পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । চারিদিগে বারি છૂર્વ, শত শত দ্বার। | কেমনে আইলু কিছু বুঝিতে না পারি। এপ্রকার দুই জনে কহে পরস্পর । আমি ভাবি জিজ্ঞ সিলে কি দিব উত্তর ॥ আচম্বিত মন মধ্যে হইল উদয় । | মহম্মদ পীর বলি দিব পরিচয় ॥ - | এতেক চিন্তিয়া কহি শুন নৃপবালা । অামায় দেখিয়া কেন এত তব জ্বালা ॥ লম্পট পুরুষ নহি প্রবঞ্চণা জ্ঞানে । : এসেছি রক্ষক গণে তুষ্ট করি ধনে । হেন বাঞ্ছা নহে মোর ছলনা কবিয়া ! ! ললনার ধৰ্ম্ম নষ্ট করিব আসিয়া ॥ | না জানি চাতুরি চরি নহি আমি নর। পীরের প্রধান মহম্মদ পৈগাস্বর ॥ . রাজার নন্দিনী তুমি থাক এত কেশে । এনব যৌবন কাল যায় ইন্দি বেশে ॥ তোমার দুঃখেতে দয়া উপজিল মনে । তাই অাসিয়াছি দুঃখ বিনাশ কারণে ॥ এবে রাজকন্যা তুমি ত্যজ শক্র ভয় । কোষ্ঠীর লিখন যাহা ঘুচিবে নিশ্চয় ॥ তোমার রক্ষক অামি আপনি হইব । । মানব বঞ্চনা হতে উদ্ধার করিব ॥ | তাহাতে তোমার যশ ঘুষিবে সংসারে। পূজিবে সকল রাজী তোমার পিতারে । রাজার নন্দিনী যত দেখিবে কৌতুক। মহম্মদ যার স্বামী তার কত মুখ ৷ এৰূপ ছলনা বাক্য কহি ললনায়। চাহা চাহি কন্যা ধাত্রী করে দুজনায় ॥ দেখা দেখি দেখে মনে উপজিল ত্ৰাস । পাছে না বিশ্বাস করে ভঙ্গ হয় আশ ॥ নারী জাতি কিন্তু অতি অল্প বুদ্ধি ধরে । শুনিলে আশ্চৰ্য্য কথা মহামান্য করে । । মহম্মদ নাম শুনি বিশ্বাস করিল। অষ্টাঙ্গে ভূমিষ্ঠ হয়ে চরণে ধরিল। 》?动’ বিশ্বাস করিল যদি রাজার নন্দিনী । বুঝহ কিৰূপ খেলি পাইয়া কামিনী ॥ কন্যা সঙ্গে রস রঙ্গে যামিনী বঞ্চিয়া । বিদায় হলেম কল্য অাসিব বলিয়া ॥ সিন্দুক রাখিয়া বনে যাইয়া নগরে । কিনিলাম খাদ্য দ্রব্য অষ্টাহের তরে। অপূৰ্ব্ব অস্বর ক্রয় করিলাম আর । জরির পাগড়ি জমা পটু চমৎকার ॥ স্থরাগ সুগন্ধ দ্রব্য কিনিলাম কত । বারেক না ভাবি মনে ব্যয় হয় যত ৷ বনে অসি অতির গোলাপ মাখি গায়। সাজ সজ্জা করিতে সমস্ত দিব যায় ॥ হইলে কতক রাত্রি সিন্দুক চড়িয়া । সেরিণীর স্থানে যাই আকাশে উড়িয়া ॥ রাজার কুমারী কহে ওহে পৈগম্বর । বিলম্ব দেখিয়া অ জি ব্যাকুল অন্তর। না হেরিয়া এতক্ষণ ভাবি মনে মন । ভুলিয়া রহিল নাথ কিসের কারণ ॥ অামি কহি শুন ওহে রাজার নন্দিনী । কিসের কারণে তুমি হইবে দুঃখিনী ৷ আমার বচন কভু অন্যথা না হবে। মিছা কেন ভাব, প্রেম চিরকাল রবে ॥ কন্যা কহে ভালপ্রভু জিজ্ঞাসি তোমারে। নবীন পুরুষ তুমি হলে কি প্রকারে ॥ পূৰ্ব্বাপর শুনা অাছে কথা এই ৰূপ । মহম্মদ ধরে অতি প্রাচীনের ৰাপ ॥ কহিলাম শুন প্রিয়ে মিথ্যা তাঁহা নয় । সেই স্বাভাবিক ৰূপ জানিবে নিশ্চয় ॥ সেই ৰূপ ধ্যান করে যত ভক্ত গণে । কালেতে দর্শন পায় কঠোর সাধনে ॥ তোমায় দি ভাম যদি সে ৰূপে দর্শন । দেখিতে বিকট দাড়ি মস্তক মুগুন। সেন্ধপ কুৰূপ, নহে রমণী রঞ্চন । নবীন পুরুষ তাই হয়েছি এখন ॥