পাতা:পারস্য ইতিহাস.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য इंडिशन । aటీ সত। সিংহাসন তল হতে অনেকে অশনিয়া । | রাজার চরণ তলে ফেলিল টানিয়ন ॥ রাজা বলে “ওরে বেটা একি ব্যবহার। কেমন সাহস তোর দুষ্ট দুরাচীর ॥ আর কি ছিল না কেহ পুরাইতে অশি। করিলি রাজার ঘরে লম্পটের বাস। রাজা বলি কিছু মোর না রাখিলি মান। এ কৰ্ম্মের প্রতিফল নিব তোর প্রাণ” ॥ এ কথা বলিল রাজা ভয়ঙ্কর স্বরে। ইন্দ্রিয় অবশ শুনে বাক্য নাহি সরে ॥ ভাবিলাম এইবার হইল মরিতে । ভুপাল তুলিল আসি সংহার করিতে। কাটিতে উঠিল রাজা রাখেন যখন। বৃদ্ধ এক নারী আসি কহিল তখন ॥ “কিকর কিকর ভূপ সেই বুড়ী কহে ] স্বহস্তে নিধন করা উপযুক্ত নহে ॥ কাটিয়া কলঙ্ক কেনু করিবে আপনি। পাপিঠের রক্তে কেন ভাষাবে ধরণী ॥ তুল্য পাপী দুই জনভেদ নাই ফলে। ইহাদিগে যুক্ত হয় ভাষাইতে জলে। মহন্ত অাদি জলজন্তু করিবে অtহার। কাটিয়া অকীৰ্ত্তি কেন রটাবে তোমার। বৃদ্ধার বচনে রাজা দিলেন বলিয়া । “ইহাদিকে দেও নিয়া নদীতে ফেলিয়া”৷ রাজাজায় খোজাগণ বন্ধন করিয়া । ছাদহতে তটিনীতে ফেলিল ধরিয়া ॥ অচৈতন্য হয়ে আমি ভাসিলাম নীরে । ভাগ্য যে সীতার জানি উঠিলাম তীরে শুনিয়া রাজার কথা দার্দেনী অজ্ঞান। দার্দেনী ছিলনা মনে ভাবিয়া মরণ । রহিল নিরব ঠিক কাঠের সমান। উত্তরিয়া তীরে তারে হইল স্মরণ ॥ . খোজাকে ডাকিয়া রাজা অজ্ঞাদিলপরে কোথাগেল বলি প্রিয়া দার্দেনী অামার। দেখকেটা কোথা আছে লুকাইয়া ঘরে। বfiপদিয়া পড়িলাম উদ্দেশে তাহার। DDDD DDD BBBBJBBS BBSBBB BBBB BB BBBBB BB S করিতে লাগিল সবে মম অন্বেষণ ॥ অন্বেষণ করি কিছু দৃষ্ট নাহি হয়। : ভাবিলাম স্থির মৃত্যু হইয়াছে তার। রথা অন্বেষণ করি পাবনাহি অtর ॥ | ইহা ভাবি পুনৰ্ব্বার-উঠিলাম তীরে । দার্দেনী বিহনে আঁখি ভাষে খেদ নীরে ॥ আমি হইলাম তার মরণের মূল । এ জুন্যে হইল মন অধিক ব্যাকুল৷ হায় হtয় বিধি শেষে এই কি করিল। আমার প্রেমের দায়ে দার্দেনী মরিল ॥ অবলা সরলা নারী অতি শিষ্টমতি । পরের লাগিয়া তার হলো এই গতি ॥ হায় হয় মরিল সে অামার কারণ । অামি না আসিলে তার হতো না এমন ॥ হায়রে দার্দেনী প্রিয়ে কোথায় রহিল। কলঙ্ক জন্মের তরে অামাতে হইল ॥ . এইৰূপ নন মত ভাবিয়া অস্থির । উদাস হইল মন চক্ষে বহে নীর ॥ সহিতে না পারি শোক ছাড়িলাম দেশ । ঔদাস্তে বোগদাদপানে চলিলাম শেষ ॥ পথে চলি আঁখি ধারা বহে সৰ্ব্বক্ষণ । নিরন্তর ভাবি তারে নহে অন্য মন”। দিবানিশি সে ৰূপসী ভাবিয়া অন্তরে । পড়িলাম গিয়া এক প্রকাও প্রাস্তরে ॥ . চলিতে চলিতে ভানু বসিলেন পাটে। রজনী হইল তথা রহিলাম মাঠে ॥ • সম্মুখেতে সবোবর তারপরে গিরি। এসব ছাড়িলে মিলে মমুষ্যের পুরী। সেই সরোবর তীরে রহিলাম শেষে। রাত্ৰিশেষ করিলাম অচৈতন্য বেণে ॥ i