পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । এক যদি পাইতাম দেখিতে কৌতুক। ধরিয়া খাইলে জাতি না হতো বিমুখ ৷ হেষ নাই বেহোষে ফকীর কথা কয় । মাতালে বুঝালে জ্ঞান কিবা ফলোদয় ॥ বুঝিয়া রাখাই তারে শয়নের ঘরে । ভাবি বসি সারা নিশি চক্ষেবারি ঝরে। চিন্তায় পেহায় রাত্রি অরুণ উদয় । ফকীরে তখন দেখি যেন সেই নয় ॥ অপরাধ অঙ্গীকরে করে আলাপন । বড়ই কুকৰ্ম্ম ভাই করেছি তখন ॥ পাপ প্রায়শ্চিত্ত হেতু দেশান্তরে যাই । আমার উচিত নয় এ মুখ দেখাই ॥ কাকুতি মিনতি যদি এতেক করিল। শুনিয়া তাহার খেদ নয়ন ঝুরিল ॥ প্রিয়ারে পঠাই পত্র করিয়া বিনয় । কিনা করে সুরায় জ্ঞানির জ্ঞান লয় ॥ অজ্ঞানে যদ্যপি কেহ মন্দ কৰ্ম্ম করে । বুদ্ধিমানে অপরাধ কখন না ধরে ॥ জ্ঞান শুন্য ফকীর করিল এক দোষ । ? & © থাক থাক তুমি সখা মোর কথা রাখ। যাইবে তখন কালি আজি হেথা থাক । যাবে চিরকাল তরে ছাড়িয়া জামায় । হবে কি না হবে দেখা অার পুনৰুজ্জায় ॥ আজি থাক শেষ দিন মুখালীপ করি । কৌতুকে দিবস গেল হইল শৰ্ব্বরী। নিশাতে সে উদাসীন মুখের তরঙ্গে । করে কত হাস্যালাপ কৌতুক প্রসঙ্গে ॥ আমোদ প্রমোদে নিশা প্রভাত হইল। প্রভাতে ফকীর উঠি বিদায় চাহিল ॥ পুৰ্ব্ব দিন জেলেক চাপর হাত দিয়া । দিয়াছিল এক তোড়া স্বর্ণ পাঠাইয়া ॥ সেই থলি উদাসীনে দিলাম তখন । কহিলাম উপকার দেখিবে কখন ॥ ধন পেয়ে ফকীর করিল আলিঙ্গন । বিদায় হইয়া তবে চলিল তখন ॥ ফকীর বিহনে আমি করি কত খেদ । হায় সখা নিজ দোষে ঘটালে বিচ্ছেদ। কি মুখ হইল বল করিয়া চুম্বন। মার্জন করিবে তারে সম্বরিয়া রোষ থাকিলে না কেন বন্ধু দেখিয়া বদন। খোঁজ হাতে পত্ৰ দিয়া পঠাই সত্বর। । এই মত খেদ কত করি মনে মনে । আইল ক্ষণেক ব্যাজে লইয়া উত্তর ॥ জেলেক লিখিল সেই লম্পট নিৰ্ব্বোধ । তার প্রতি কখন না,যাবে মোর ক্ৰোধ ॥ তুবে যাব সে যদি না তৰ সঙ্গে রয়। চব্বিশ ঘণ্টার মধ্যে দেশান্তরী হয় ॥ ফকীর কহিল ভাই লিখেছে উত্তম । অমিহে দুষ্কৰ্ম্মী পাপী অতি নরাধম ॥ তাহারে এ পাপ মুখ অীর না দেখাব ৷ কান্ধার হইতে অামি এখনি যাইব ॥ চাপর চলিল নিয়া এস্থখ সস্বাদ । বিচ্ছেদ ঘুচিবে বলি বড়ই আহলাদ । কিন্তু এই খেদ মোর হইল অন্তরে। হীরাব এমনি মিত্র চিরকাল তরে ॥ নিদ্রায় নয়ন ভারি রাত্রি জাগরণে ॥ অচেতনে নিদ্রা যাই পালঙ্ক উপর । গোল যোগে নিদ্রাভঙ্গ হইল সত্বর ॥ প্রাঙ্গণে রাজার সেনা গঠন বিকট । সেনাপতি বলে চল রাজার নিকট ॥ - দেখিয়া শিহরে প্রাণ নাহি সরে কথা । জিজ্ঞাসি কি দোষ ভাই নিয়া যাবে তথা ॥ সেনাপতি কহে মোরা রাজ অজাকারী হুকুমে এসেছি হেতু কহিতে না পারি। যদি জীন দোষী নহ তবে কিবা ভয় । অপরাধ থাকে ষদি মরিবে নিশ্চয় ॥ এত বলি লয়ে যায় ধরি কয় জনে । মনে ভাবি দোষ অীর নাহিক কেমনে।