পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 » es পারস্য ইতিহাস । rי יייא হুেন কালে শুনি যেন দ্বার দেয় নাড়া । ফকীর লুকায় ঘরে পেয়ে তার সাড়া ॥ জেলেক আসিছেদেখি উঠি তাড়াতাড়ি করে জরি অানি ঘরে র্তারে আগু বাড়ি ॥ বসাইয়া বলি পরে শুন প্রাণেশ্বরী । উপরোধ আছে এক শুনহ সুন্দরী ॥ যে ফকীর সঙ্গে মোর আইল কান্ধারে । রাখিয়াছি স্থান দিয়া আনিয়া তাহারে আমার পরম বন্ধু স্বভাজন অতি । একত্রে বসিবে অাসি কর অনুমতি ॥ রাজবালা বলে সখা বুঝিলে না ভাল । সুখেতে থাকিয়া কেন ঘটা ও জঞ্জাল ॥ কিবা কীর মনে আছে কেবল কি করিবে । চপে২ কোন রূপে পিরীতি রাখিবে। না বুঝিয়া কৰ্ম্ম কর করিহে বারণ। অামি বলি কেন প্রিয়ে ভােব অক্লারণ ॥ সে মোর পরম বন্ধু বুদ্ধিমান জ্ঞানী । নাহি পাবে মনস্তাপ রাখমের বাণী ॥ নারী কহে তোমায় অদেয় কিছু নাই । ‘বিপরীত ঘটে পাছে এই ভয় পাই ॥ এত শুনি উদাসীনে সম্মুখেতে আনি । সস্তাষ করিল ধনী মোর বন্ধু জানি ॥ দুই জনে শিষ্টাচার মিষ্ট আলাপন। অনন্তর বসি সবে করিতে ভোজন ॥ ফকীর নবীন যুবা নিপুণ কৌতুকে । করে নানা রঙ্গরস নারীর সম্মুখে ॥ যে ধরে ফকীর বেশ জানবান ধীর । ভাবেতে বুঝিল রামা লম্পট ফকীর। আনন্দে আহার পান করি কয় জনে । মণি পাত্রে মদিরা যোগায় দাসগণে ॥ খায় যত ফকীর না ঘুচে খাই খাই । বারবার দেয় পাত্রে দিব। মাত্র নাই ৷ একেতে নির্লজ্জ তাহে নহে সাবধান । মদে মত্ত হয়ে পরে হারাইল জ্ঞান ৷ বলে ধরি কুমারীর কোমল শরীর। বদন চুম্বন করে লম্পট ফকীর ॥ অপমানে রাজকন্যা জ্বলন্ত অনল । ক্রোধেতে দুৰ্ব্বল তনু হইল সবল ॥ ঠেলিয়া ফেলিয়া তারে করে তিরস্কার । অারেরে লম্পট ঠেটা একি ব্যবহার ॥ দয়া করি দিন স্থান বসিতে হেথায় । বেহায় হীরামজাদ হাত দিস গায় ॥ এখনি গোলাম হাতে হইত মরণ । , ভাগ্য ভাল প্রাণ পেলি বন্ধুর কারণ ॥ - ভামিনী আমনি উঠি ক্রোধে চলে যায় । পাছ২ গিয়া আমি ধরি ছুটি পায় ॥ থাক প্রিয়ে ক্ষমা কর মোর অপরাধ । রাজবালা বলে ভাই পূরিলত সাধ ॥ না বুঝে আমি কি আগে করেছিন্ন মানা। কথা না শুনিলে মোর একি বিবেচনা ৷ এই স্থানে যে অবধি রবে দুরাচার। তদবধি পদাপণ না করিব আর ॥ এত বলি রাজকন্যা ত্বরা করি যায় । হাতে ধরি পীয়ে পড়ি ফিরিয়া ন চায় ৷ ফকীরে বুঝাই ভাই পাগল হইলে । মরি মরি একি লাজ কি কাষ করিলে ৷ মনে না ভাবিলে ক্ষণে রাজার কামিনী । চোরা কি কখন শুনে ধর্মের কাহিনী ॥ ফকীর হালিয়া বলে কেন ভয় পাও । রমণী কেমন জাতি জান নাহি তাও । ওহে বন্ধু যদি বল করিয়াছে ক্ৰোধ । তোমায় অজ্ঞান কহি নাহি কোন বোধ। ধরিলে নারীরে বলে কে রাগে কখন। সেই সে বুঝেছে মুখ করিতে চুম্বন। চুম্বন করিলে রুষ্ট কে হেন ললনা । জানিবে তাহার ক্রোধ কেবল ছলনা। তাহার ক্রোধের হেতু কি ভাবিলে সার। তুমি কাছে ছিলে তাই এত রাগ তার।