পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 88 পরে অস্ত গত দিবা আগত যামিনী । উপবনে উপনীত আসিয়া কামিনী ৷ হেরিয়া সে মুখ শশি দুঃখ দূরে যায়। যুগল চরণে ধরি লুটাই ধরায় ॥ আনন্দে অবশ অঙ্গ বাক্য না যুয়ায় । উঠ উঠ বলি কেলি তুলিল আমায়। কহিল তোমার প্রেম জানা নাহি যায় । মৌন ভিন্ন প্রেমচিকু দেখাও আমায় ॥ রাজকন্যা প্রভূতি যতেক সহচরী। সত্য কহ সবে নিন্দি আমি কি মুন্দরী ॥ এমন কি হবে দিন নয়ন তোমার । এত অনুকুল হবে ৰূপেতে আমার । বলিলাম স্থলোচনা কি সন্দেহ তায় । তুমি ৰূপে নিৰূপমা জিনিয়া সবায়। রাজকন্যা যখন বিচার ভার দিল । তোমায় র্তাহার অাগে মন নিয়াছিল ৷ তব ৰূপ ধ্যান জ্ঞান জাগিছে অন্তরে । অন্তর না হয় কভু থাকিয়৷ অন্তরে ॥ দয়া যদি না করিতে অধীন ভাবিয়া । তথাপি হৃদয়ে ৰূপ থাকিত জাগিয়া ॥ শুনি তুষ্ট মিষ্ট ভাষে কহিছে তখন । প্রেমের পাত্র বট তুমিহে হোসন ॥ বয়সে নবীন তুমি পুরুষ রতন । চতুর স্বজন তায় বুদ্ধে বিচক্ষণ । গৌরব করিলে কপ সকলে নিন্দিয়ণ । প্রেম পাশে অধির্মীরে রাখিলে বাধিয়ণ৷ কিন্তু বলো দেখি শুনি প্রাণের হোসন । মুখ কি অস্থখ এতে ভাবিব এখন ॥ 動 এত যে সাধের প্রেম হইবে বৃথায় । লাভে মাত্র বুঝি শেষে হারাব তোমায়। অবশেষে সব আশা হইবে অসার । পড়িয়াছে রাজকন্যা পিরিতে তোমার। পাইবে রাজার স্থতা সম্মান বাড়িবে। দাসী বলি অামারে কি মনেতে পড়িবে। পারস্য ইতিহাস । কহিলাম প্রাণ প্রিয়ে ইহা জান দড় । কিছার রাজার কন্যা তুমি মোর বড়। হউক রাজার বালা কিম্বা বড় আর । তোমারে দিয়াছি মন নিবে সাধ্যকার ॥ অপুত্ৰক হয় যদি সাতামাম্প রায় । অামাকে জামাতা করি রাজ্য দিতে চায় রাজপদ তুচ্ছ, রাজ কন্যা কোন ছার । অামায় নিতান্ত প্রিয়ে জানিবে তোমার ॥ নারী বলে একি একি কি কহ হোসন । , প্রেমে মত্ত হইয়াছ কোথা তব মন ॥ ভেবে দেখ এদুখিনী তাহার কিঙ্করী। অবহেলা কর যদি ৰুষিবে সুন্দরী ॥ র্তাহার হইলে ক্ৰোধ কে করিবে ত্ৰাণ । লাভে হতে দুই জনে হারাইব প্রাণ ॥ মজবে মজিবে কেন ভজ নৃপবালা । বাচিবে বাচাবে মোরে না ঘটিবে জ্বালা। তাহে অামি কহিলন শুন প্রাণ প্রিয়ে । 'জেলেকীর ক্রোধ সাম্য হবার লাগিয়ে } দেশান্তরে যাব প্রাণ বিবেকী হইয়া । যাবেনা তোমার মাখা অামার লাগিয়া ॥ থাকিবে রাজার ঘরে আনন্দিত মনে । ভুলিয়া যাইবে ক্রমে অভাগ্য হোসনে । অামি গিয়া বনে বনে করিব ভ্ৰমণ । জুড়াইতে মন দুঃখ ত্যজিব জীবন ॥ কাতর দেখিয়া মোরে কহিল তখন । ত্যজহ অলীক শোক প্রাণের হোসন ॥ তোমাভিন্ন নাহি জানি অন্য অার কারে । ছিলাম করিয়া ছল মন জানিবারে ॥ এবে বিনাশিয়া ভ্রম পরিচয় কই । শুন আমি রাজ কন্যা সহচরী নই ৷ সহচরী সাজ করি সে দিন নিশিতে । করিলাম ছল যত তোমারে বুঝিতে ॥ এত বলি সখী বলে কন্যা ডাক দিল । আইল সে যেই রাজকন্যা সেজে ছিল ৷