পাতা:পারস্য ইতিহাস.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે પૈસા હ তুমি পৃথিবীর স্বামী,তোমার অধীনআমি অামার কি আছেহে দুৰ্গতি ॥ প্রধান সভস্থ যত, প্রশংসে অামারে কত, অনুগত নিয়ত অrম lর । কতু নাহি দুঃখ জানি,নিবেদন দণ্ডপাণি, সদা সুখী কিঙ্কর তোমার ! রাজা বলে রাজ পুত্র, হয়েছে কথার স্থত্র, প্রশংসার কথা ইহা নয় । কহিতেছে মন্ত্রীবর, সস্তোষিত নাহি নর, সুখী তুমি মোর মনে লয় ॥ কারণ জিজ্ঞাসি তাই,স্বৰূপ শুনিতে চাই, সত্যকহি বিনাশ সংশয়মুখী দুঃখী যাহা হও,অকপটে তাহা কও, ইথে তব অাছে কিবা ভয় ॥ শুনি বাণী যুবরাজ, কহে শুন মহারাজ, অাজ্ঞা যদি করিলে কিঙ্করে । তবে তথ্য সত্যকই,চিন্তা ছাড়া নাহি রই, সদা চিন্তা দহিছে অন্তরে ॥ মুখিমাঝে সদা বাস, শয়ন ভোজন বাস, তাহে নাহি কোন অপ্রতুল। তথাপি হে নৃপবর, মনে দুঃখ নিরন্তর, হৃদে বিধে অাছে যেন শুল ৷ ডেমস্কস অধিপতি, শুনিয়া অ শচর্য্য অতি মেীনভাবে মনে অনুমানে । এইবা মন্ত্রীর সমা, নিতস্বিনী নিরুপমা, হারায়েছে বুঝি কোন স্থানে ॥ নানাচিন্তাকরিপরে,কুমারে জিজ্ঞাসাকরে কহ শুনি তোমার কাহিনী। এই মম মনে ধ্যায়,তুমি বা মন্ত্রীর ন্যায়, হারায়েছ প্রিয়া প্রেমাধিনী ॥ শুনিয়া রাজার বাণী,রাজপুত্র যুড়ি পাণি, কহিছে কাহিনী আপনার । সভাস্থ সমস্ত তৰে,কৌতুকে নীরবে সবে, একভাবে শুনে মৰ্ম্ম তার ॥ পারস্য ইতিহাস । সিকল মলুক রাজপুত্রের ইতিহাস । সিফল মলুক বলে শুন নরপতি । অ সম্বেন সিফান মিশর অধিপতি ॥ অগ্রে বলিয়াছি অামি তাহর নন্দন । পাইয়াছে সহোদর পিত সিংহাসন । বয়স ষোড়শ বর্ষ যখন আমার । এক দিন মুক্ত দেখি ভাণ্ডারের দ্বার ॥ " প্রবেশিয়া ধমাগারে হরষিত মন । ! মনোহর দ্রব্য কত করি দরশন ॥ কাষ্ঠের সিন্দুক এক দেখি আচম্বিত । জহর প্রবল লীল হীরায় খচিত ॥ সুবর্ণের চাবি ছিল তাহার উপরি । খুলিয়া সিন্দুকে দেখি অপূৰ্ব্ব অঙ্গরী । কাঞ্চনের কোটা এক হেরি তার কাছে। চিত্তহরা চিত্র তাহে ঢাকা রহিয়াছে ॥ হেরিতে হরিল মন বলি হায় হায় । ' ' ' ধরণী এমন নারী ধরিল কেথায় ॥ কি বাহীর কিবা ভাব নয়ন ভঙ্গিমা । কারে বিধি গড়িয়াছে এ হেম প্রতিমা ॥ ধন্য সেই চিত্রকর ধন্য তার তুলি। ধন্য সে ভাবক বটে ধন্য তারে বলি ৷ বিচিত্র হেরিয়া চিত্র নেত্ৰ নাহি উঠে । আচম্বিত মন মাঝে ফুলবান ফুটে । মনে ভাবি কিবা ৰূপ ভুবনমোহিনী । নিশ্চয় হইবে কোন রাজার নন্দিনী ॥ রাখিয়ছে চিত্র তাই যতনে লিখিয়া । হবে বুঝি অদ্যাপিও অাছে সে বঁাচিয়ণ ॥ চিত্ৰতে জন্মিল প্রেম ত্যজিতে না পারি। অঙ্গুরী সহিত ছবি করিলাম চুরি ॥ সায়েদ নামেতে ছিল পাত্র এক জন । বয়সে তে জ্যেষ্ঠ কিছু বিশ্বাসী স্বজন ॥ বিস্তারিয়া কহি তারে সব বিবরণ। শুনিয়া বলিল ছবি, দেখিব কেমন ॥