পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》8° এই কি প্রেমের চিকু দিবে বলে ছিলে । সত্য হতে বুঝি এই উদ্ধার হইলে । শোকেতে ব্যাকুল প্রাণ না মানে সাত্বনা। চন্দ্রীনন মনে হলে দ্বিগুণ যন্ত্রণ ॥ তিন দিন তিন রাত্রি গত হলে পরে । চলিলাম বিবেকী হইয়া দেশান্তরে ॥ কোথা যাই কোথা খাই থাকি কোন ঠাই। নয়ন যে দিকে ধায় সেই দিকে ধাই ॥ প্রভাতী হইল নিশা ভ্ৰমিতে ভ্ৰমিতে । বসিলাম বৃক্ষতলে বিশ্রাম করিতে ॥ হেন কালে তথা দিয়া যায় এক জন । বয়স নবীন তার মলিন বসন ॥ নিকটে আসিয়া হস্তে বৃক্ষ শাখা দিল । গাহিয়া পারস্য গীত যাজ্ঞা করিল। সঙ্গতি তখন কিবা কি দেই তাহারে । সে বুঝে পারস্ত বুঝি বুঝিতে ন পারে। আরব্য কবিত। পরে পড়িতে লাগিল। তাহাও নিষ্ফল দেখি বিনয়ে কহিল ॥ তুমি ভাই দয়া হীন ৰোধ নাহি হয়। বরঞ্চ সঙ্গতি নাই এই মনে লয় ॥ . শুনিয়া উত্তর করি কহিলে ষে কথা । প্রকৃত জানিবে তার নাহিক অন্যথা ॥ দেখিছ দরিদ্র বেশ অামি কোথা খাই । তোমায় কি দিব বল আপনি না পাই ॥ শুনিয়া ফকীর কয় কি দুঃখ তোমার । এ দুঃখে তোমায় অামি করিব উদ্ধার। চমক লাগিল বড় একথা শুনিয়া । উদ্ধার করিতে চায় ভিক্ষুক হইয়া ॥ এখনি মাগিল ভিক্ষা করিল মিনতি | আপনি দরিদ্র কিসে ঘুচাবে দুৰ্গতি ॥ তবে বুঝি এই ভাল করিবে কেবল । অাশিষ করিয়া মোর চাহিবে মঙ্গল ॥ হেন কালে উদাসীন কহিছে বচন । ফকীর ধাৰ্ম্মিক জাতি আমি এক জন ॥ পারস্য ইতিহাস । মনের অানন্দে থাকি কোন চিন্তা নাই । লোকে উপার্জন করে মোরা জানি খাই। কপট ফকীর বেশে যাই ঘরে ঘরে । ফাকি দিয়া লই ধন আশীৰ্ব্বাদ করে ॥ অনায়াসে অানি খাই নাহি কৰ্ম্মাকৰ্ম্ম । নিৰ্ব্বোধ ফকীর যত ভেবে মরে ধৰ্ম্ম ॥ শুদ্ধাচার অাহীর পানেতে বারমাস । কখন দ্বাদশ দিন করে উপবাস ॥ বাহিরে যেমন নিষ্ঠ ভিতরে তেমন । ভেকধারী আমরা ভিতরে ভও মন ॥ যথ তথা ভোজনেতে বিচার না করি । পাইলে পরের ধন কপটেতে হরি ॥ একৰ্ম্ম করিতে যদি চাহ তুমি ভাই। চলহ আমার সঙ্গে বোষ্ট্র গ্রামে যাই ॥ সেই খানে আছে আরো সঙ্গী দুই জন। তুমি গেলে চারি হব চলহ এখন ॥ শুনিয়া উত্ত করি শুন শুন ভাই । ফকীরের রীতি নীতি কিছু জানি নাই ॥ এই মনে ভয় করি কি হতে কি হবে । কোকিলের পলে কাক টের পাবে রবে ফকার হাসিয়া বলে কিছু নাই ভয় । শুদ্ধাচারি ফকীর আমরা কেহ নয় ॥ বাহিরে ধাৰ্ম্মিক বেশ ভিতরেতে আর । মুখে ভুলাইব মোরা কিবা ভয় তার ॥ এত বলি সঙ্গে করি লইয়া চলিল । পথে যেতে কত শত গৃহস্থে ছলিল । গৃহস্থের বাটা যায় কপট হইয়। ভুলায় অবোধ লোকে ছলনা করিয়া ॥ তন্ত্র মন্ত্র পড়ে কত কবিতা শুনায় । চাল দণল দেয় সবে যে যেখানে পায় । থলিয়া হইল ভারি লয়ে যাওয়া ভার। বোষ্ট গ্রামে দুই জনে যাই এ প্রকার ॥ ক্ষুদ্র এক গৃহ ছিল নগর বাহিরে। বসতি করয়ে তথা সে দুই ফকীরে ॥ $