পাতা:পারস্য ইতিহাস.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉 ● ● গোপন পিরীত বুঝি পাইয়াছে টের। কে বলিল কেমনে শুনিল একি ফের ॥ দেখি চারি ফাশি কাষ্ঠ পুরীর সদন । অনুজ্ঞ আমাদেরি করিবে নিধন ॥ উৰ্দ্ধ মুখে মনে মনে ডাকি দেবতায় । অামি মরি না মারি না করি খেদ তায় ৷ তুমি ধৰ্ম্ম সৰ্ব্বময় অাছ চরাচরে। বিনা দোষে রাজকন্যা যেন নাহি মরে ॥ রাজার সম্মুখে দূত করিল হাজির । দেখি হুজুরেতে বসি রয়েছে ফকীর । মনে জানি বন্ধু মোর গেল দেশান্তরে । কি অণশচর্য্য দেখি তারে সভার ভিতরে৷ রাজী বলে ত্বরাচার ওরে নরাধম ৷ অামার নিকটে তোর এত পরাক্রম ॥ খৰ্ব্বের এতেক গৰ্ব্ব কিসের কারণে । শৃগাল হইয়া বাদ মৃগরাজ সনে ॥ সত্য বল যেই দিন এলি এই খানে । আমি যে দুষ্ট্রের যম শুন নাই কাণে ॥ কহিল (ম তাহা ভtল জানি মহরি জি । রাজা বলে তবে তোর কেন হেন কাজ ॥ জ নিয়া শুনিয়া কেন খেয়েছিলি জ্ঞান । জানন হারামজাদ লইব গর্দন ॥ বিনয়ে উত্তর করি শুন মহীপাল । দীর্ঘজীবী হয়ে তুমি থাক চিরকাল ॥ কিঙ্করের কথা প্রভু কর অবধান । অতি যে ভয়ার্ভ ঘুঘু প্রেমে বলবান ॥ তাহার কি মৃত্যু বলে মনে ভয় থাকে। আপনি মদন যারে সহীয়েতে রাখে ॥ মার কাট যা কর সহিব মহারাজ । নারীরে না কর বধ অধৰ্ম্মের কায । অামি আসি হলো তার যতেক জঞ্জাল । জাগিল নিদ্রিত ব্যাঘ্ৰ প্রেম হলো কাল ॥ ৰূপসী নির্দোষী প্রভু কিছু নাহি জানে। মুখহন্ত হয়ে অামি আসি এই খানে ॥ পারস্য ইতিহাস । আমার কাটহ মাথা অপরাধী অামি । , দোহাই স্ত্রী বধ নাহি কর নরস্বামী ॥ কহিতেছি এই সব নৃপের সভায় । কেলি খোজা জেলেকায় অানিল তথায়" রাজকন্যা ধরে গিয়া রাজার চরণ । রাখ রাখ মহারাজ ইহার জীবন ॥ অামি কলঙ্কিনী করিয়াছি অপরাধ । - অামায় কাটহ যাবে সব অপবাদ । রাজা বলে অারে দুষ্ট আম্পৰ্দ্ধা কেমন, রাখিতে বলিস তুই শক্রর জীবন ॥ প্রেমে:ল্লেখ মোর আগে ভয়নাহি মনে । উজীর এখনি নিয়া বধ দুই জনে ॥ ফাশি কাষ্ঠে মৃত্যু দেহ রাখিবে বান্ধিয়া। খাইবে শকুনি কাক কুকুরে ছিড়িয় ॥ উচ্চৈঃস্বরে কহি আমি নৃপ সন্নিধন । অধীনের আবেদন কর অবধান ॥ ক্রোধে অন্ধ কেন হও বিবেচনা কর । রাজার দুহিতা কেন বধ নৃপবর ॥ শুনিয়া বিস্ময় রায় মৃদুভাষে কয় । কে তুমি কাহার কন্যা দেহ পরিচয় ॥ ক্রোধে রাম মোরে বলে কঠিন ভাষায়। কি লাগি একথা তুমি কহিলে রাজায়। করিয়াছি যে কাম কহিতে লাজ পাই । বাঞ্ছা হয় আপনাকে অপনি লুকাই ॥ মনে ছিল বিনা রবে মরণ হইবে । অামার জনম জাতি কেহ না জানিবে । সে কথা কেমনে তুমি এখানে জানালে। কলঙ্কিনী কামিনীরে লজ্জায় ভ{সালে ৷ নৃপতি নন্দিনী পরে ভূপতিরে কয় । শুন তবে মহারাজ মেরি পরিচয় ॥ সাত মাম্প নামে যে পারস্য অধিপতি । র্তাহার নন্দিনী এই অভাগা যুবতী ॥ এত বলি কহিল সকল বিবরণ । ষে ৰূপে ছাড়িল পিতা প্রেমের কারণ।