পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস , ੇ। নয়নের পারে তারে কেমনে রাখিব । সে বিনা বলন সখি কিৰূপে বাচিব ॥ এত শুনি কহে ধনী হয়ে অগ্নি প্রায় । থাক২ থাক তবে থাকহে হেথায় । ত্যজিয়া এমন স্থান কোথা তুমি যাবে । এৰূপ সুন্দরী নারী আর নাহি পাবে ॥ দাসী বলি যদি তুমি ভাব অপমান। নিজ মুণ্ড দিয়া মীন রাখ বেইমান ৷ ক্রোধেতে চলিল রামা একথন কহিয়া । কালফ রহিল বসি বিস্ময় হইয়ণ ॥ মনে ভাবে হায় ২ একি কথা শুনি । ট্রমন কঠিন প্রাণ রাজকন্যা খুনি। হায়রে রাক্ষসী কন্যা দয়ালু রাজার । ৰূপের কলঙ্ক কেন কর এপ্রকার ॥ হায় বিধি এমন কলঙ্ক যার মনে । তাহাকে ৰূপের নিধি করিলে কেমনে ॥ অকলঙ্ক ৰূপ যার করিলে এমন । - কি বুঝিয়া মন তারে না দিলে তেমন ॥ ভাবিয়া ঘ্যাকুল চিত্ত রাজার তনয় । জা, গয়৷ পোtহায় নিশি নিদ্রা নাহি হয় ৷ অরুণ উদয়ে সভা আরম্ভ হইল । ঢাক ঢোল ঘণ্টাধ্বনি হইতে লাগিল ॥ লইতে আইল ছয় কুলীন তখন । সভায় করিল যাত্রা রাজার মন্দন ॥ প্রাঙ্গণে কাতার দিয়া আছে সেনা সবে। দেখিয়া ভাবেন বুঝি হেথা মৃত্যু হবে। নিৰ্ভয় তথাপি মনে ভয় কত পায় । ছাড়িয়া সেনার থানা ক্রমেই যায় ॥ উঠিয়া দালানোপ:র চারিদিকে চায় । মনে করে এইখানে বুঝি প্রাণ যায়। কেবা শক্র কোন স্থানে আছে লুকাইয়া । এখনি কাটিবে মাথা দেখিতে পাইয়ণ ॥ ভাবিতেই তবু সাহসে চলিল। বিনা বিক্সে রাজপুত্র সভায় পৌছিল। সারি দিয়া বসিয়াছে পণ্ডিত সকল। আসিতে চীনাধিপতি অপেক্ষণ কেবল । কন্যার মানস কিবা ভাবিছে কুমার । নিশ্চয় দেখিবে সেকি মরণ অামার ॥, কিম্বা হত্যা করাইবে পিতার সম্মুখে । ভূপতি আমার রক্ত দেখিবে কৌতুকে ॥ অথবা প্রতিজা ত্যাগ করেছে কুমারী। কি আছে ভাগ্যেতেআজিবুঝিতেন পারি এই মত ভাবে কত তৈমুর কুমার। হেন কালে মুক্ত হৈল পুরীর দুয়ার ॥ কন্যার সহিত রাজা বাহিরে অাসিল । স্বর্ণ সিংহাসনে দোহে উঠিয়া বসিল । উকীল প্রতিজ্ঞা কথা কালফে শুনায় । উত্তর যদ্যপি পাও ত্যজিবে কন্যায় ॥ কুমারীরে সেই ৰূপ কহে তার পরে। বিবাহ করিবে যদি হারহ উত্তরে ॥ দুই জনে উকীল কহিল এই ৰূপ । কি সাধ্য উত্তর করে মনে ভাবে ভূপ । শুনহ নন্দিনী নৃপতি হাসি কয় । । উত্তর করিতে প্রশ্ন তব সাধ্য নয় ॥ • ভাবিতে দিয়াছি কাল ইচ্ছা অনুসারে । আরো যদি এক বর্ষ পাও ভাবিবারে । তথাপি তাহার নাম খুজিয়া না পাৰে। বুদ্ধি মুদ্ধি এত ধর সব বৃথা যাবে। অতএব ছাড় ছল মোর বাক্য ধর । ৰূপে গুণে রাজপুত্র উপযুক্ত বর ॥ ইহারে বিবাহ কর চক্ষে আমি হেরি । রাজ্য ভার দিয়া শেষে মুখী হয়ে মরি ॥ বুঝাইয়া নরপতি কহিল বিস্তর। কন্যা কহে কেন পিতা দুঃখিত অন্তর ॥ এপ্রশ্নতো অতি লঘু মোর তুচ্ছ জ্ঞান । এখনি কহিয়া দিব সভা বিদ্যমান ॥ যুবার সহসা দেখি বড় অহঙ্কার । বোধ বোধ নাহি করে কি বিদ্যা অামার৷