পাতা:পারস্য ইতিহাস.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} % e পারস্য ইতিহাস । বিধি প্রতিবাদী তই ঘটিল জঞ্জাল । খল জন্তু দ্বীপে কত সংখ্যা নাহি তার। পোড়া ৰূপ না দিলে কি ভঙ্গিত কপাল মঙ্গুষ্যে হেরিবণ মাত্র করয়ে সংহার ॥ জনক না হেরি শোক পাইবে বিশাল । রাজকন্যা এই রূপে কহিছে যখন । হায় হায় দৈত্য হস্তে গেল পরকাল ॥ হেন কালে শিবিরেতে বিকট গর্জন ॥ এত শুনি দৈত্য কহে বৃথা এ ভবন । শুনিয়া সিহরে রামা ছাড়ে দীর্ঘ শ্বাস । ধরিয়া এনেছি অার ছাড়িয়া দিবনা ৷ বলে হয় এই বার হলো সৰ্ব্বনাশ ॥ সময়ে রাজার শোক সকলি যাইবে । নিস্তার নাহিক আর রাজার কুমার। ক্ৰমে ক্রমে তুমি মোর প্রেমেতে মজিবে আদিতেছে দৈত্যরাজ করিবে সংহর । দৈত্যের এরূপ বাক্য শুনিয়। শ্রবণে। হয় হয় যুররাজ এই হলো শেষে । , প্রকোপ করিয়া তীরে কহি ততক্ষণে ॥ নাহি ত্ৰাণ গেল প্রাণ বিপাকে বিদেশে ভেবনা মনেতে দৈত্য কথা সত্য মোর। ( ভাগ্য ফলে হাপৃসি হস্তে পেলে পরিত্রাণ কখন পাবেন মোরে কর জদি জোর ॥ { এবারে দৈত্যের হস্তে হারাইলে প্রাণ ॥ বিজাতীয় জাতি সঙ্গে প্রীতি নাহি হয় কোন দুষ্ট গ্রহে হেথা আনিল তোমকে। নব দৈত্যে কিৰূপেতে হবে মুখোদয় ॥ ! হায় রাজ পুত্র শেষে মরিলে বিপাকে ॥ হরিয়া আনিলা বৃথা শ্রম মাত্র সার । শুণী রমণীর বাণী কম্পিত শরীর । ত্যজিব জীবন তব হবন তোমার ॥ পরমায় নাহি অার ভাবিলাম স্থির ॥ একথা শুনিয়া দৈত্য হাসিয়া উঠিল মরি মরি করি মনে নাহিক নিস্তার । ভাল ভাল দেখা যাবে কহিতে লাগিল ৷ হেনকালে অ'সে দৈত্য প্রকাণ্ড আকার তখনি ত্যজিয়া পুরী, উত্তম বসন । প্রবেশ করিল ঘরে যেন হুতাশন। বাছিয়া অনিল কত কামার কারণ ৷ বিপৰ্য্যয় দণ্ড হাতে লোহিত লেচন ৷ বেস ভূষণ দিয়া দৈত্য হাস্য মুখে যায় মনে ভাবি দণ্ডাঘাতে মাথা চর্ণ করে। প্রত্যহ আ সিয়া কিন্তু সাধিত অামায় । কিন্তু জড় সড় দৈত্য দেখিয়া আমারে। মন না পাইয়া পরে প্রকোপ করিয়া ত্যজিয়া বিকট মুৰ্ত্তি মুখ করি অধ। মায়ার নিদ্রাতে মোরে রাখিল ফেলিয়া। ভূমিষ্ট হইয়া মোর ধরে দুই পদ। বলিল এখানে কেহ আসিতে নারিবে । দৈত্য বলে আজ্ঞাকারী অামিহে তোমার মায়াময় পুরী কারো দৃষ্টি ন হইবে ॥ হুকুম করহ মোরে রাজর কুমার ॥ ইহা বলি মন্ত্র এক প্রস্তরে লিখিয়া । ভবন্তর দেখি ভাব বুঝিতে না পারি রাখিয়া নিকটে মোর গেল সে চলিয়া মনেভাবি দৈত্য কেন হলো অঙ্গাকারী মধ্যে মধ্যে আসি মোরে দরশন দিয়া বুঝিয় মায়াবী কহে শুন গুণাকর । বিনয়ে সাধনা করে চরণ ধরিয়া তোমার অঙ্গুরী সলোমনের মোহর । সবিশেষ কথা এই শুন মহাশয় । এ অঞ্জুরী অঙ্গু লতে পরে যেই জন । দেবত হইবে তুমি মিথ্যা তাহ নয় বিপদে মরণ তার নাহিক কখন। নরগণ এ ভবন দেখিতে না পায় । সাগর হইতে পার পারে মহাঝড়ে। মন্ত্র পুত চাৰি তার খুলা নাহি যায়। তরঙ্গে না ডুবে, সমীরণে নাহি পড়ে ॥