পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । 〉レー● ক্রোধে কহে নরপতি ওরে দুরাচার । কি লাগিয়া বল তোর এত অহঙ্কার ॥ আমার সঙ্গেতে চtহ করিবারে রণ । ভয় নাহি এই দণ্ডে করিব নিধন ॥ কাসম বিনয়ে কয় শুন বাহমান । বিবাহ না দিলে তাহে ভাবি অপমান। ইহার কারণে রণে আইলাম আমি । নাহি জানি প্রভুতব দুহিতার স্বামী। এখন মনের ভ্রম ঘুচিল আমার । জানিলাম মহম্মদ জামাত। তোমার ॥ দিয়াছেন প্ৰভু মোরে উপযুক্ত ফল । পলায়ে গিয়াছে মোর যত দল বল ॥ 藝 এত শুনি ভূপতি গমনে ক্ষান্ত দিয়া । ফিরিয়া চলিল দেশে কাদমে লইয়ণ ॥ পরদিন কাসমের হইল মরণ । তাহার সৰ্ব্বস্ব লুঠি নিল সেনাগণ । দিবসেতে মহা ঘটা পড়িল নগরে । রাজার অাদেশে দেশে দেবাচৰ্চনা করে। দিব৷ অস্তে মহারাজ কন্যা স্থানে গিয়া । যুদ্ধের সকল কথা কহে বিস্ত রিয়া ॥ পীরের কৃপায় কন্যা ঘুচিল বিপদ । বিনাশ করিল শক্র প্রভু মহম্মদ ॥ বিপদের বন্ধু প্ৰভু জানিলাম সার । চরণ চম্বণ করি বাসুনা অামার। আনন্দে কহিছে রাজা এই সব কথা। হেন কালে অামি গিয়া উপনীত তথা ॥ ভূপতি ভূমিষ্ঠ হয়ে করে প্ৰণিপাত । বলে প্রভু তোমা হতে শক্র হলো পাতী। কহিতে তোমার গুণ নাহি পারে নর। তুমি হে অন্তর যামী প্রভু পৈগম্বর ॥ ইহা শুনি ভূমি হতে তুলিয় রাজায়। কপাল চুম্বিয়া কহি কোমল ভাষায় । অ (ইল কাসম রজ করি অহঙ্কর । সংগ্রাম জিনিয়ণ রাজ্য লইবে তোমার৷ জয়ীহয়ে লয়ে যাবে তোমার নন্দিনী । অন্তঃপুরে রাখিবেক করিয়া বন্দিনী ॥ তাহণর মনের ভাব জানিয়া সকল । দপ চুর্ণ করিলাম দিয়া প্রতিফল। ভবিষ্যতে আর কেহ যুদ্ধে না আসিবে। পৃথিবীর রাজা সব তোমারে পুজিবে ॥ যদি কেহ অাসে অগ্নি করি বরিষণ । ভস্মরাশি করিব সকল সেনাগণ ॥ এই ৰূপ কিছু কাল কথোপকথন । অনন্তর স্থানান্তর হইল রাজন ॥ কামিনী পাইয়ণ মুখে পোহাই যামিনী । রজার অধিক তুষ্ট রাজার নন্দিনী ॥ ভক্তি ভাবে অভ্যর্থনা করে শক্তিক্রমে । স্নেহে অলিঙ্গন দেয় গদ গদ প্রেমে ॥ প্রভাতের প্রাক্কালে বিদায় হইয়া । চলিলাম কাননেতে সিন্দুক চড়িয় ॥ নগরে যাইয়া দেখি মহা কলরব । বিপক্ষের অনুনয়ে হর্ষ প্রজাসব ॥ পীরের পরিতি হেতু কত মেলা হয় । ঘরে ঘরে যাগ যজ্ঞ করে প্রজাচয় ॥ ভক্তি দেখি যুক্তি আমি করি মনে মনে আনন্দ উংসবে মত্ত যত প্রজা গণে ॥ আমার পীরত্ব কিছু প্রকাশ উচিত। যাহতে সকল লোক হয় চমকিত ॥ বারুদ কিনিনু হাটে এতেক চিন্তিয়া । বানাই কতই বাজী কাননে বসিয়া ॥ নিশাতে যখন সবে নৃত্য গীত করে। সিন্দুকে পুরিয়া বাজী উঠি শুন্য পরে ॥ অণকাশ মণ্ডলে অগ্নি লাগাই বাজিতে হাটে মাটে ঘাটে লোক দাড়ীয়দেখিতে জয়ধ্বনি উঠিল নগরে সৰ্ব্ব ঠাই । জয় জয় মহম্মদ রাজার জামাই ॥ এই ৰূপে বাজী ভেীর করিয়া নিশিতে । নগরে গেলাম দিনে সস্বাদ শুনিতে ॥ ত