পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ساختافتتناگسستنخ عباسق تتسسات تنفسخ نشستن قفسه কহিলাম রাজকন্যা ভেবে দেখ মনে । উন্মত্তা চঞ্চল হও কিসের কারণে ॥ তুমি ভাগ্যবতী সতী রাজার দুহিত। রাজা পতি পাবে হবে রাজার বনিতা ৷ রাজার আরাধ্যা তুমি ভুবনমোহিনী । কিঙ্করে ভজিয়ে কেন হবে কলঙ্কিনী ॥ মান ভয় কুল ভয় নাহি প্রাণ ভয় । ছিছিছি দাসের প্রতি কেন এ অtশয় ॥ এমতে বুঝাই যত সব বিপরীত । ঘৃত দানে অগ্নি যেন হয় প্রজ্বলিত। সুবোধ না মানে বোধ আমার প্রবোধে । বুঝিলাম মজিয়াছে প্রেম অনুরোধে ॥ কহিলাম তীরে পরে শুন রাজবালা । নীচ মতি করি কেন বাড়ীতেছ জ্বালা ॥ দেখিবে শুনিবে কেবা রাজাকে কহিবে। লাভে মাত্র এই হবে প্রাণ হারাইবে ॥ নিতান্তই যদি তারে নাপার ভুলিতে । এখন উচিত তবে উপায় চিন্তিতে ॥ রাজকুল প্রেমকুল দুই কুল থাকে। এমন উপায় দেখ নাপড়ে বিপাকে ॥ ইহার উপায় এক জানিগে সুন্দরী । কিন্তু সে বিযম কথা কহিবারে ডরি ॥ কন্যা বলে বল বল শুনি সে কেমন । মোর মাথা খাস যদি রাখিস গোপন ॥ বল সখী কেমনে পুরিবে অভিলাষ । রাখিব হোসনে কিসে নয়নের পাশ ৷ অামি বলি শুন যদি আমার বচন । ত্যজিতে হইবে তবে পিতার ভবন ॥ কুল মান দৃষ্টি মাত্র কিছু না করিবে । সামান্যার সম গিয়া থাকিতে হইবে ॥ ইহাতে যদ্যপি তুমি কর অঙ্গীকার। তবেত লইতে পারি একৰ্ম্মের ভার ॥ কুমারী কহিল শুনি কি সন্দেহ তায় । প্রেম জন্যে ত্যজিবারে পারি বাপ মায় ॥ معنای تعیین میکند. این পারস্য इब्शिन l 》8分 অামি কহিলাম তীরে এত অসুরাগ । প্রেম হেতু মা বাপে করিবে পরিত্যাগ । রজার দুহিতা হয়ে কেমন বাসনা । জলাঞ্জলি দিয়ে কুলে সহিবে যন্ত্রণ ॥ কামিনী কহিল পরে তারে যদি পাই । জাতি কুল মাত পিতা কিছু নাহি চাই। যাচিয়া মাগিয়া খাই সে সবে জীবনে । কি মুখ ঐশ্বৰ্য্যে সখী হোসন বিহনে ॥ কহ সখী সদা তারে কেমনে হেরিব । প্রেম পাশে বান্ধি কিসে হৃদয়ে রাখিব। শুনিয়া কহিনু তারে আগো ঠাকুরাণী। এতই অধৈর্য্যা যদি শুন মোর বাণী ॥ অাছে এক তরুবর অতি চমৎকার । তাহার গুণের কথা কি কহিব অার ॥ তার পত্র যদি রাখ শ্রবণ কুহরে। শবাকার হবে দেহ দণ্ডের ভিতরে ॥ গোর দিতে লয়ে যাবে মৃত জ্ঞান করি । রাত্রিতে তুলিব আমি তোমারে সুন্দরী। ললনা ছলনা শুনি সস্তুষ্ট হইল । মরম কৌতুকে মোরে আলিঙ্গন দিল । কিন্তু বালা মনে এই করিল সংশয় । মরণান্তে পাছে ছল প্রকাশ বা হয় ৷ মরণের পরে অাছে কত রীত নীত । করিতে সে সব পাছে ঘটে বিপরীত ॥ অনায়াসে করিলাম সংশয় ভঞ্ছন । অপর যে ৰূপ হয় শুন বিবরণ ॥ শিরঃপীড়া ছলে কন্যা শয্যায় রহিল । কুমারী পীড়িত বড় ঘোষণা হইল ॥ । চিকিৎসক আসে কত চিকিৎসা করিতে ঔষধ যতেক দেয় না দেয় খাইতে ॥ দিন দিন তমুক্ষীণ বাড়ে ছল রোগ । সময় বুঝিয়া কর্ণে করি পত্র যোগ ॥ ছুটী ছুটি অমনি রাজার কাছে যাই । কন্যার আসন্ন কাল কান্দিয়া জানাই ॥