পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । প্রভাতে পৰ্ব্বতোপরি উঠিলাম গিয়া । স্ফটিক কুড়ায় তথা কৃষকে আসিয়া ॥ কহিলাম সব কথা ক্ষেত্রপ সকলে । শুনিয়া দুর্দশা সবে ভাসে অশ্রুজলে ॥ দৈন্য দেখি দয়া করি খাদ্য দ্রব্য দিল। পশ্চাৎ অণমস দেশে লইয়া চলিল । সরায়ে থাকিতে গিয়া দেখি চমৎকার। বসিয়া অtছয় তথা এক অংশিদার ॥ মনে জানে সমুদ্রেতে দিয়ছে ফেলিয়া । খাইয়াছে জলজন্তু তখনি ধরিয়া ॥ অবাক হইল দেখি মরি নাই জলে । অাস্তে ব্যস্তে উঠিয়া সঙ্গির কাছে চলে ॥ ক্ষণে অার জনে লয়ে আইল সেখানে । না করিল বাক্য লাপ যেন নাহি জানে ॥ ক্রোধেতে জ্বলিল অঙ্গ সহিতে না পারি। কহিলাম ওরে দুষ্ট পরধন হারী ॥ করিলি মন্ত্রণা এত মারিতে আমায় । কে মারে তাহরে যার ঈশ্বর সহায় ॥ চোরের সংসর্গে মোর কায নাহি অার ফিরে দে এখনি অংশ বুঝিয়। আমার ॥ মানী হলে একথায় মরমে মরিত । বেহায়ণ কি হায়া হবে সরমে বৰ্জ্জিত। উলটল চোরা গিরিবান্ধি কহে দুই জনে । প্রবঞ্চনা কথা কহ ভয় নাহি মনে ॥ এত দপ কিসে কোন ধার ধরি তোর । একোন চাতুরি কথা ওরে জুয়াচোর। এত বলি ছড়ি মারে পড়ি দুজনায় । কি করি উপায় হীন বিহীন সহায় ॥ কহিলাম ভলিভল থাকরে দুৰ্জ্জন । তোদের শিখণব ভাল কাজীর সদন ॥ একথা শুনিতে দোহে তখনি চলিল । অামি না যাইতে অাগে ষাইয়া পড়িল । কাজীকে নজর দিল মাণিক জহর । প্ৰণামিয়া বিনইয়া কহিল বিস্তর ॥ \రిమ শুন শুন বিচারক কহে চোর গণ । তুমি ধৰ্ম্ম অবতার বিচার দর্পণ ॥ সত্যের আদিত্য প্রভু আছহ প্রকাশ । যার করে চাতুরি বারিদ হয় নাশ । দোহাই তোমাব দোহে লয়েছি শরণ । রক্ষা কর আমরা অনাথ দুই জন ॥ বিদেশ হইতে মোরা অসি এই দেশে। হব কি চোরের হাতে অপমান শেষে ॥ অনেক দুঃখের ধন চোরে কি করিবে । দোহাই বিচার পতি বিচার করিবে । কাজী বলে কেটা চোর বল দেখি শুনি । চোর বলে আমরা তাহীকে নাহি চিনি। সে বেটা বিষম চোর লাগিয়াছে পাছে। সৰ্ব্বস্ব লইবে প্রভু ফন্দি করিয়ছে। বলিতেছে দুই জনে এই সব কথা । হেন কালে অামি গিয়া উপনীত তথা ॥ হের দেখ এই চোর কহে চোর গণ । চোরের বুকের পাটা দেখহ কেমন ॥ কোন ফন্দি করি বেটা আসিল হেথায়। দোহাই দোহাই রক্ষা করহ দোহায় ॥ আমি গিয়া দাড়াইনু করিতে উত্তর । দীড়ন কেবল সার কে লয় খবর ॥ ধনীর সকলে বন্ধু নিৰ্দ্ধনীর নয়। ধন বিনা কে কার নিমিত্তে কথা কয় ॥ সঙ্গিদের ছিল ধন দিলেক বিস্তর। অামি ধনহীন দীন কি দিব নজর ॥ বিপক্ষের ধনে কাজী সপক্ষ হইল । আটক করিয়া মোরে ফটকে রাখিল । আনন্দে চলিয়া গেল অংশী দুই জন । লৌহ বেড়ী দিয়া মোরে করিল বন্ধন । থাকিলাম কারাগারে পড়িয়ণ তখন । ছিল না ভরসা মুক্তি পাইব তখন ॥ কিন্তু ধৰ্ম্ম স্বল্প গতি জনশ্রুতি ক্ৰমে । শুনিল সমস্ত কথা কৃষিগণ ক্রমে।