পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । চিন্তাকরিদেখরায়,চিন্তাছাড়া পাবেকীয় চিন্তানলে জ্বলে সৰ্ব্ব জন । তুমিও হে নৃপমণি, কহ দেখি সত্য শুনি, চিন্তা শুন্য তোমার কি মন ॥ রাজা বলে মন্ত্রীপ্রতি,একেমনবাক্য রীতি, শক্ৰগণ ঘেরিয়া অামায় । শিরোপরিরাজ্যভাত, তচিন্তাঅাছেতর মুখী কিলে হইব তাহায় । , কিন্তু হেন মনে লয়, সবার. এৰূপ নয়, সামান্যেতে সুখী অাছে কত । নিৰ্ম্মল তাদের মুখ, কখন না জানে দুঃখ, মুখ চিন্তা করে আবিরত ॥ ভূপতি যতেক কয়, উজীর অটল রয়, দেখি রায় পুনরায় কহে । সবে যদি স্থখী নয়, মোর মনে এই লয়, সকলে তোমার সম নহে ॥ কারো সঙ্গে নাহি ভাব,সদা ধর মৌনভাব এ ভাব তোমার কি কারণ । মুখে নাহি দেখি হাস, কহ নাহি মিষ্টভাষ, বল দেখি শুনি বিবরণ ॥ মন্ত্রী কহে মহাশয়, পালন করিতে হয়, অাজ্ঞা যদি করিলে অাম 'রে । শুনহ কাহিনী তবে, তাহাতে বিদিত হবে, মুখা লোক নাহি এ সংসারে । বিমর্ষ মন্ত্রী অর্থাৎ আতল মলক ও জেলেকার পে মের উপাখ্যান । আছিল জহরী এক বোগদাদে ধাম । ধনবন্ত অতিশয় আবদুল্লা নাম ॥ অামি র্তার এক পুত্ৰ শুন পরিচয় । বিদ্যার কারণ পিতা করে কত ব্যয় ॥ ל ס\ ל বাল্যকালাবধি মোরে যতন করিয়া। শিখাইল নানা বিদ্যা পণ্ডিত রাখিয়ণ ॥ শিক্ষকে করায় নানা শাস্ত্র অধ্যয়ন । তত্ত্বজ্ঞান দায়ভাগ ন্যায় দরশন ॥ শিখাইল একে একে অসিয়ার ভাষা । ভ্রমণে দশি বে ফল করি এই অাশা ৷ কিন্তু মোর স্বভাবে কুভাব জন্মাইল । অসৎ চরিত্রে সদণ চিত্ত প্রবেশিল ॥ এভাব নিরক্ষি পিতা হইয়া ভাবিত । ভাবান্তর করিবারে বুঝাতেন নীত ॥ পিতা যদি জ্ঞানী হয় পুত্র পরদারী। জ্ঞান বাক্যে কখন কি হিত হয় তারি ॥ দিতেন জনক যত জ্ঞান উপদেশ । বাতুলতা মনে ভাবি করি তাম দ্বেষ । এক দিন করিতেছি উদ্যানে ভ্ৰমণ । পিতা তথা আসি কহে করিয়া ভংসন ॥ শুনরে নিৰ্ব্বোধ পুত্র অশান্ত অজ্ঞান । রহিয়াছি আমি তোর কণ্টক সমান। একন্টক হতে মুক্তি পাইবি ত্বরায়। কৃতান্ত নিকটবর্তী লইতে আমায় । পাইবে অতুল ধন হবে অধিপতি। সাবধান অপব্যয়ে নাহি দিবে মতি ॥ একান্ত না শুন কথা ধন যদি যায় । এই দেখ উদ্যানেতে রক্ষ শোভা পায় । ইহার শাখায় রজ্জ, বন্ধন করিবে । গলে দিয়া ভাবি দুঃখ হইতে তরিবে। কিছু দিনে জনকের হইল মরণ । ধূম ধামে গোর তার দিলাম তখন। পাইয় অতুল ধন প্রতুল ভাবিয়া। রাখিলাম দ্রাস দাসী অনেক অনিয়ণ ॥ লম্পট আচারী যত অাছিলা নগরে । আনিয়া সকলে অামি রাখিলাম ঘরে ॥ নিরন্তর করি সঙ্গ কজন সহিত । দিব। রাত্রি বাদ্য গান মদ্যেতে মোহিত ৷