পাতা:পারস্য ইতিহাস.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ৰমে ক্রমে কত দূরে চলিল তরণি । অদৃশ্য হইল দ্বীপ আইল রজনী । অন্ধকারে দিক্‌ হার নৌকা টলমল । কোথায় না দেখি স্থল চারিদিকে জল । তায় অনাহারে ক্ষুধা তৃষ্ণায় কাতর। কি হবে বলিয়া প্রাণ হইল ফাপর ॥ মরিব নিশ্চয় তবু নাহি হয় দুঃখ । ছাড়িয়াছি শক্র দেশ তাই বড় সুখ ॥ জীবনে জীবন যায় সে বরঞ্চ ভাল । কাল সাপে খায় নাই সে বড় কপাল ॥ স্মরণ করিয়া বিধি সারা নিশা বাই । দিনে ক্ষুদ্র দ্বীপ এক দেখিবারে পাই ॥ তটে হেরি নানা জাতি বৃক্ষ শোভা করে। ফলিয়াছে কত ফল শাখা নম্র ভরে ॥ হেরিয়া হরিষ মন বহি দ্বীপ পানে । তিলেকে লাগিল তার গিয়া সেই স্থানে ॥ ডাঙ্গায় লাগায়ে ডিঙ্গ উঠি তাড়া তড়ি। উভয়ে অ হার করি নানা ফল পাড়ি ॥ সেফল খাইতে কিবা লাগিল মধুর। দুরে গেল শ্রান্তি শান্তি হইল প্রচর । ক্ষণেক বিশ্রাম তথা করি হৃষ্ট মনে । চলিলাম দ্বীপ মধ্যে একত্রে দুজনে ॥ আহা মরি হেন স্থান কভু দেখি নাই । নানা জাতি বৃক্ষ হেরি সেইদিকে চাই। স্থানে স্থানে সরোবর পরিপূর্ণ জলে । পারস্য ইতিহাস । 3曲针 সায়েদ কহিল সখা হেন মনে লয় । মনষ্যের বাস যোগ্য স্থান কভু নয় ॥ এমন সুন্দর স্থান নাহি বসবাস । তাহার কারণ হেথা আছে কোন ত্ৰাস ॥ হায় হায় সত্য কথা সায়েদ বলিল । কিন্তু নিজে মৰ্ম্ম তার কিছু না বুঝিল । পরম কৌতুকে দোহে ভ্ৰমি মান স্থান। রজনী অগি তা ক্রমে দিব| অবসান ॥ ক্রণের উপরে কত পড়িয়া কুমুম। মিনার চিত্রিত যেন অতি মনোরম ৷ শুইলাম সেই স্থানে পেয়ে দিব্য স্থান । নিদ্রা যাই দুই জনে হার ইয়া জ্ঞান ॥ কিবা অদৃষ্টের ফের শুন বলি তাই। নিদ্রা ভঙ্গে দেখি তথা সখা মোর নাই ॥ সায়েদ সায়েদ বলি ডাকি বার বার । যত ডাকি সাড়া শব্দ কিছু নাই তার। কাতর হইয়া তত্ব করি সবিশেষ । দিবা বিভােবরী গত না হয় উদেশ ॥ আর যে আসিবে আশা সকল ঘুচিল । সায়েদ বিহনে প্রাণ ব্যাকুল হইল। হtয় রে কোথা গেলে আমারে ছাড়িয়া। কে হানিয়া বুকে ছুরি লইল কাড়িয়া ॥ হাপসি জাতি হতে কেবা হইল নিষ্ঠুর । তোমায় হরিয়া শোক দিল সে প্রচুর । থাকিলে নিকট তুমি সদত নিৰ্ভয় । চারি প শে শোভে বৃক্ষ শাখা নম্র ফলে | দিতে কত স্থমন্ত্রণ বিপদ সময় ॥ ফুটিয়াছে নানা ফুল কানন ভিতরে । গৌরবে সৌরভ বৃদ্ধি সদাগতি বরে ৷ এ হেন সুন্দর স্থান অতি মনোহর । কারণ না জানি কেন নাহি হেরি নর ॥ সায়েদে জিজ্ঞাসি সখা একি বিড়ম্বনা । ত্রিদিব সমান দ্বীপে নাহি কোন জনা ॥ আগে এসেছিল কেহ অবস্থ্য হেথ য় । বাস না করিল বলো কিসের শঙ্কায় ॥ দুঃখে দুঃখ মুখে মুখী ছিলে হে সায়েদ কে হেন সাধিল বাদ ঘটিল বিচ্ছেদ ॥ তোমা বিন সব শূন্য বাচিয়া কি ফল । মরিলে ঘুচিবে দুঃখ হইবে মঙ্গল । শোকেতে ব্যাকুল প্রাণ এইকথা মুখে । নয়ন ভাসিয়া যায় অচিন্তিত দুঃখে ॥ অস্থির হইয়। এই স্থির করি মনে । কি কাষ জীবনে অীর সায়েদ বিহনে ॥