পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

טאסא כ শুন তোরা শুন শুন, কেমনে কহিস গুণ, কি জানে সে পিরিতের মৰ্ম্ম । কেবল গোয়ারসেটা, একগুয়া আর ঠেট1, বোধ বোধ নাহি কৰ্ম্ম কৰ্ম্ম ॥ তবে বটে মানিভাই, হাসি হাসিকহেতাই ফদল্লাল উপযুক্ত স্বামী । নামরি প্রিয়ের সনে, পঞ্চাশ বৎসর বনে, কেমনে রহিল ভাবি অামি ৷ ধাত্রীকহেঠাকুরাণী, আমরি কি কহবাণী, বড় দোষ ধরিতেই জান । গুণ কিছু নাহি বাছ, দোষ পিছু সদা আছ, সদা দোষ করহ সন্ধান। ভাল ভাল গুণবতী, নহ যদি হৃষ্টমতি, অার এক কহি ইতিহাস । কন্যাকহে ক্ষতিনাই, সখীরা শুনিবে তাই, পুরাও তাদের অভিলাষ। সত্য বটে কহি শুন, অtছয়ে তোমার গুণ, হর মন কাহিনী কহিয়া । যা বল বলিব তোরে, শুনপ্রিয়ে ধাত্রী ওরে, দোষ কভু না থাকে ছাপিয়া ॥ যত কহ সাজাইয়া, দোষগুণে ঢাকা দিয়া, দোষ যে না রহে অপ্রকাশ । বৃথা তুমি কহ ভাল, পুৰুষের মন কাল, শুনি ধাত্রী কহে ইতিহাস ॥ दत्तष्ठनि রাজী ও ইতিহাস । ডেমস্কস নামে ধাম, বদরউদ্দিন নাম, নানা গুণে গুণবন্ত রায় , মন্ত্রী তার জ্ঞানী অতি,সাতলমুলক খ্যাতি, রাজ্যের মঙ্গল সদা চায় ৷ . তাহার গুণের তরে, সবে মহামান্য করে, প্রশংসিত নৃপতি গোচরে। পারস্য ইতিহাস । রাজ কৰ্ম্মে দৃঢ় মতি, সরল সতর্ক অতি, পক্ষপাত কাহার না করে। এই গুণে অনিবাৰ্য্য, করিতেন রাজ কাৰ্য্য, বিচক্ষণ স্বভাব গম্ভীর l. কিন্তু সদা মুখতার, এই হেতু খ্যাতি তার, হয়েছিল বিমর্ষ উজ্জীর ॥ সভা মধ্যে অবিরত, রহস্য কৌতুক কত, করে লোক-হয়ে হরষিত । । মন্ত্রীবর নাহি হাসে, সরস নাহিক ভাষে, সদা থাকে চিন্তায় স্তম্ভিত ॥ এক দিন নরপতি, হরিষে মন্ত্রীর প্রতি, হাস্য মুখে করেন কৌতুক । মন্ত্রী তায় স্থখী নয়, বিষগ্ন বদনে রয়, যেন কত হয়েছে অসুখ ॥ তাহা হেরি নৃপবর, বলে কহ মন্ত্রীবর, এ কেমন স্বভাব তোমার । সদত থাকহ দুঃখে, নীরস বিরস মুখে, সরস না হেরি এক বার ॥ এই যে বৎসর দশ, অ'ছহ আমার বশ, এক বার মুখে নাহি হাসি । কেমন মনুষ্য তুমি কিছুই ন বুঝি আমি, - থাক যেন হইয়া উদাসী। শুনিয়া উজীর কয়, শুন রাজা মহাশয়, চমৎকার কিছু না মানিবে। অবনী মণ্ডলে তাই, চিত্তাহীন লোক নাই, চিন্তাধীন সকলে জানিবে। এত শুনি কহে ভূপ, কি কহিলে অপৰূপ, কেন দুঃখী সকলে হইরে । থাকিবেক মনে দুঃখ,তাহে নাহি পাওমুখ, আত্ম মত জগং দেখিবে ॥ যুড়িয়া যুগল কর, কহিতেছে মন্ত্রীবর, মহারাজা করহ শ্রবণ । অমুখী মনুষ্যজাতি, দুঃখেদন্ধদিধারাতি, স্থখ সাতি নহেক কখন ॥