পাতা:পারস্য ইতিহাস.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> °8 অ।মি ভাবি যে ভাবে যে ভাব সমুদায়। সে ভাবে নাহি সে ভাবে স্বভাবে ঘটায় ॥ হেন কালে দুই দাসী অসিয়া সত্বরে । বিছাইল ব্যাঘ্ৰ চৰ্ম্ম ঘরের ভিতরে ॥ পিষ্টক তগুল সিদ্ধ পাত্র করি দিল । মধুপর্ক মাংস তায় আনিয়া রাখিল । শয়ন করিয়া কন্যা খাইতে লাগিল । অামায় টানিয়া নিয়া কাছে শেয়োইল । খায়.খায় মুখে দেয় তার এ টো ভাত । ভাতনাহি মুখে রুচে গন্ধে উঠে আঁত । মনের দুঃখেতে মরি নাহি ক্ষুধ বোধ । খাও খাও বলি ততো করে উপরোধ ॥ কি হয়েছে কহ নাথ কেন ক্ষুধা নাই । প্রেমে চিত্ত গদগদ বুঝিলাম তাই ॥ আশাপথ চাহি আছ ক্ষুধা কি রহিবে । ভাবিতেছ কতক্ষণে মৃধা বরিষিরে ॥ শান্ত হও প্রাণকান্ত দিবস এখন । রমণী পেয়ে কি সব হলে বিস্মরণ ॥ কেমনে তুষিব আমি এখন তোমায় । নৈরাশ না হবে সখা হইবে নিশায় ॥ এখন যাইব আমি জনক সদন । তোমার জীবন দণ্ড করাব মোচন ॥ তোমার যে সঙ্গী অাছে তারে বঁাচাইব । মিশা সহচরী সঙ্গে তার বিয়া দিব ॥ এত বলি উঠে রামা হাসিতে হাসিতে । করিল সভার বেশ সভায় যাইতে ॥ নারী বলে এবে তব সঙ্গিস্থানে যাও । মুখের বৃত্তান্ত গিয়া তাহরে জানাও ৷ দুইজনে দুই জনা যুবতী পাইবে । ইহার অধিক ভাগ্য কি আর হইবে ॥ একত্রে অ (ইলে কিন্তু সকলে মরিল । ভাগ্য বশে তোমাদের অদৃষ্ট ফিরিল। ষাও যাও দিব৷ অন্তে শীঘ্র ডাকাইব পারস্য ইতিহাস । এতেক বলিল যদি হইয়া বিদায় । চলিলাম ত্বর করি সায়েদ যথায় ॥ সায়েদ আনন্দে ভাসে পুনশ্চ হেরিয়া । একি কহ রাজপুত্র আইলে ফিরিয়া ॥ ভtবি মনে এতক্ষণে দিল বলিদান । খাইল ভুজঙ্গ যারে পূজয় অজ্ঞান ৷ ভাবিয়া তোমার গতি ভাসে দুনয়ন । কহ কহ যুবরাজ শুনি বিবরণ ॥ এত শুনি কহি তীরে শুন তবে ভাই । , আপনার প্রাণ রক্ষণ আপনার ঠাই ॥ সায়েদ কহিল শুনি একি চমৎকার । কহ দেখি শুনি তবে মুখ সমীচীর । পুনঃ কহিলাম আমি মুখ কেন ভাবো । জীননা যে কত দুঃখে এ জীবন পাবো ॥ শুন যদি বিবরণ বিষাদ হইবে । মরণ মঙ্গল তুমি বরঞ্চ কহিবে । তদন্তর কহিলাম বিস্তারিয়া তীরে । যে কথা রাজ (র কন্যা কহিল অামারে। শুনিয়ণ সায়েদ কহে শুন মহাশয় । এহেন কুংসিত নারী তব যোগ্য নয় ॥ কিন্তু কি করিবে বল প্রাণ বড় ধন ৷ অবহেলা করি কেন দিবে নিরঞ্জন ॥ অকাল মরণ যুক্তি নহে যুবরাজ । বিপদ সময়ে কর মুবুদ্ধির কায ॥ অামি কহি ওহে ভাই ভাল বুঝাইলে । তুমি কি বাচিতে চাহ এমন হইলে । পরের সময়ে এত দিতেছ ভরসা । জাননা এখন শেষ তোমার কি দশন ॥ মির্শ নামা হশ্নরার অাছে এক দাসী । সে তোমার হইয়াছে প্রেম অভিলাষী। যামিনী হইলে যেতে হবে তার পাশ । বল দেখি তুমি কি পুরাবে তার আশ । সে সময়ে যদি নাহি করহ অন্যথা । আহার বিহারে দোহে নিশি পোহাইব ॥ তবে জানি তোমার সকল সত্য কথা ॥