পাতা:পারস্য ইতিহাস.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ـصـعاصفة ங்க் ১ ৪২ পারস্য ইতিহাস । --. মৃদু ভাষে জিজ্ঞাসে অামায় নরপতি। ' বিলম্ব না করি রাজা বসিলেন তায় । কে তুমি আইলে হেথাকোথায় বসতি। যোড় করে কহি আমি শুন নৃপবর । রাজীর নন্দন আমি মিসরেতে যর ॥ তন বর্ষ হলো আজি ত্যজি পিতৃ দেশ । ভ্ৰমি দেশ দেশান্তর কি কব বিশেষ ৷ একথা শুনিয়া মনে দুঃখ উপজিল । কন্যা স্মরি নরপতি কান্দিতে লাগিল । রাজা বলে হায় হায় কব কি বচন । চিন্তা নলে সদা মোর জ্বলিতেছে মন ॥ একমাত্র কন্যা মেরে দিয়াছিল বিধি । কে কাড়িয়া নিল মোর সেই প্রাণ নিধি ॥ উদ্দেশ না পাই তার কয়েক বৎসর। তাহার কারণে প্রাণ কন্দে নিরন্তর ॥ কহিলাম চিন্তা অার নাহি নরস্বামী । তোমার কন্যার বার্তা অনিয়াছি আমি৷ রাজা বলে কি সস্বাদ অানিবেহে অার } আনিয়াছ বুছি তার মৃত্যু সমাচার । আমি বলি কেন হেন ভাবহে রাজন। ! কন্যা সঙ্গে দরশন হইবে এখন ॥ কি বলিলে কোথা পেলে কহেন ভূপতি। কেতারে রাখিয়াছিল কোথায় সম্প্রতি ॥ | তখন বৃত্তান্ত সব কহিলাম ভূপে । | দৈত্য হতে উদ্ধারিয়া আনি যেই ৰূপে ৷ শুনিয়া সিলন পতি আনন্দে ভাসিল । আলিঙ্গন দিয়া মোরে কহিতে লাগিল ॥ | পরম হিতৈষী তুমি রাজার কুমার। । কহিতে না পারি কত গুণ হে তোমার। দুহিতা পরম প্রিয়া তারে আনি দিলে । । এ ঋণ হইতে মুক্ত হব কি করিলে ৷ চল তবে শীঘ্ৰ তথা রাজার নন্দন । হেরিগে কন্যার মুখ জুড়াবে জীবন ॥ এত বলি অাজা দিল যাত্রা সজ্জা কর । শিবিক প্রস্তুত হয় অতি মনোহর । বসাইল নিজ পাশে লইয়া অামায় ॥ অশ্বাৰূঢ় সেনা কত আগু পাছু ধায় । মন্ত্রী অাদি সভাসদ সঙ্গে সব যায় ॥ এইকাপে উপনীত হইলাম গিয়া । । কুমারী উদ্বিগ্ন ছিল বিলম্ব দেখিয়া ॥ পিত কন্যা দুই জনে হলো দরশন। উভয়ে আনন্দ কতো না যায় বর্ণন ॥ অ লিঙ্গন করি রাজা কন্যায় শুধায় । , ক্ষুধামুখী ছাড়ি মোরে ছিলগে কোথায় ॥ তোমায় হরিল দৈত্য কিসের লাগিয়া । কোথায় রাখিল নিয়া কহ বিস্তারিয়া ॥ সুন্দরী স্থন্দর ক্ৰপে কহে বিবরণ । যে ভাবে তাহারে দৈত্য করিল হরণ ॥ শুনে খেদ করে কত সিলন ঈশ্বর । অমীয় প্রশংসা তাহে করিল বিস্তর ॥ কন্যা লয়ে পরে নুপ চলিল পুরীতে । আজ্ঞাদিল দেব পুজা নগরে করিতে ॥ ধুম ধাম হয় দেশে কত কলরব । কন্যার কারণ নৃপ করে মহোৎসব। অামাকে রাখিল ঘরে করিয়া যতন । প্রাণের সমান মোরে দেখেন রাজন ॥ দিন দিন স্নেহ তার বাড়িতে লাগিল । পরে, এক দিন মোরে ডাকিয়া কহিল ॥ শুনহে নৃপতি স্থত হিতৈষী স্বজন। মনের মানস মোর করহ শ্ৰবণ ॥ কন্যায় অনিয়া বাধ্য করিলে আমায় । সান্তন করিলে তায় তাপিত পিতায় ॥ এইকন্যা বিনা মোর কেহ নাহি অার । তোমায় জমিতা করি বাসনা অামার ॥ আমার অস্তিম কাল নিকট মরণ। রাজ্য প্রজা সব তুমি করিবে শাসন। যোড়করে অামি কহি করিয়া মিনতি । শুন শুন ক্ষমা মোরে কর নরপতি ॥