পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाक्रम ইতিহাস s $ 8 o' " আমায় দেখিয়া দোহে মুখে সস্তাষিল । | সঙ্গী হব শুনি কত আনন্দে ভাসিল ॥ শিখাইল ভণ্ডামি সকল তাক তুক। যেৰূপ ভুলায় লোকে বাকাইয়া মুখ ॥ দিয়া নানা উপদেশ দিল নিজ বেশ । প্রতারণা করিয়া বেড়াই সব দেশ ॥ ভদ্র পল্পী যথা তথা নগরে বেড়াই । হাতে দেই ফুল শাখা কবিতা শুনাই ॥ | দয়া করি দান করে দান শীল যত । ধন কড়ি ভিক্ষা করি নিত্য আনি কত ॥ একে নব অনুরাগ বয়স নবীন । তাহাতে সংসর্গ দোষে বুদ্ধি হয় ক্ষীণ ॥ যা আনি বিলাই খাই স্থখে দিন যায়। ক্রমে অন্য প্রেমে মজি ভুলি জেলেকায়। যার জন্য দেশত্যাগী ছাড়ি সব মুখ | | তাহাকে পড়িলে মনে নাহি হয় দুঃখ । মনে ভাবি মরিলে ভাবিয়া কোন ফল । । শব কি সজীব হবে দিলে চক্ষু জল ৷ কান্দিয়া ২ যদি আঁখি অন্ধ হয় । কান্দিলে অীজন্মকাল কিবা ফলোদয় ॥ এই ৰূপে দুই বর্ষ হইল অতীত। এক দিন ভ্রমণের কথা উপস্থিত ৷ ফকীর কহিল ভাই শুনহ বচন । কত কাল এক দেশে থাকিব এমন ॥ শুনেছি কান্ধার দেশ অতি চমৎকার । ভ্ৰমণ করিতে যাই বাসনা অামার ॥ তুমি যদি সঙ্গী হও একত্র যাইব । দেখিয়া মানব জন্ম সফল করিব ৷ দৈবের নিৰ্ব্বন্ধ কভু না যায় খণ্ডন। চলিলাম দুই জনে করিতে ভ্রমণ ॥ সাজেস্তান মহারাজ্য পার হয়ে যাই । নানা দেশ ভ্ৰমিয়া কান্ধীর দেশ পাই । কিবা রাজ্য স্থশোভিত দেখিতে সুন্দর চৌদিকে প্রাচীর পার্শ্বে খেয় মনোহর । নামেতে ফিরোজ সাহা রাজ্য অধিপতি। শুনিলাম মুবিচারে তৎপর ভূপতি । র্তাহার রাজত্বে প্রজা সদণ মুখে থাকে । মুনিয়মে শিষ্ট্রে পালে দুষ্ট্রে কষ্ট্রে রাখে ॥ উত্তfর উত্তর স্থানে থুকিবারে যাই । ভেকের মহিমা কত তার সীমা নাই ॥ যে ধরে যোগীর বেশ সৰ্ব্বত্র অাদর। সস্তুষিল সবে আসি করি সমাদর ॥ শুনিলাম সহরেতে বড় জনরব । পরদিন রাজপুরে হবে মহোৎসব । অভিষেক তিথি পূজা সে দিন রাজার । তত্ত্বংসবে মহোৎসব সকল প্রজার ॥ পরদিন চলিলাম রাজার পুরীতে। বারণ না করে কেহ ফকীরে যাইতে ॥ দাণ্ডইয়া দুই জনে দেখি সেই খানে । হেন কালে যেন কেহ বাহু ধরি টানে ॥ ফিরে দেখি পারস্য রাজার খোজা সেই। জেলেকার পত্র মোরে দিয়াছিল যেই ॥ হেরি তারে ভাবিলাম একি অপৰূপ । সে কহিল মোরে, হেন কেন তব ৰূপ ৷ তথাচ চিনেছি আমি হোসন তোমায়। অামি কহি কহ কেন চাপর হেথায় ॥ কহ শুনি এই দেশে কি কর আসিয়া । ছাড়িলে রাজার পুরী কিসের লাগিয়া। খোজা বলে সেই কথা কহিব পশ্চাৎ । কালি এই খানে পুনঃ করিবে সাক্ষাৎ ॥ কেহ না আসিবে সঙ্গে একাকী আসিবে শুনিবে আশ্চৰ্য্য কথা সন্তুষ্ট হইবে। পর দিন দেখা গিয়া করিলাম তথা। চাপর কহিল হেথা না হইবে কথা ॥ চলহ কহিব সব যাইয়া বিরলে। এত বলি ক্ষুদ্র পথ দিয়া নিয়া চলে। দিব্য এক পুরীতে আনিল তার পর । নানা দ্রব্যে গৃহান্তর শোভে মনোহর ।