পাতা:পারস্য ইতিহাস.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২। পারস্য ইতিহাস । শুনিয়া উত্তর করে রাজপুত্ৰ হাসি । জান না আসিয়া কত রাজার নন্দন । ফিরে যাব বলি ভাই হেথা নাহি আসি বিচারে হারিয়া তারা হয়েছে নিধন ॥ তোমার মন্ত্রণ হেতু শত নমস্কার। দেখিয়া থাকিলে কালি চক্ষে আপনার । রাজীর সভায় যাব ছাড়ি দেও দ্বার ॥ মরিয়াছে সমর্থনা রাজার কুমার। যাও তবে মর গিয়া সেনাপতি কহে । শুনেছি অনলে জল করয়ে শীতল । অামার কথায় যদি হিত বোধ নহে ৷ কিন্তু এ কেমন জল বাড়ায় অনল । ইহা বলি জমাদার দ্বার ছাড়ি দিল । অসম্ভব কথা হায় একি চমৎকার । রাজপুত্র কুতুহলে সভায় চলিল ॥ এক মরে অার অাসে ভয় নাহি কণর ॥ লৌহময় সিংহাসন ভুজঙ্গ আকার । হায় হায় সকলে কি হারায়েছে জ্ঞান । , চমৎকার চন্দ্ৰাতপ শিরে শোভে তার ॥ শমনে নাহিক ভয় দিতে চায় প্রাণ ॥ হীরা মণি নানা স্থানে স্থশোভিত অতি। ভাবিয়া দেখহ ভাল রাজার নন্দন । বিরাজিছে মধ্যে তার চীন অধিপতি ॥ শোণিত করিবে কেন ব্যয় অকারণ ॥ বিচিত্র বসন পরি বসিয়াছে ভূপ। তোমারে হেরিয়া দয়া হয়েছে কেমন । ঝুলিয়া পড়েছে দাড়ি অতি অপৰূপ । বুঝাই তোমারে তাই করিয়া যতন ॥ উজীর নাজীর সব হাজির সভায় । শুনিয়া কালফ কহে করিয়া বিনয় । গণনা নাহিক লোক কত অাসে যায়। পরম সৌভাগ্য তাই তুমি দয়াময় ॥ এই কপে বসি রাজা করিছে বিচার। স্থপ্রতুল হবে শীঘ্র কি লাগি ব্যাকুল । হেন কালে উপনীত তৈমুর কুমার । ভয় কি ভূপতি বিধি মিলাইবে কুল । পরম সুন্দর রূপ বসন উত্তম । কত শত মরে লোক কন্যার কারণ। দেখে রাজী ভাবে এত নহেক অধম ৷ অচিরায় অামি তার করিব বারণ ॥ ত্বরায় পণ্ডিত দিয়া জানিতে পাঠায়। বিধাতা প্রসন্ন মোরে পাইব কন্যায়। কি লাগিয়া আগমন হয়েছে সভায় । ঘুচিবে যাতনা সব হবে না অন্যায়। কালফে জিজ্ঞাসে আসি পণ্ডিত তখনি। কহ কি লাগিয়া অামি বিচারে হারিব । কহ শুনি পরিচয় কে বট আপনি ॥ কেমনে জানিলে অামি নিশ্চয় মরিব ৷ কোন প্রয়োজনে হেথা হলে আগমন । অপরে মরিল যদি না বুঝিয়া উক্তি । কালফ কহিল আমি রাজার নন্দন। আমি কি মরিব তায় করিয়াছ যুক্তি ॥ রাজার নিকটে গিয়া কহ সমাচার। অন্যের মরণে বল কেন পলাইব । জামাত হইব ৰ্তার বাসনা আমার ॥ পরম সৌভাগ্য তব জামাত হইব ॥ শুন মাত্র এই কথা কম্পিত ভূপাল। রাজা বলে হায় হায় রাজার কুমার। বদন বিবর্ণ যেন উপস্থিত কাল ॥ জীবনে কি এত ভার হয়েছে তোমার ॥ সভা সাঙ্গ অবিলম্বে করিয়া রাজন | তোম সম সবে এসে অাশ করে ছিল। কালফের কাছে যান ত্যজি সিংহাসন ॥ প্রেম হেতু ভ্ৰমে ক্রমে প্রাণ হারাইল । মিষ্ট ভাষে কহে তারে অতি সাবধানে । তোমার তেমনি বুদ্ধি হতেছে প্রকাশ । নিদারুণ পণ তুমি শুন নাই কাণে। মানব ঘাতিনী মনে কর না বিশ্বাস ॥