পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । সমস্ত দিবস রাক্তন পাগলের প্রায় । বার বীর সেই কথা জিজ্ঞাসে কন্যায় ॥ কহ দেখি কন্যা মোরে করিয়া বিস্তার প্রভুকি তোমার হেথা করেন অtহার ॥ কুমারী উত্তর করে শুনহ রাজন । কখন না হয় তার এখানে ভোজন ॥ প্রত্যহ সাজায়ে দেই নানা উপহার । অমনি পড়িয়া থাকে শুন চমৎকার ॥ এই ৰূপে দিব। গত অাগত সৰ্ব্বী । পালঙ্গে বসিল রাজা দীপ অগ্রে করি ॥ হস্তে নিল দীর্ঘ আসি মুক্ত তার কোষ । বসিয়া রহিল রাজা করি মহা রোষ ॥ যদি মিথ্যা হয় পীর জানি প্রবঞ্চক । ঘুচাব কলঙ্ক তার কাটিয় মস্তক । প্রতীক্ষা করিয়া নৃপ অচেন তখন । হেন কালে গগণে হইল উদ্দীপন ॥ ত্বরাকরি উঠে রাজা দেখে জানালায়। অগ্নিময় শূন্য হেরি বড় ভয় পায় ॥ বুঝিতে না পারে কিছু জ্যোতির কারণ। মনে ভাবে মহম্মদ কfরল এমন । মুক্ত হলো স্বৰ্গ দ্বার অসিবেন বলে জ্যোতিময় হলো তাই আকাশ মণ্ডলে। বসিলেন বহমান এতেক চিন্তিয়ণ | হেন কালে তথা আমি উপনীত গিয়ণ ॥ কোথায় রহিল দৰ্প গম্ভীৰ্য্য প্রকাশ । দেখিয়া কম্পিত কায় বদন পাঙ্গ স ॥ হস্ত হতে অস্ত্র খানি পড়ে ভূমিতলে | অপরাধ ক্ষম প্রভু ভয়ে নৃপ বলে । সর্থক মানব দেহ হইল অামার । কতপুণ্য ফলে শ্বশুরু হয়েছি তোমার ॥ অনুভবে বুঝিলাম রাজার নন্দিনী । বলিয়াছে মহীপালে সকল কাহিনী ৷ অবোধ দেখিয়া নৃপে দুরে গেল ত্ৰাস । ভূমি হতে তুলি তারে কহি মৃদু ভাষ। ജ്ജമ്മ ᏱᏔr-Ꮌ " শুন শুন বাহামান ভক্তের প্রধান । ধৰ্ম্মিক নাহিক দেখি তোমীর সমান ॥ পুণ্যের শৌরভ তব ব্যাপ্ত ত্রি ভুবনে । তাই তব দুঃখে দয়া উপজিল মনে ॥ তোমার কন্যার ভাগ্যে অাছে দুর্ঘটনা । মানবে অাসিয়া তারে করিবে বঞ্চনা ৷ ভক্তের দুৰ্গতি দেখি দুঃখিত অন্তর। মনে ভাবি কিসে দুঃখেহইবে অন্তর ॥ বিধির নিকটে পরে করি নিবেদন । সেরিনীর দুঃখ কিসে হইবে মেচিন । বিধতা কহিল শুন প্রিয় মহম্মদ । ললাটে লিখেছি জাহা নাহি হবে রদ ॥ তবে সেই লিপি আমি পারি ফির ইতে তুমি যদি পীর তীরে বিবাহ করিতে ॥ ইহা ভিন্ন অন্য কোন নাহিক উপায় । প্রিয় ভাবি উপদেশ দিলাম তোমায় ॥ বিধ। তার স্থানে শুনি এরূপ সম্বাদ । ঘুচিল মনের দুঃখ বাড়িল আহিলাদ ॥ ভক্তের প্রধান তুমি তাহার কারণ । কন্যারে তোমার তাই করেছি বরণ ॥ আনন্দে অজ্ঞান রাজা একথা শুনিয়া চরণ চম্বন করে ভূতলে পড়িয়া। অমনি তুলিয়া তারে বসাই যতনে। হাঁরষে বরিষে নীর রাজার নয়নে ॥ অনন্তর নৃপবর সময় বুঝিয়া । , স্থানান্তর যান শীঘ্র আমায় ছাড়িয়া। কামিনী লইয়! মুখে ষ মিনী পোহাই ॥ তথাপি চোরের মন সদা ভয় পাই ॥ সদা শঙ্কা পাছে হয় নিশ অবসান । সিন্দুক দেখিলে ভূপ টুটিবে গুমান । সভয়ে সমস্ত রাত্রি যাগিয়া পোহাই । উদয় না হতে ভানু অমনি পলাই ॥ প্রত্যুষে সচীব আদি সভাসদ গণ । র (জার নিকট আসি দিল দরশন ॥