পাতা:পারস্য ইতিহাস.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ কাল ব্যাজ নাহি আর নিকটেতে কাল । কপাল ভাঙ্গিল মজি ছাড়ি দিল হtল। কাণ্ডারী বিহনে তার ভাসিয়া চলিল । সমীর কতেক দূরে অনিয়া ফেলিল । মালদ্বীপ কাছে এক ক্ষুদ্র দ্বীপ ছিল। সেখানে কেমনে তরি অাসিয়া লাগিল ॥ পাইয়। অকুল কুল সবে হামতি । দুরে দেখা গেল বন তৎপরে বসতি ॥ ভূমিতে মামিতে সবে সাজি ে লাগিল। প্রবীণ নাবিক এক নিষেধ করিল। বলিল নেমন ভুমে শুন মোর কথা । দুরন্ত কাফরি জাতি বাস করে তথা ৷ তাহারা পুতুলভজে পূজে অজগরে । অহির আহার দেয় যদি পায় নরে ॥ যুক্তিসিদ্ধ নাহি হয় হেথা পদার্পণ । এখনি তরণি খুলি কর পলায়ন ॥ শুনিয়া বৃদ্ধের বাণী কেহ না মানিল । জাহাজ খুলিব কল্য অধ্যক্ষ বলিল । হায় হায় তরি যদি তখনি খুলিত । ভুজঙ্গ উদরে তবে কেহ না যাইত । অৰ্দ্ধর ত্রে কতিপয় কাফরি অাসিয়া । আচম্বিত জাহাজেতে উঠিল ঝাঁপিয়ণ ॥ একে একে শৃঙ্খলে বান্ধিয়া সৰ্ব্ব জনে । লইয়া চলিল দ্বীপে দুষ্ট দস্থ্যগণে ॥ যাইতে যাইতে ভানু উদয় হইল । কানন ত্যজিয়া গ্রামে প্রবেশ করিল ৷ ক্ষুদ্র ক্ষুদ্র খড়ে ঘর সব দেশ ময় তাহার মাঝেতে উচ্চ রাজার অ্যালয় ॥ আমাদিগে ভূপতির সম্মুখে আনিয়া। বলিল প্রণাম কর ভূমিষ্ঠ হইয়া ॥ কাষ্ঠময় সিংহাসনে বসিয়া র জন । ভয়ঙ্কর কলেবর ভীষণ দশন ॥ অসিত বরণ তাহে অতি কদাকার । ভূত বলে ভয়ে প্রাণ শিহরে সবার । পারস্য ইতিহাস । কজ্জল জিনিয়া কপে রূপসী নন্দিনী । ত্রিংশত বৎসর রয় সাক্ষাং সঙ্খিনী ॥ বসিয়া পিতার পাশে ঘোমটা বরিয়ণ । বদন হেরিলে যায় মদন ছাড়িয়া ॥ রাজার নিকটে সব সম্বাদ কহিল । শুনি তুষ্ট হাপসীরাজ অনুমতি দিল । উজীর রাখহ নিয়া একয় জনায় । নিত্য নিত্য বলি, এক দিবে দেবতায় ॥ রাজার অাদেশে মন্ত্রী রাখে কারাগারে খাদ্য দ্রব্য দেয় কত পুষ্ট করিবারে ॥ প্রভাত না হতে নিশা ধরি এক জনে । ভুজঙ্গের মুখে দিল দুষ্ট দস্থ্য গণে ॥ পরদিন পুনৰ্ব্বার অার জনে দিল । নিত্য নিত্য এই ৰূপে মারিতে লাগিল । মরিল তরণি পতি অrর কর্ণধীর । নাবিক মরিল ক্রমে কিঙ্কর অামার। সায়েদ আমায় দোহে রহিলাম শেষ । ভাবিতাই কার ভাগ্যে অাগে আছে ক্লেশ সায়েদ কান্দিয়া কয় রাজার কুমার। একি দশা পরিশেষ হইল দোহার ॥ প্রভাত হইলে নিশা হইবে মরণ । আগে যেন মরি অামি প্রার্থনা এখন ॥ বধিতে তোমায় যদি অাগে লয়ে যায় । মৃত্যুর অধিক শোক পাইব তাহায়। ঝরঝর ঝরে অীখি শুনি তার খেদ । বলি কেন সঙ্গে মোর অাইলে সায়েদ ॥ যেই জন্যে আসা তাহ পাবনা বলিয়া । কত মান করেছিলে মোরে বুঝাইয়া ॥ বুঝিয়া মুঝিয়া কেন অবুঝ হইলে । অবাধ্যের সঙ্গে কেন মরিতে আইলে ॥ অ মোর মরণ ছিল মরিতাম অামি । একিহে পরের তরে প্রাণ দিবে তুমি । এইৰূপে দুইজনে নানা দুঃখ কথা । হেন কালে দুই হাপিসী দেখাদিল তথা ॥