পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(శ్చి পারস্য ইতিহাস । | যদিবণ রজনী গেল দিবস না যায় । অরুণ শক্রতা বাদ সাধিয়া জ্বালায় ॥ কত দুঃখ দিয়া ভান্স গমন করিল। সাধের যামিনী অাসি শেষে দেখ। দিল। শশিহীন নিশা তাহে হেরি শশীময়। হেন কালে গৃহে আসি চাদের উদয় ॥ ৰূপসী আইল শশি জিনি তার ৰূপ । কেলিকারী সঙ্গে যেন নক্ষত্র স্বৰূপ ॥ পুনশ্চ মিলনাশয় না ছিল যাহার। কি স্থখ ভাবিয়া দেখ মিলনে তাহার ॥ অমনি চরণ ধরি অবশ অনঙ্গে । রমণী তুলিয়া নিয়া বসায় পালঙ্কে । নারী বলে শুনহ প্রাণের হোসন । অনুকুল বিধি তাই হইল মিলন। লাগিয়াছে তটে তরি পাইয়াছ কুল । নামিবে কেমনে ভুমে ভাবিয়া ব্যাকুল৷ থাকি রাজ অন্তঃপুরে সদা আসা ভার। কিৰূপে পূরিবে অাশা অাশার মুসার ॥ কিন্তু হেন জ্ঞান হয় যে বিধি মিলায় । এ কণ্টক দুর হবে তাহারি কৃপায় ॥ তোমার সম্বাদ অামি সদত লইব । মধ্যে২ রজনীতে আসিব যাইব ॥ এ অাশা অাশয় করি কর মুখে বাস । ভরসা ঈশ্বর অাছে পূর্ণ হবে আশ ॥ জিজ্ঞাসিল রাজ কন্যা শুনি বিবরণ। এত দিন কি প্রকারে করিলে ধাপন ॥ ইহা শুনি কহি তারে মধুর বচনে । বিন্ধিল হৃদয়ে শুল তোমার মরণে ॥ দিবানিশি ঝোরে বারি নয়ন বহিয়া । কাননে কাননে ফিরি ভ্রমণ করিয়ণ ॥ জেলেকা কহিল মরি হোসন আমার। অামার কারণ এত যন্ত্রণা তোমার ॥ প্রেম অনুরাগে সখী হইয়ণ বিরাগী । হায় হায় কিছুঃখ পাইলে মোর লাগি ॥ এই মত খেদ কত প্রেয়সী করিল। দুঃখ হেরি দুঃখ মোর উদয় হইল । পুরে পরস্পরে হয় স্থখ আলাপন । কথায় কথায় নিশা করিল গমন ॥ সহচরী আসি কহে উঠ চন্দ্রাননে । দেখ চন্দ্র বিবর্ণ দিবস আগমনে ॥ শেল সম এই কথা বাজিল অন্তরে । বিরক্ত হইয়া কহে সখীর উপরে ॥ অারে সখী যে নাজানে পিরীতি কেমন। তাহার চক্ষের বিষ প্রেমির মিলন ॥ এইত এসেছি আমি হবে দুই দণ্ড । ইতিমধ্যে গগণে কি উদয় প্রচণ্ড ॥ কেলি কহে কুমারী করহ নিরীক্ষণ । উদয় উদয়াচলে নির্দয় তপন ॥ প্রভাত প্রমাদ ভাবি প্রমোদ তরাসে। সঙ্গিনী সঙ্গেতে দুঃখে গেল রাজ বাসে ॥ স্থখ চিন্ত সদা মনে কন্যাকে ধেয়াই । ফকীর বন্ধুরে তবু ভ্ৰমে ভুলি নাই। নাজানি ভাবিছেকত না দেখে অামায়। প্রভাতে উঠিয়া যাই তাহার বাসায় ॥ ভাবিতেই যাই বন্ধুর সদনে । পথি মধ্যে আচম্বিত দেখা দুই জনে ॥ ফকীরে দেখিয়া কহি শুন ওহে ভাই । অামার কি হইয়াছে কিছু জান নাই। যাইতে ছিলাম তাই কহিতে সস্বাদ । বুঝি না দেখিয়া কত করেছ বিষাদ ॥ ফকীর কহিল ভাই সে অার কেমন । শুনি আগে বল বল কিৰূপ ঘটন ॥ পরিয়াছ দিব্য সাজ নানা অলঙ্কার । বুঝি বন্ধু ফিরিয়াছে কপাল তোমার। কি হইলে কোথা গেলে ভেবে নিদ্রা নাই। তুমিত আছিলে মুখে জিজ্ঞাসিহে তাই। কহিলাম, ওহে সখা কি কব তোমায় । সে স্থখের কথা কিছু কহা নাহি যায় ॥