পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * * পৃথিবী ভ্রমণ করি হেন বাঞ্ছল হয়। যদি নাহি থাকে পথে দুৰ্জ্জনের ভয় ॥ পর্যটনে যদি নাহি ঘটিত বিভ্ৰাট । কল্য অামি যাইতাম ত্যজিয়া সুরাট ॥ ইহ শুনি সৰ্ব্বজনে হাসিয়া উঠিল । শুন শুন বলি সেই পথিক কহিল ॥ ভ্রমণ করিতে যদি থাকে অভিপ্রায় । ইহার উপায় ভাল কহিব তোমায় ॥ তাহাতে দস্থ্যর ভয় কিছু না থাকিবে। স্বচ্ছন্দে সকল দেশ ভ্ৰমণ করিবে । একথা কহিল যদি হইল বিস্ময় । ভাবিলাম পরিহাস করিছ নিশ্চয় ॥ অতঃপর সকলের ভোজন হইল । আসিব হে কল্য বলি পথিক চলিল ॥ পরদিন বাক্য ক্রমে আলি পুনৰ্ব্বার । কহিল আমায়, বাঞ্ছা পুরাব তোমার ॥ তিন দিন মধ্যে যাবে করিতে ভ্ৰমণ । কাষ্ঠ আর স্থত্রধর অান এক জন ॥ আজ্ঞামাত্রে তত্তল আর ছুতার আইল । সিন্দুক বানাও বলি পথিক কহিল ॥ প্রস্তে হবে দুই হস্ত দীর্যে চারিকর। দুই হস্ত পরিমান রাখিবে ফুকর। এত বলি শিল্পকর বসিয়া তথায় । কলের কঠিন অংশ আপনি বান য়। খাটিয়া সমস্ত দিন সিন্দুক গঠিল । দিবা অস্তে সুত্রধরে বিদায় করিল ৷ পরদিন আপনি সকল ব শৰ্ম করে । যুড়িল কয়েক যন্ত্র যে যেখানে ধরে ॥ তিন দিনে সিন্দুক হইল সমাপন । তৃত্যের মাথায় দিয়া চলিল তখন ॥ নগর বাহিরে গিয়া বনের ভিতর । বলিল বিদায় করেণ এখন কিঙ্কর। ইহা বলি সিন্দুকে করিল আরোহণ । মহাবেগে উঠে ততক্ষণ ॥ পারস্য ইতিহাস । তিলেক উড়িল কল গগণ মণ্ডলে। সদাগতি হতে আরো শীঘ্ৰগতি চলে। | ক্ষণেকে অদৃশ্য হয় দেখিতে না পাই৭ কোন দিগে গেলে বলি চায়িদিগে চাই হেনকালে আচম্বিত অাইল তথায় । ভেবে দেখ কি আশ্চর্ষ্য হইল তাহtয় ॥ বাহির হইয়া কহে শিল্লি মহাবল । দেখ দেখ ভ্রমণের কি স্থন্দর কল । বিদেশে যাইতে যদি কর অভিলাষ। যথা বাঞ্ছা বেড়াইবে এড়াইয়া ত্ৰাস ॥ " মন্ত্র তন্ত্র ইহাতে নাহিক প্রয়োজন। শুন শুন ইহা নয় মায়ার রচন ॥ শিল্প বিদ্যা বলে যন্ত্র করেছি নিৰ্ম্মাণ । কলেতে গমন শক্তি শুনহ বিধান ॥ এত বলি শিল্পকর সিন্দুক আপিল । বুঝছ পাইয়া কত আনন্দ হইল ॥ সাধু সাধু বলি তারে প্রশংসা করিয়া । সহস্র সুবর্ণ মুদ্রা দিলাম ধরিয়া ॥ অতঃপর তুষ্টহয়ে জিজ্ঞাসি তাহারে। কেমনে চালাবো কল বলহ অামারে। শুনি শিল্পী মোরে নিয়া সিন্দুকে বসিল । মধ্যস্থলে যেই কল তাহে হাত দিল । অমনি উঠিল যন্ত্র ছাড়িয়া অবনি । শিল্পকর কহে কল চাল ও আপনি ॥ এই যন্ত্র টিপে যদি দক্ষিণে তে রবে । ঐ কল ফিরাইলে বাম গতি হবে । উৰ্দ্ধগামী হবে যদি ঠেল এই কল । একল ফিরালে গতি হবে ভূমণ্ডল ৷ এই রূপ যেই দিকে যায় যেই কলে । সিখাইল কি প্রকারে বেগে ধীরে চলে ॥ আপনি চালাই যন্ত্র মনের হরিষে । যথা বাঞ্ছা লয়ে যাই চক্ষের নিমিষে ॥ ক্ষণেক দক্ষিণে যাই ক্ষণে বাম ভাগে । ক্ষণে উৰ্দ্ধে ক্ষণে অধ যাই বায়ু অাগে ।