । ভাল চাও ফিরে যাও রাজার নন্দন । বিদেশে বিপাকে কেন হারাবে জীবন ॥