পাতা:পারস্য ইতিহাস.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । 》 《 বলিয়া সকল কথা কহিল কামিনী। পাপিনী রমণী অামি বড় কলঙ্কিনী । গুগু কথা প্রকাশিতে বাঞ্ছা নাহি ছিল । কি করি সঙ্কটে পড়ি কহিতে হইল ॥ এখন মিনতি এই তোমার সদন। অভাগীরে অবিলম্বে করহ নিধন ॥ রাজা বলে চন্দ্ৰমুখি চিন্তা নাহি আর । প্রেম জন্য কল হস্তে পাইলে নিস্তার ॥ মাৰ্জ্জনা যদ্যপি নাহি করি, অপরাধ । অকলঙ্ক বিচারেতে রবে অপবাদ ॥ অদ্যাবধি তোমার দাসিত্ব নিবারণ । হোসনে দিলাম প্রাণ তোমার কারণ ॥ চাপর কিঙ্কর অার সখী প্রিয়তম । তাহাদের মৃত্যু দণ্ডে করিলাম ক্ষমা ৷ যাওহে তোমরা দোহে যথা বাঞ্ছা যাও। ঈশ্বর করুন যেন দুঃখ নাহি পাও ৷ প্রেন কয়িয়াছ বটে তোমরা দুজনে । সুখেতে কাটাও কাল সে প্রেমাস্বদে । পরে কহে নরপতি ফকীরের প্রতি । ওরে নষ্ট বিশ্বাসঘাতক দুষ্টমতি ॥ দেখিয়া বন্ধুর ভাগ্য নারিলি সহিতে । আইলি অামার খপে তাহাকে ফেলিতে। তুই অতি অধম হিংস্ৰক দুরশিয়। তোর মুণ্ড কাটি যদি তবে ভাল হয় ৷ এত বলি আজ্ঞা দিল ডাকিয়া উজারে। জল্লাদ ডাকিয়া শীঘ্ৰ সঁপিতে ফকারে । জল্লাদ চলিল নিয়া ফকীর অজ্ঞানে । সুবিচার হেরি কহি নৃপ বিদ্যমানে ॥ তোমার সৌজন্য প্রভু কি কহিব আর সত্যাসত্য বিচারেতে ধৰ্ম্ম অবতার ॥ দুষ্ট পক্ষে অগ্নি তুমি শিষ্ট পক্ষে জল । দ্বিতীয় নাহিক তব তুলনার স্থল। অতঃপর চারি জনে লইয়া বিদায় । চলিলাম বাসস্থান আছিল যথায় ॥ গিয়া দেখি গৃহ চিকু কিছু নাহি আর । করিয়াছে সমভূম আজ্ঞাতে রাজার। ইট কাট পতির সকল নিয়া গেছে। পাইয়াছে যেই যাহা সকলে লুটেছে। গৃহ গেল ক্ষতি নাই গৃহস্থের ক্ষতি। আমাদের ক্ষতি মাত্র রত্ন ইীরা মতি ॥ রাজ অন্তঃপুর হতে চাপরেরে দিয়া । দিয়াছিল কত দ্রব্য কন্যা পাঠ ইয়া ॥ সেসব নিজের ধন ভাগ্যে নাহি ছিল । অতিথি পথিক পড়ি সব লুটে নিল ॥ভাবিতেছি কোথা যাই কি করি উপায় । হেন কালে রাজদূত আইল তথায় ॥ দূত বলে মহাশয় করি নিবেদন । অামাকে ফিরোজ সাহা করিল প্রেরণ ॥ মন্ত্রীর আছয় এক উত্তম বসতি। সেই খানে কুয় জনে থাকহ সম্প্রতি ॥ অতঃপর অামাদিগে লইয়া চলিল । দিব্য এক অট্টালিকা মধ্যেতে অনিল ॥ দুই দিন সেই খানে হইল আতাতু। তৃতীয় দিবসে রাজমন্ত্রী উপনীত । অনিল রাজার ভেট বস্ত্র গণটি গণটি । রেশম গরদ চেলি অতি পরিপাটী ৷ বিষ তোড়া হেম মুদ্রা আনি দিল আর প্রত্যেকতোড়াতে সংখ্যা একেক হাজার ॥ দুৰ্গতি আছিল অতি হইল সঙ্গতি । অচিরায় চলিলাম বোগদাদ বসতি ॥ পৈতৃক অালয়ে বাস করি গিয়া তথা । বন্ধুগণ স্থানে ক্রমে বলি সব কথা। অবাক শুনিয়া সবে কহে একি একি। কওহে হোসন তুমি বাচিয়া যে দেখি ॥ তোমার দুজন অংশী ফিরিয়া আইল । মরিয়াছ বলে সৰ্ব্বজনে জানাইল ॥ অংশীদেহে আছে তথা শুনিলাম কাণে কহিলাম গিয়া সব রাজমন্ত্রী স্থানে ॥