পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । নারী বলে কেলিকারী উপাধি ইহার । অামি রাজকন্যা নাম জেলেকা অামার। সত্য পরিচয় এই নাহি ভাব ছল । অযতনে পাইয়াছ যতনের ফল ৷ কহিলাম শুন ২ নরেন্দ্র কুমারী। বাড়াইলে কি মহিমা কহিতে না পারি। তুমি রাজকন্যা মান্য বিখ্যাত ভুবনে। রাজরাজেশ্বর যারে না পায় সাধনে ॥ কেমনে সস্তুম নাম সম্পদ ত্যজিয়া । অামাকে ভজিবে ধনী পিরীতে মজিয়ণ ॥ কন্যা বলে চমৎকার কিছু নাহি তায় । পিরীতে উত্তম নীচ কে বাছে কোথায় ॥ চির দিন পিঞ্জরে তে বাধা যারা থাকে । তাদের যৌবন জ্বালা কিসে স্নিগ্ধ রাখে ॥ সদা অঙ্গ অনঙ্গ অনলে জ্বলে যায় । মান অভিমান ভাবি তাহ কি যুড়ায় ॥ রসিক নাগর তুমি রমণী রঞ্জন। যুবতীর ধন প্রাণ যৌবন ভূষণ । কটাক্ষ কৃপাণে তব মান-করি মোর । X 8 (o মানব জনমে যত আশা হয় মনে । আশার স্বসার ভাল হেরি প্রতিক্ষণে ॥ এই ৰূপে দিন যায় সুখ সীমা নাই । অসুখ কেবল এই কবে তারে পাই ॥ হেন কালে দুরদৃষ্ট অমিত্র স্বৰূপ। সাধের মুখেতে মোরে করিল বিৰূপ ॥কন্যার হয়েছে পীড়ণ হইল শ্রবণ । দুই দিন পরে তার ঘুষিল মরণ ॥ হেন অসম্ভব কথা মনে নাহি লয় । গোরের উদ্যোগ দেখি হইল প্রত্যয় ॥ আগেতে চলিল বারো ঘরের কিঙ্কর । মস্তক অবধি কটি বিহীন অস্বর ॥ শোকে করে কোন জন করে নখাঘাত । কেহবা আঁচড়ে দেহ হয় রক্তপাত ॥ আনি যে যথার্থ দুঃখী প্রকাশিতে দুঃখ । নখাঘাতে রক্তময় করি পৃষ্ঠ বুক । অামাদের পাছে চলে কৰ্ম্মকারী যত । মুখে জেলেকার গুণ গায় অবিরত ॥ শবের সিন্দুক স্কন্ধে করিয়া যতনে । মরিল, ঘেরিল কাম আর নাহি জোর U দ্বাদশ মহত বংশী যায় খেদ মনে ॥ এই ৰূপ কত কথা কুমুম কাননে । বিভাবরী প্রায় শেষ চেত নাহি মনে ॥ কেলি কহে কিকর ২ ঠাকুরাণী । হের দেখ চন্দ্র অস্ত উঠে দিনমণি ॥ কন্যা কহে ওহে সখা হইনু বিদায় । ধরি হাত যেন নাথ ভুলনা অামায় ॥ অধিনী বলিয়া সদা স্মরণে রাখিবে । - পিরিতের চিত্ন তুমি ত্বরায় পাইবে ॥ এতেক শুনিয়া অামি করি নমস্কার । উদ্যান বাহিরে যাই খুলি গুপ্ত দ্বার। বাসায় অtসিয়া ভাবি মুখের অাশায় । আশ্বাসে বিশ্বাস করি আরো মুখ তায় ॥ ৰূপে গুণে ধন্যা কন্যা মান্য ভূমণ্ডলে। অামারে বাসিল ভাল ভাসি কুতুহলে। রেসমের রজ্জ, বাধা চারিদিকে ঝুলে । রাজার কুটুম্বগণ তাহ ধরি চলে ॥ নারীগণ যায় পরে শোকেতে কাতর। হাহাকার করে চক্ষে ধারণ নিরন্তর ॥ এই ৰূপে গোর স্থানে আসি উত্তরিল। কিছুই না জানি তার পরে কি হইল ॥ জনহীন রক্তধারা অঙ্গেতে দেখিয়া । রাজার ভবনে মোরে দিল পাঠাইয়া ॥ প্রলেপ করিয়া সৰ্ব্ব অঙ্গে লেপ দিল । দুই দিনে শারীরিক বেদন ঘুচিল । কিগুণ বাহিরে জল ভিতরে অাগুণ । জেলেকারে মনে হলে বাড়ে সে দ্বিগুণ । থাকি থাকি কান্দে প্রাণ চক্ষে বহে বারি। বলি হায় কি করিলি রাজার কুমারী।