পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A VOb এই ৰূপে থাকি মত্ত নাহিক চেতন । দুঃখোদয় ক্রমে হয় ক্ষয় সব ধন ॥ নির্ধন দেখিয়া সখা সকলে ত্যজিল । একে একে দাসগণ ছাড়িতে লাগিল ॥ অসহ্য হইল দুঃখ সহ্য করা ভার । মনে ভাবি হায় বিধি একি চমৎকার ॥ কেন নাহি শুনিলাম পিতার অাদেশ । তাহার উচিত ফল হতেছে অশেষ ॥ এখন সস্বল মাত্র অাছে ভদ্রাসন । তার মুল্যে কত দিন পালিব জীবন। হায় হায় তাহা গেলে কি দশা ঘটিবে। দুয়ারে দুয়ারে ভিক্ষণ করিতে হইবে ॥ কি মুখে লোকের কাছে যাজ্ঞা করিব । বদান্য হয়ে কি শেষে মুদৈন্য হইব ॥ হায় হায় কেমনে সহিব অপমান । অামার উচিত হয় না রাখিতে প্রাণ ॥ কহিয়া ছিলেন পিতা হও যদি দৈন্য। নিশ্চয় ত্যজিবে প্রাণ না ভাবিয়া অন্য ৷ দুঃখী হতে বাকি আর কি আছে এখন। মরিব পিতার বাক্য করিতে পালন ॥ এত ভাবি রজ্জ এক করিলাম ক্রয়। চলিলাম উদ্যানেতে যথা বৃক্ষ রয় ॥ প্রস্তর উপরি উঠি সেই বৃক্ষ তলে । শাখায় বান্ধিয়া রজ্জ লাগাইনু গলে । কিবা বিধাতার কৰ্ম্ম পরমায়ু ছিল। ভরেতে বৃক্ষের শাখা ভাঙ্গিয়ণ পড়িল । দেখিয়া বড়ই খেদ উপজিল মনে । মৃত্যু আশা করিলাম গেল অকারণে ॥ হেন কালে চক্ষু মেলি ভগ্ন শাখা পানে। দেখিলাম বহু রত্ন পতিত সেখানে ॥ সছিদ্র তরুর স্কন্ধ শাখায় তেমনি । অনুমানি ভিতরেতে অাছে কত মণি ॥ অমনি গলের রজ, ফেলাই টানিয়া । কাটিলাম তরুবরে কুঠারি অানিয়া ॥ পারস্য ইতিহাস । দেখিয়া প্রচুর নিধি ঘুচিল বিষাদ । শোক তাপ দূরে গেল হইল আহলাদ ॥ জনকের স্নেহ ভাব ভাবি মনে মনে । - মরিতে কহিয়াছিল ইহার কারণে ॥ সুখাশয় আtর নয় না করি অধৰ্ম্ম । করিব পিতার মত জহরির কৰ্ম্ম ॥ হীরার পরীক্ষা ভাল আইসে অামায় । হবনা অপ্রতিপন্ন জাতি ব্যবসায় ॥ জহরী দুজন ছিল বোগদাদ দেশেতে। , পুৰ্ব্বের প্রণয় ছিল পিতার সঙ্গেতে ॥ বাণিজ্য করিতে তারা অারমসে ষায় । অংশিদার অামি এক হইলাম তীয় ॥ একত্রে মিলিয়া সবে বশরায় গিয়া । অারমসে চলিলাম তরি অারোহিয়া ॥ এই ৰূপে যাই মোরা প্রণয় অত্যন্ত । ঘটিল পশ্চাৎ যাহা শুনহ বৃত্তান্ত । জলপথ প্রায় শেষ নিকট শহর । স্থরাপন করি সবে আহলাদ বিস্তর ॥ কিবা দুরদৃষ্ট ভাগ্যে দুঃখ নাকি ছিল। আহলাদ করিতে গিয়া প্রমাদ ঘটিল ॥ মদে মত্ত দেখি মোরে অংশী দুই জন । নিশি তে অর্ণব মাঝে করিল ক্ষেপণ ॥ সঘনে পবন বহে ঘোর অন্ধকার । উত্তঙ্গ তরঙ্গ তায় পৰ্ব্বত আকার ॥ দৃশ্ব নাহি কুল তাহে ভীষ্ম পারাবার। অলিম্বন বিনা কার সাধ্য হয় পার ॥ পড়িয়া গভীর নীরে না পাইয়া কুল। ভাবিলাম লাভ হেতু হার ইমু মুল ॥ কিন্তু কৃপানিধি বিধি হয়ে অনুকুল । অকুল বারিধি হতে সমপিল কুল ৷ অাছিল পৰ্ব্বত এক শহর নিকটে । তরঙ্গে তুলিয়া আনি দিল তার তটে । তট পেয়ে ত্রাস গেল হইল আহলাদ । সারা নিশি বিধাতারে দেই ধন্যবাদ ॥