পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । আলিঙ্গর তৈমুর কালফ তিন জন। সাজিয়া যুদ্ধেতে যাত্রা করিল তখন ॥ ছাউনি করেছে যথা সাত লক্ষ সেন । উত্তবিল সেই খানে গিয়া তিন জন। হৃষ্টমনে তিন জনে সেনাপতি হয়ে। কেলানে করিল যাত্রা সেনাগণ লয়ে ॥ কেল ন হইতে যাত্রা কীসগড় দেশে । তথা হতে কার্জম রাজ্যেতে গেল শেষে ॥ যুদ্ধ বাৰ্ত্তন শুনি হেথা কার্জমাধিপতি । করিতে লাগিল সাজ আতি শীঘ্ৰগতি ॥ তাড়া তাড়ি চারি লক্ষ সেনা সঙ্গে লয়ে । পুত্রসহ অসিলেন সেনাপতি হয়ে ॥ কোজওঁী দেশের কাছে সংগ্রাম বাধিল । দুই পক্ষ সম বলে যুঝিতে লাগিল । বিষম হইল যুদ্ধ ঘোরতর অতি । পড়িল অসংখ্য সেনা আর সেনাপতি ॥ সাহসে কার্ভূমপতি সংগ্রাম করিল হরিয়া সমরে শেষে স্বপুত্রে মরিল ॥ পলাইল সৈন্যদল রণে ভঙ্গ দিয়ণ । পড়িল দুলক্ষ বল কাটা বান্ধা নিয়া ॥ . চীনের অসংখ্য সেনা মরিল সমরে । ংগ্রাম বিজয় কিন্তু হলুে অতঃপরে ॥ তৈমুর তখনি দূত প্রেরিল চীনায়. বিশেষ মঙ্গল কথা কহিতে রাজায় ॥ হেথায় শক্রর দেশ যাইয়া সত্বরে । কার্জমে করিল রাজা আপন পুত্রেরে ॥ দুরাত্মার রাজ্যে প্রজা সদণ দুখী ছিল। আনন্দে তৈমুর স্থতে সিংহাসন দিল ॥ রাজত্ব করিতে তথা লাগিল নন্দন । পূৰ্ব্ব রাজ্য অাস্ত্রাকনে চলিলা রাজন ॥ প্রজাগণ হেরি তারে আনন্দে ভাসিল । পূৰ্ব্ব অধিপতি বলি স্থখে সস্তাষিল ॥ অবিশ্বাসি সর্কসিরা পলাইল রণে । সেই ক্রোধে যুদ্ধ পরে তাহাদের সনে ॥ Y NOC* সাধে যদি তখন সকল পাপ যায় । অহঙ্কারে সৰ্ব্বনাশ ঘটাইল তায় ॥ দল বল সকল কাটিল নৃপবর। বিজয়ী হইয়া শেষে হয় রাজ্যেশ্বর ॥ এই ৰূপে পরাজয় করি শক্রদেশ । কার্জম নগরে যাত্রা করিলেন শেষ ॥ পত্নী পুত্রবধু তথা দেখিলেন গিয়া। চীনেশ্বর সেই খানে দেন পাঠাইয়ণ ॥ কালফের দুৰ্গতি ঘুচিল এই ক্ৰমে । । নিজ গুণে প্রতিষ্ঠিত প্রজাদের প্রেমে ॥ মজি প্রেয়সীর প্রেমে রহিল আনন্দে । বহুকাল রাজ্য ভোগ করেন সচ্ছন্দে ॥ অার এক পুত্র পরে হইল তাহার। কার্জম দেশেতে শেষে রাজত্ব যাহার ॥ জ্যেষ্ঠ পুত্রে চীনেশ্বর করিল পালন। “ আপনার উত্তরাধিকারীর কারণ ॥ তৈমুর মহিষী সনে গেল আস্ত্রাকনে । করিতে লাগিল রাজ্য আনন্দিত মনে ॥ পরিতুষ্ট হইলেন বর্লাসি রাজন। বিদায় হইয়া রাজ্যে করিলা গমন ॥ কাহিনী সমাপ্ত করি, ধাত্রী কহে সহচরি, বল দেখি শুনিলে কেমন । সবে বলে আহ২, বলিয়াছ তুমি যাহা, নাহি শুনি কখন এমন ॥ ধন্য সে নরেন্দ্রস্থত, জ্ঞান বান ৰূপ যুত, গুণময় গুণের সাগর । কি কব তাহার মৰ্ম্ম,জানে সেপ্রেমের ধৰ্ম্ম, রসময় রসিক নাগর। পুরুষের দোষ ধরণ, রাগে, দ্বেষে, মন ভরা, . মন ভারি কহিছে কুমারি । অারে অারে কি কহিস্থ বল বল যাবলিস্, কিবা গুণ দেখিলি তাহারি ॥