পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»8३. বসিল কামিনী গণ মগুলি করিয়া । অামায় তাহার মাঝে বসাইল নিয়া ॥ রাজকন্যা খাদ্য দ্রব্য অানিতে কহিল । ছয় জন দাসী আসি প্রস্তুত করিল ॥ ফল মুল মিষ্টদ্রব্য আনে নানা মত । আনন্দে আহার করে নারীগণ যত ॥ ভোজনান্তে প্রক্ষালন করি হস্ত মুখ । কথোপকথনে ক্রমে বাড়িল কৌতুক। সম্মুখে বসিল মোর আসি কেলিকারী। ক্ষণে ২ চায় রাম হাসে অাখি ঠারি ॥ আমিও কটাক্ষ করি অাড়েই চাই । রমণী চাহিলে মুখ অমনি লুকাই। কতক্ষণ লুকাচুরি আঁখি ঠারা ঠারি । বাড়াবাড়ি হতে চেয়ে দেখে সব নারী ॥ রাজকন্যা জেলেক সাহস দিয়া কন । এত কেন মুখচোরা তুমি হে হোসন। সরম ভরম ত্যজ নিভয়েতে রও । প্রেমাধিনী বোধ করি মুখে কথা কও ৷ দেখ দেখি আমার সকল সখী গণে । সত্য কহ তোমার কাহীকে লাগে মনে একথা শুনিয়া বড় ঠেকিলাম দায় । মনে ভাবি ভাল মন্দ কহিব কাহtয় ॥ একে যদি ভাল বলি অন্যে হবে রুষ্ট । কাহারে করিব রুষ্টা কারের সন্তুষ্ট । বয়সে সমান সবে ৰূপেতে মোহিনী। ফলত সুন্দরী বটে রাজার নন্দিনী ॥ প্রকাশিয়া তাহাও বলিতে নাহি পারি মনে লাগিয়াছে ভাল দেখি কেলিকারী কি জানি কহিলে তাহা ঘটেকোন দায় । । লাভে হতে রাজকন্যা মনোদুঃখ পায় ভাবিয়া নাপাই কিছু কি কহি তখন । রাজকন্যা বলে কেন ভাবিছ হোসন ॥ যারে ইচ্ছা ভাল কহ কি লাগি ভাবনা তোম। প্রতি রুষ্ট ন হইবে কোন জনা পারস্য ইতিহাস । দেখ দেখি আমরা যুবতী নারীগণ । কাহাকে বাসনা হয় করিতে গ্রহণ ॥ ভাবিয়া চিন্তিয়া কহি শুন বরাননা । তোমারে উচিত নহে সখী মধ্যে গণ ॥ তুমি গুণে নিৰূপমা পরম ৰূপসী । নক্ষত্র সমাজে যেন পূর্ণিমার শশি । তোমারে হেরিলে অন্যে চক্ষু যায় করে। সখীদের সঙ্গে কিসে তুলনা তোমার ॥ এই কথা কহি কিন্তু কেলি প্রতি আঁখি । ইহাতে আমার ভাব বুঝিতে কি বাকি। বুঝিয়া ঈষদ হাসি রাজকন্যা কয়। মুখে এক মনে আর ছাপা নাহি রয় ॥ তোসামোদি কথা কেন কহিতেছ ভাই । মন রাখা কথা মোরা শুনিতে না চাই ॥ স্বৰূপ বচন কহ বিদ্রুপ না কর । কোন জনে লাগিয়াছে তোমার অন্তর ॥ সত্য কহ কেহ মোরা রুষ্ট না হইব । বরঞ্চ শুনিলে বড় সন্তোষ পাইব ॥ এত যদি রাজকন্যা অশ্বিাস করিল । বল বল বলি সব বন্দিনী ধরিল। কেলিকারী পীড়া পীড়ি করিল বিশেষে । তীরে যেন ভাল কব জানিল অভিাষে । কি করি এড়াব কত না কহিলে নয় । অবশেষে ত্যজিলাম সব লজ্জা ভয় ॥ কহিলাম শুন শুন রাজার কুমারী । ৰূপের বিচার অামি কি করিতে পারি ॥ পরম মুন্দরী সবে অতি মনোরমা । কাহায় ইহার মাঝে না দেখি অধম ৷ কিন্তু যদি জিজ্ঞাসিলে মিথ্যা কহা নয় । কেলিকারী স্থন্দরী আমার মনে লয় ॥ মুখ হতে এই কথা বাহির হইতে । কে কার গায়েতে পড়ে হাসিতে২ ॥ হাসি দেখি মুগ্ধ প্রায় মুক হয়ে রই। এরা বুঝি ছদ্ম নারী মনে মনে কই।