পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । > * * তিলেকে বিস্তর দেশ ভ্রমণ করিয়া । একেবারে নিজ গৃহে উপনীত গিয়া। অতঃপর শিল্পকর বিদায় লইয়া । চলিল অাপন কৰ্ম্মে সন্তুষ্ট হইয়া ॥ সিন্দুক পাইয়া বড় সুখ হলো মনে । রত্ন সম যত্ন করি রাখি সংগোপনে ॥ বন্ধুগণ সঙ্গে মুখে কত দিন যায় । ক্রমে ক্রমে সবধন নষ্ট হলো তয় ॥ তথাচ চেতন নাহি হইল তখন। সম্ভ ম রাখিতে কর্জ করি কত ধন ॥ দিনে দিনে ঘোর ঋণে মজিল মি ভ্ৰমে । মহাজন সকলের ভয় হলো ক্রমে ॥ কেহ না বিশ্বাস করে নাহি দেয় টাকা । নালিশ করিতে চায় কথা কয় বঁীক ৷ গৃহে থাকা ভার হলে লোকের জ্বালায়। সদা সঙ্কণ কোন দিন ফটকে চালায় ॥ এত ভাবি এক দিন যামিনী সময়ে । নিলাম যে কিছু ধন আছিল আলয়ে । আর কিছু খাদ্যদ্রব্য সঙ্গেতে লইয়া । উঠিলাম শুন্য পথে সিন্দুক চড়িয়া । কোথা বা রহিল দেশ কোথ" মহাজন । অনায়াসে অপ্রকাশে করি পলায়ন ॥ সমীরণ সম গতি সিন্দুকের হয় । সারা নিশাeযাই শূন্যে ত্যজি শত্রুভয় ॥ রজনী হইলে শেষ উদিত তপন । নীচে দেখি শৈল গিরি অরণ্য কানন ॥ লোকালয় দেখিতে না পাই কোন ঠাই। দিবারাত্রি শুন্য পথে সিন্দুক চালাই। যাইতে যাইতে রবি প্রকাশ পাইল । ভূতলে কানন এক দর্শন হইল। নিকটেতে দেখি এক অপূৰ্ব্ব নগর। চতুষ্পার্শে শোভে তার প্রকাও প্রান্তর প্রান্তরের প্রান্ত ভাগে দিব্য এক পুরী । কাহার বসতি এই মনে মনে করি। হেন কালে দূরে দেখি কৃষী এক জন । লাঙ্গলে খনিছে ভূমি চাসের কারণ। অমনি উত্তর বনে সিন্দুক রাখিয়া । কৃষকে দেশের নাম জিজ্ঞাহি যাইয়ণ ॥ কহ ভাই এই দেশে কাহার বসতি । , নগরের কিব। নাম কেবল অধিপতি ॥ কৃষী কহে এই কথা জিজ্ঞাস কেমনে । গাজন বিখ্যাত দেশ না শুন শ্রবণে ॥ বাহামান নামে রাজা করেন বসতি । মহাবল পর ক্রান্ত পূণ্যবন্ত অতি ॥. এত শুনি তাহরে শুধাই পুনৰ্ব্বার । প্রান্তরের প্রান্তভাগে বসতি কাহার ॥ ক্ষেত্রপ উত্তর করে শুন মহাশয় । সেরিণী ভূপতি বলা সেই স্থানে রয় ॥ কোষ্ঠীতে লিখিল তার করিয়া গণণা। দুষ্টেতে ছলিবে তারে করিয়া বঞ্চন ॥ এই হেতু নিৰ্ম্মাইয়া পাঘাণের পুরী. কুমারী রাখিল তথা মনে ভাবি চুরি । বাটীর চৌদিগে খেয় পরিপূর্ণ জলে । লৌহময় দ্বার তায় মহলে মহলে ৷ আপনি দ্বারের চাবি রাখেন রাজন । স গু হন্তে একবার করেন গমন ॥ তাহা ভিন্ন দ্বারপাল আছে কত শত । সদা রক্ষণ করে পুরী তক্ষকের মত ॥ কন্যার রক্ষিণী বৃদ্ধ আছে এক জন । কাছে থাকে সেই অর সহচরী গণ ॥ শুনিয়া এসব কথা ক্ষে ত্রপের ঠাই । প্রণাম করিয়া তারে নগরেতে যাই ॥ দেশে প্রবেশিয়া দেথি পথেতে ফিরিয়া । অসিতেছে কত লোক ঘোড়ায় চড়িয়ণ ॥ মনোহর বাস डूब পরেছে সকলে । উত্তম পুরুষ এক আছে মধ্য স্থলে ॥ মুবর্ণ মুকুট শীরে জামা জোড়া গায় । স্থানে স্থানে মণি মুক্ত শোভা কিবণতীয়