পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । У Ф. У ছাড়িয়া সিরাজ ধাম গিয়া দেশান্তরে । [ক্রয় করি তিন জনে পরে মৃপবর । থাকিতে আনন্দে আজি হরিষ অন্তরে ॥ কি করিব আমার নহেক অপরাধ . কহিয়াছিলাম অাগে পাঠাও সংবাদ ॥ কৌতুক ভাবিয়া কন্যা করিলেন হেলা । শৈশব কালেতে যেন বালিকার খেলা ॥ শুন সখী এই কথা আগে না কহিবে । মরিয়াছি মনে করি বিষন্ন হইবে ॥ শেষে যদি জানে ছল পাবে কত সুখ । বলিতে না দিল মোরে ভাবিয়া কৌতুক। আপনি অপেন দোষে আনিল জঞ্জাল । গিয়াছ শুনিয়া তার ভাঙ্গিল কপাল ॥ " শোকে অর্তি হয়ে ধনী ভাসে অশ্রুজলে। বলে কান্ত গেলে কোথা দুঃখে প্রাণজ্বলে ৷ দেহ মাত্ৰ হেথা আছে প্রাণ তব ঠাই । প্রাণকান্ত বিনা প্রাণ কেমনে বঁাচাই ॥ প্রেম লোভে বিরহিণী ত্যজি জাতিকুল । কোথা গেলে প্রাণনাথ গেল দুই কুল ৷ এই কথা মুখে সদা ব্যাকুল পরাণ । নগর খুজিয়া খোজা না পায় সন্ধান । নৈরাশ হইয়া শেষ তিন জনে তাই । সিন্ধু নদী পানে যাই যদি দেখা পাই। নগর নগর ফিরি করি অন্বেষণ । বিফল কেবল শ্রম বৃথা অকিঞ্চন। এক দিন যাই কয় মহাজন সাতে । তস্কর লস্কর অাসি ঘেরিলেক পথে ॥ মারিপিট লুটপাট করি মহাজনে । অামাদিগে কান্ধারে অনিল তিন জনে ॥ দাসী বিক্রয়ির স্থানে বিক্রয় করিল। সে লয়ে ফিরোজ সাহে বেচিতে অনিল ॥ জেলেকার রূপ হেরি মোহিত ভূপতি। জিজ্ঞাসা করিল রাজা কোথায় বসতি ॥ অামশে নিবাস মোর যুবতী বলিল । নাম ধাম জাতি কুল কিছু না কহিল। রাখিলেন অন্তঃপুরে দিয়া দিব্য ঘর ॥ এতেক শুনিয়া পুনঃ স্থধাই সখীরে । সে চন্দ্রাস্ত ওগো সখী দেখিব কি ফিরে ॥ এ আশু নিরাশ মাত্র ভাবি অকারণ । কেমনে দেখিব যার রক্ষক রাজন ॥ দুদিক দেখগেন সর্থী হইল বিষম। কোন দিগে নাহি হবে দুঃখ উপশম । যদি সে কমলমুখী ভালবাসে ভূপে । , দেখ সখী আমি স্থার্থী নহি কোন ৰূপে ॥ কিম্বা যদি অবিনয়ে রাজা দেয় ছুঃখ । তা শুনিলে সেই দুঃখে ফাটিবেক বুক ॥ সখী বলে ভাল ২ তুষিলে হোসন । তুমি হে কেবল জান প্রেম কি রতন । ব্যথার ব্যথিত তুমি প্রেমিক স্বজন । তা না হলে কন্যা সদা বোরে কি কারণ ॥ প্রাণাধিক দেখে তারে কান্ধীর ঈশ্বর । তথাপি হোসন ভাবি শরীর জর্জৱ ॥ মৌনভাবে সদা ভাবে ভাসে নিরানন্দে । চান্দ্রাস্ত্য প্রকাশু কালি হয়েছে আনন্দে ॥ তব অাগমন বার্তা চাপর কহিল । বড়বায় শুষ্ক সিন্ধু যেন উথলিল । হৃষ্ট হয়ে অনুমতি করিল খোজায় । স্থসজ্জিত গৃহে নিয়া রাখিতে তোমায় ॥ অামায় প্রেরিল আজি তোমার সদন । কালি প্রভু দুই জনে হইবে মিলন ॥ সদরে আসিতে পাছে কেহ পায় টের । করিয়াছি চাবি তাই উদ্যান দ্বারের ॥ রাত্রিতে খুলিয়া দ্বার আসিব গোপনে । ভুঞ্জিবে সাধের প্রেম কালি দুই জনে ॥ এত বলি সহচরী গমন করিল । প্রেমানল পুনঃ হৃদে প্রবল হইল ॥ যামিনী কামিনী ভাবি নিদ্রা নাহি হয় । তিলেকে প্রহর বোধ প্রহরে প্রলয় ॥