পাতা:পারস্য ইতিহাস.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नमसन्ग्ज़ সিংহ ব্যাস্ত্র ভয় করে তার পরাক্রম পিতার ভ}ওীরে চিত্র ছিল যে প্রকার । বিশেষ দৈত্যের পর বিশাল বিক্রম ৷ ভৌতিক প্রভৃতি মায়া বিদ্যা যত আছে। সকলের তেজ যায় অঙ্গুরীর কাছে ৷ এতেক বলিল যদি দৈত্য ময় ধর । ঘুচিল মনের ভ্রান্তি শান্তি হলো ডর। জিজ্ঞাসি দৈত্যকে তবে বলদেখি তাই । অঙ্গুরীর বলে বুঝি জলে ডুবিনাই ॥ দৈত্য ৰলে সত্য তাহ রাজার কুমার । সেই হেতু মৃত্যু নাহি হইল তোমার। এই দ্বীপে নানা জাতি দুষ্ট জন্তু আছে। অঙ্গুরীতে রাখিয়াছে তাহদের কাছে। ভাল ভাল বল দেখি জিজ্ঞাসি তোমায়। বলিতে পা রহ মোরে সায়েদ কোথায় ॥ দৈত্য বলে শুন প্রভু করি যোড় পাণি । ভাবি ভূত বর্তমান সব তত্ব জানি। সায়েদ তোমার সঙ্গে ছিলেন শুইয়া। : নিশিতে হিংশ্রক জন্তু খাইল ধরিয়া ॥ । সখার মরণ বার্তা শুনি এপ্রকার । i পুনঃ প্ৰজলিত শোক হইল আমার ॥ বিস্তর চিন্তিয়া তবে কহি দৈত্য প্রতি । কোথায় কাবাল রাজা করেন বসতি ॥ বেদেল জমাল নামে তাহর দুহিতা । বল দেখি আছে কিনু অদ্যপি জীবিত ৷ | ত্য বলে শুন প্রভু করি নিবেদন । কাবাল রাজার অামি জানি বিবরণ ॥ | সলোমন সময়েতে ছিলেন কাবাল ; তাহার নন্দিনী জানি েদেল জমাল ॥ | নিশ্বাস ছাড়িয়া কহি একি কহ দৈত্য । বেদেল জামাল তবে নাহি কিহে সত্য ॥ দৈত্য বলে মহাশয় নাহিক এখন । সলোমন পত্নী তিনি ছিলেন তখন ॥ এতেক শুনিয়া আমি ভাসি দুঃখ rর্ণবে । ভাবি মোর সম মুর্থ নাহি আর ভবে। জিজ্ঞামিলে পাইতাম সব সমাচার ॥ । তবে এত দুঃখ মোর ভাগ্যে ন হইত । ভ্ৰমে নাহি প্রেমাঙ্কুর বাড়িতে পাইত । ত্যজিতে না হতে। তবে পিতার বসতি। হইত না সায়েদের এরূপ দুৰ্গতি ॥ কল্পিত ধ্যানের রক্ষে দিয়া ভ্রম জল । বন্ধুর মরণ তায় উপজিল ফল । এতেক বলিয়া কহি শুন নৃপবালা । তোমার উদ্ধারে যাবে মনের এ জ্বালা ॥ অঙ্গরীকে ধন্য দেই যাহার প্রতাপে । দৈত্য হতে মুক্ত করি দিব তব বাপে ॥ শুন শুন মায়াধর কহি অতঃপর । - যদি দৈত্য জfত সব অঙ্গরী কিঙ্কর। শুন তবে মোর অাজ্ঞা করহ পালন । লয়ে চল আমাদিগে যথায় সিলন। দৈত্য বলে মহাশয় আজ্ঞা করি শিরে । দুঃখ উপজয় কিন্তু ত্যজিতে নারীরে ॥ সাবধান মায়াধর কহি তভক্ষণ ভাগ্য ভাল তাই তুই পাইলি জীবন ॥ যে কৰ্ম্ম করিয়াছিলি ওরে দুরাচার । তাহাতে উচিত প্রাণ বধিতে তোমার ॥ এতেক শুনিয়া দৈত্য না করে উত্তর । কক্ষদেশে লয়ে দোহে চলিল সত্বর ॥ মুহুর্ভে সিলনে আসি হয়ে উপনীত । ধরাতলে দুই জনে করিল স্থাপিত। যোড় করে দৈত্য কহে কি অজ্ঞা এখন আমি বলি মায়াধর করহ গমন ॥ এত শুনি মায়াবী হইল অন্তর্ধান । নগরে যাইয়ণ মেরা করি অবস্থান ॥ " যুক্তি করি কুমারীকে রাখিয়া বাসায় । চলিলাম সুসস্বাদ কহিতে রাজায় ॥ রাজপুরী অট্টালিকা অতি মনোনীত । বিচার করিছে রাজা গিয়া উপনীত ॥