পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b-e ধাত্রী সায় দেয় প্রভু স্বৰূপ বচন । স কপে কি ৰূপে লয় যুবতীর মন ॥ এত বলি যায় ধাত্রী শয়ন করিতে । যামিনী পোহাই আমি কামিনী সহিতে এই ৰূপ নিত্য নিত্য গমন তথtয় । সাবধানে যাই কেহ টের নাহি পায় । ক্রমে ক্রমে সেরিণীর বিস্ব সি বড়িল । প্রণের অধিক ভাল বসিতে লাগিল ॥ হইলাম তাহার সৰ্ব্বের সর্বময় । যাহা বলি তাহী করে না ভাবে ব্যত্যয় ॥ কিছু দিন রঙ্গ রসে যায় এই রূপ। কন্যাকে দেখিতে পরে আইলেন ভূপ। দ্বারেতে মোহর দেখি মন্ত্রীগণে কহে । যেমন মোহর ছিল সেই রূপ রহে ॥ এই রূপে যত দিন থাকিবেক দ্বার । বিপদ ষে হবে কোন চিন্তা নাহি তার ॥ এত বলি নরপতি পূরী প্রবেসিল । সচীব প্রভূতি সবে পশ্চাৎ রহিল ॥ জনকে দেখিয়া কন্যা করে সমাদর । দুষ্কৰ্ম্ম ভাবিয়া কিন্তু বিরস অন্তর ॥ নৃপ কহে কেন কন্যা দেখি বিষাদিত । শুনিয়া সুন্দরী আরো হয় সলজিতা ৷ পুনঃ পুনঃ সেই কথা জি জ্ঞাসে রাজন । কি করে পিতাকে শেষে কহে বিবরণ ॥ যখন শুনিল রাজা পীর আসে যায় । ভাবহ অশ্চির্য্য তার কত হলো তয় ॥ সৰ্ব্বনাশ ভাবি ভূপ করে মহাক্ৰোধ । কন্যারে কহেন তুমি এমন নিৰ্ব্বোধ । রলে হায় হলো মোর প্রত্যক্ষ এখন । যত্নেতে ভাগ্যের ভোগ না হয় খণ্ডন ॥ সেরিণীর কোষ্ঠী ফল শেষেতে ফলিল । কে;মৃ প্রবঞ্চক আসি ভাহাকে ছলিল ॥ এত বলি কোপে রাজা লোহিত লোচন। | পুরীর সকল স্থান করে অন্বেষণ । পারস্য ইতিহাস । কোথ দিয়া আসি যাই দেখিতে নাপায় মহা ক্রোধে মন্ত্রীগণে তখনি ডাকায় ॥ রাজার দাপেতে কাপে মন্ত্রীগণ যত । জিজ্ঞাসে প্রধান মন্ত্রী হয়ে পদানত ॥ কহ প্ৰভু কেন আজি দেখি হেন বেশ । কোন গ্রহ প্রতিবাদি হলো অবশেষ ॥ সকল বৃতান্ত রাজা মন্ত্রীরে কহিল । বিহিত কি হয় তীরে জিজ্ঞাসা করিল ॥ প্রধান উজীর কহে শুন মহাশয় । যে কথা কহিল প্রভু অসম্ভব নয় ॥ শুনিয়াছি কত লোক পৃথিবীতে অাছে। দেব অংশে তাহদের জন্ম হইয়াছে ॥ তাহতেই বোধ হয় ঘটিয়াছে তাই । সন্দেহ কি মহম্মদ তোমার জামাই। এত শুনি মন্ত্রিগণ স্বীকার করিল। এক জন তার মধ্যে কহিতে লাগিল ॥ শুনা শুন ওহে ভাই হয়ে জ্ঞানবান । কেমনে এমন বাক্যে মনে দেও স্থান ॥ গগণে বিরাজমান প্রভুমহম্মদ । অপ্সরী কিন্নরী সদা সেবে তারপদ । সেসব ত্যজিয়া প্রভু মানবী ভজিবে । কে হেন অজ্ঞান বলে একথা বুঝিবে। কোন প্রবঞ্চক অসি সেই নাম ধরি । নিশ্চয় ছলিল রায় তোমার কুমারী ॥ অামার বচন যদি শুন মহারাজ । জানিতে বিশেষ তথ্য কর যুক্ত কায । স্বীকার করিল নৃপ শুনি সেই কথা । বলিল রজনী আজি পোহাইব তথা ॥ সত্য মিথ্যা মহম্মদ কেমন দেখিব । আপনি তাহার সঙ্গে সাক্ষাং করিব ॥ নগরেতে যাও মন্ত্রী তোমরা সকলে । প্রভাত হইলে নিশা এসে এই স্থলে । ভূপতি একাকি মাএ রহিল তথায় । রাজার অাদেশে দেশে মন্ত্রিগণ যায় ।