পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস Y Co. জেলেক কহিল আসি শুনহে হোসন পরিবার স্থদ্ধ সেই যাবে বশরায় । উত্তমে উত্তম তুমি কহিলে এখন ॥ কেলিকারী আমার পরম প্রিয়তমা । সকল সঙ্গিনী জিনি ৰূপে মনোরম ৷ তাহার গুণের কিবা দিব পরিচয় । " ৰূপ সমা নিৰূপমা সকলেতে কয় ॥ পরে যত নারীগণ পরিহাসে কয় । ভাললে কপাল কেলি ভাল কৈলি জয়। অানাইল রাজকন্যা দিব্য এক বঁাশী । প্রিয়তমা সখী করে দিল হাসি হাসি ॥ তুমিত গুণেতে জানি বড় স্বনিপুণ । নাগরে দেখাও দেখি আপনার গুণ ॥ বান্ধিয়া বঁাশীর স্থর সুন্দরী বাজায় । শুনি স্বমধুর বাদ্য অন্তর জুড়ায় । যন্ত্রে মিলাইয়া স্থর তার পরে সেই । গীত এক গাইল তাহার ভাব এই ॥ যুবতীর প্রেমে যদি কোন জন মজে। তাহার উচিত তারে চিরকাল ভজে । গাইতে গাইতে রাম চায় মুখ পানে । ইঙ্গিতে বিন্ধয় মন কটাক্ষ সন্ধানে ॥ অনঙ্গে অবশ অঙ্গ ধরি তার পায় । পাগল বলিয়া সবে হাসিয়া লুটায় ॥ এইৰূপ আমোদ প্রমোদ কত হয় । রাত্রি নাই বলি এক বুড়ি আসি কয় ॥ বৃদ্ধ বলে এরে যদি করহ বিদায় । এখনি কৰ্ত্তব্য নৈলে দিনে হবে দায় ॥ শুনি সব সখীগণ গৃহেতে চলিল । গোপনে আমায় বৃদ্ধ বাহির করিল। প্রভাত হইল নিশি বাহিরে অসিতে । দিবসেতে চলিলাম রাজার পুরীতে ॥ জমাদার ভৎসে কত দেখিয়া অামায়। বলে রজনীতে কালি রহিলি কোথায় ॥ বলিলাম অপরাধ ক্ষম মহাশয় । ছিলাম নিশিতে এক বন্ধুর অালয় ॥ হবে কিনা হবে দেখা আর পুনরায় ॥ এই জন্য জেদ করি আমায় রাখিল । কথায় বার্তায় নিশা প্রভাত হইল ॥ বুঝিলেক জমাদার তাই বুঝি হবে। দুচারি ধমক দিয়া চলে গেল তৰে ॥ এইৰূপে পরিত্রাণ পাইলাম যদি । মনোমাঝে উথলিল আনন্দের নদী ॥ কেলির প্রতিমা মনে দিব নিশি জাগে । অন্তর প্রফুল্প সদা তার অনুরাগে ॥ এই ৰূপ আনন্দেতে অষ্টাহ অতীত। নবম দিবসে এক খোজা উপনীত ॥ হোসন হোসন বলি বেড়ায় খুজিয়া । হেসিন তোমার নাম জিজ্ঞাসে অাসিয়া নাম শুনি এক খানি পত্র হাতে দিল । কোন কথা না বলিয়া অমনি চলিল ॥ পত্র খুলি দেখিলাম লিখিয়াছে পাতি। উপবনে অবশু্য আসিবে অদ্য রাতি মুন্দরী বলিয়া তুষ্ট করিয়াছ যায়। তাহার সঙ্গেতে দেখা হইবে তথায় ॥ কেলিকারী তুষ্ট বটে জানিতাম মনে । লিখিবে এমন পত্র না জানি স্বপনে ॥ আশাতীত মুখ ষাহে অাশা নাহি হয়। সে অাশা পাইলে তাহে কিবা মুখে দয় কহিলাম জমাদারে যাইয়া সত্বরে । তীর্থ করি বন্ধু এক এসেছে নগরে। অনুমতি দেও যদি দেখিতে যাইব । বহুদিন পরে সেই বন্ধুরে দেখিব । ছলে কলে ভুলাইয়া লইয়া বিদায় । চলিলাম উদ্যানেতে বিহঙ্গের প্রায় ॥ তৃতীয় প্রহরাতীত বেলা সেই কাল। তবু চিন্তি কতক্ষণে হবে সন্ধ্যাকাল । বিলম্বে ব্যাকুল প্রাণ ভাবি মনে মন । আজি বুঝি দিন মণি রহিবে এমন ॥