পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y \98 এই মত খেদ কত করিয়া রাজন। আজ্ঞাদিল গতি ক্রিয়া করিতে তখন ॥ শকটে লইয়া শৰ তুলিল পৰ্ব্বতে। যাগ যজ্ঞ তিন দিন কত হলো পথে ॥ সম্ভ মে হইল মাটি পৰ্ব্বত উপর যথায় রাজার পূৰ্ব্ব পৈতৃক কবর ॥ বলি অাদি দৈব কৰ্ম্ম কৈল নানামতে । বন্দিনীর পরকাল ভাল হয় যাতে ॥ এই ৰূপে গতি কৰ্ম্ম হইলে তাহার । পড়ে গেল মহাধুম কন্যার বিয়ার। দূত পাঠাইল রাজা বর্লাসের দেশে । তৈমুরে বিবাহ বার্তা লিখিয়া বিশেষে। আমার পুরীতে অাসি হবে অধিষ্ঠিত । রাজরাণী বেহানিকে আনিবে সহিত ॥ এদিগেতে বিবাহের হয় অায়োজন । কালফেরে কন্যা দান করিল রাজন ॥ অানদের সীমা নাই রাজার অ্যালয় । কোলাহল পড়িল তাবৎ দেশময় ॥ অাহলাদে সকল প্রজা করয় উল্লাস। নৃত্য গীত মহোৎসব হয় এক মাস ॥ এত যে কন্যার দ্বেষ পুরুষেতে ছিল । দেখিয়া পতির গুণ সব পাশরিল ॥ বিবাহ করিয়া মুখে অাছে দুই জন । বর্লাস হইতে দূত ফিরিল তখন ৷ অাইল তৈমুর রায় মহিষীর সনে । , সঙ্গে রাজা অ'লিঙ্গর সহ সেনাগণে ॥ পিত মাভা আসিয়ছে শুনি সমাচার । । চলিল দুয়ারে দেখা করিতে কুমার । কত দিন পরে দেখা পিতা মাতাসনে । যে জান বুঝহ কত মুখ হৈল মনে ॥ পরম্পর তিন জনে আলিঙ্গন করে । পুলকে পূর্ণিত অঙ্গ নেত্রবারি ঝরে ॥. আলিঙ্গরে যুবরাজ করিল প্রণতি । বলে কি তোমর-গুণ ওহে নরপতি ॥ পারস্য ইতিহাস । যতনে রাখিয়াছিলে জননী পিতায় । দয়া প্রকাশিয়া সঙ্গে আসিলে হেথায় ॥ রাজা বলে কে তেমারা অাগে জানিনাই । অনাদর বিধিমতে হইয়াছে তাই ॥ ক্রটি কত হইয়াছে বিশেষ সম্মানে । আসিয়ছি আমি তাই রাখিতে এখানে৷ অতঃপর তিন জনে চলিল পুরীতে । আয়তন খায়ের সঙ্গে সাক্ষাত করিতে ॥ পুলকিত মহারাজ উঠিয়া তখন । কয়জনে আনন্দেতে করে আলিঙ্গন ॥ বেহাই বেহানি প্রতি কহে চীনেশ্বর । , পেয়েছ তোমরা ভাই যন্ত্রণ বিস্তর } অনর্থ করিল যত কার্জমের রাজা । রাজ্য লব দিব তার উপযুক্ত শাজা ॥ এত বলি দেশে ২ পাঠায় সংবাদ । কার্জমি রাজার সঙ্গে হইবে বিবাদ ॥ সাজিয়া অধীন সবে দলবল নিয়া । থাকহ বহুজুত হ্রদ সন্নিকট গিয়া ॥ পাঠাইল স্বদেশে সংবাদ আলিঙ্গর । সেনাগণে লইয়ণ আসিবে শীঘ্রতর ॥ এই ৰূপ রণসজ্জা হইতে লাগিল । বেহাই বেহানে রাজা অাদরে রাখিল ॥ দুই নৃপে স্বতন্ত্র দিলেন দুই বাস । হাজার ২ সেনা আর কত দাস ॥ নিত্য ২ রাজা করে একত্রে ভোজন । রজনীতে বাদ্য গীত অপূৰ্ব্ব কীৰ্ত্তন ॥ রাজা রাণী ভাগ্য ভাবি মুখেতে রহিল। কিছু দিনে রাজ কন্যা প্রসব হইল। পরম সুন্দর পুত্র জন্মিল তাহার । " পড়িল আনন্দ বড় অtলয়ে রাজার ॥ চীন রাজা বলিয়া রাখিল তার নাম । দেশেই মহোৎসব কত ধুমধাম। তদন্তর বাৰ্ত্তী এলো ভূপতির কাছে। দল বল রণ সজ্জা সব হইয়াছে ৷