পাতা:পারস্য ইতিহাস.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । ১৬৯ কিছু না হইল ক্লেশ পুরী প্রবেশিতে। আপনি খুলিল দ্বার হস্ত মাত্র দিতে ॥ উপরে আসিতে বাধা কেহ নাহি দিল । জাগাইতে মাত্র ক্লেশ কিঞ্চিং হইল ॥ নারী কহে কেমনে এমন বাক্য মানি । নরাগম্য এই স্থান বিলক্ষণ জানি ॥ প্রত্যয় না হয় কথা যাহা ইচ্ছা কহ । বুঝিলাম সামান্য পুরুষ তুমি নহ। অামি কহিলাম শুন পরিচয় কই । সামান্য হইতে যদি কিছু বড় হই । রাজার কুমার আমি এই মাত্র বাড়া । তথাপি জানি বে অামি নহি নর ছাড়া ॥ বরঞ্চ তোমায় হেরি হয় হেন জ্ঞান ৷ ” জাতি কুলে আমা হতে হবে মান্যমান ৷ নারী বলে তোমা হতে কিছু বড় নই ৷ মানব সস্তান মোরা উভয়েতে হই। তুমিহে রাজার পুত্ৰ কহ দেখি শুনি । কিহেতু পিতার পুরী ত্যজিলে আপনি ॥ এই দ্বীপে আগমন হলো কি প্রকারে । বিস্তারিয়া বিবরণ কহিবে আমারে ॥ ইহা শুনি সবিশেষ কহিলাম সব । বেদেল জমলে প্রেম যে ৰূপে উদ্ভব । সঙ্গে ছিল কেীট খুলি দিলাম দেখিতে fচত্র হেরি কৃশোদরী লাগিল কহিতে ॥ শুনেছি কাবাল নামে রাজ এক আছে। শাসে এক ক্ষুদ্র দ্বীপ সিংহলের কাছে ॥ এমন সুন্দরী যদি কন্য। তার হয় । তবে সে প্রেমের যোগ্য জানিবে নিশ্চয় কিন্তু কি প্রত্যয় হয় লেখা চিত্র দেখে । রাজকন্যা হলে ৰূপ বাড়াইয়া লেখে ॥ এই ৰূপে সব কথা করি পরিশেষ । জিজ্ঞাসি তাহারে কহ তোমার বিশেষ ॥ কোথায় তোমার ঘর কাহার নন্দিনী । শূন্য দ্বীপ মাঝে কেন অাছ একাকিনী। কন্যা বলে সিন্ধু মাঝে আছে এক দ্বীপ ত্রিদিব জিনিয়া দ্বীপ নাম সরং দ্বীপ ॥ প্রজাপতি পিতা মোর প্রচণ্ড প্রতrপে । দোসর নাহিক কেহ কাপে লোক দাপে ৷ এক মাত্র কন্যা আমি মান্য দেশময় । জনক যতন তাহে করে আতিশয় ॥ নয়নের পর মোরৈ করে না রাজন । তথাচ ঘটিল এক অঘট্য ঘটন। এক দিন সখী সঙ্গে রঙ্গে স্নানাগারে । বসন ত্যজিয়া যাই স্নান করিবারে ॥ হেন কালে জলধর যুড়িল গগণ । ঘোর অন্ধকার ঘন বহে সমীরণ ॥ প্রলয় ভাবিয়া দোহে অত্যন্ত চিন্তিত । অ চিন্বিত দেখি এক পক্ষী উপনীত ॥ চঞ্চ তে ধরিয়া মোরে উঠিল ত্রিদিবে। ক্রমে ক্রমে পদার্পণ করে এই দ্বীপে ৷ বিহঙ্গের অঙ্গ ত্যজি ধরি দৈত্য বেশ । কহিতে লাগিল মে'রে করিয়া বিশেষ ॥ শুন শুন রাজবালা চপল বরণী । ধরণীতে নাহি হেন নবীন তরুণী ॥ পরিচয় শুন আমি দৈত্যের প্রধান । তোমার সেবায় আমি.সপিলাম প্রাণ ॥ সরং দ্বীপে মধ্যে অদ্য করিতে ভ্রমণ। অপৰূপ তব ৰূপ করি দরশন ॥ চলিতে না পারি হেরি পদ নহি চলে । পাছু টেনে রাখে মোরে যেন যাদু বলে। "এনেছি তোমারে প্রিয়ে সেই সে কারণ : হৃদয় মাঝারে রাখি করিব যতন ॥ শুনিয়া দৈত্যের বাক চমক নাগিল । ভাবি মনে হায় হায় কি দশ ঘটিল ॥ কান্দিয়া কান্দিয়া আঁখি অধ রাখিবলি এত দিনে সাধ মোর ঘুচিল সকলি। বিদ্যা শিখাইল পিতা হইল বিফল । রাজ পুত্র হবে পতি আশ৷ সে কেবল ॥.