পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}^{ পারস্য ইতিহাস । পরিচয় অগ্রে ভূপে করহ প্রকাশ । পরে বিস্তারিয়া কব বিশেষ তাহার । পরে জিজ্ঞাসিলে পাবে মনের আভাস শুনিয়া মানিবে তুমি কাৰ্য্য চমৎকার। এৰূপ বিচারি সবে গিয়া দরৱারে । ] গোপনে কহিব কথা কহিলা রাজারে। হর্মজ ভূপতি পরে নিজ ন হইল । ডেমস্কস অধিপতি কহিতে লাগিল ॥ বহুদিন গত প্রভু নিয়মিত কাল । অনুমতি হলে দেশে যাই মহীপাল ॥ জহরী নহিক মোরা ইহা ছদ্ম বেশ । এতবলি পরিচয় কহিলা বিশেষ ॥ হর্মজ ভূপতি অতি আশ্চৰ্য্য হইল। বিশেষ শুনিয়া শেষ কহিতে লাগিল ॥ একেমন কথা বল শুনি চমৎকার । সুখী নাই মন্ত্রী কেন কহে এপ্রকার। বদর উদ্দিন বলে দেখিবারে তাই। এতেক ভ্ৰময়া মুখী কোথাও না পাই । নানাদেশ ফিরি শেষ শুনি তব নাম । অবশেষ আসিয়াছি এষ্ট্রাকান ধাম । এখন মিনতি মোর শুন ওহে ভূপ । স্বৰূপ কহিবে তব অন্তর কি ৰূপ ৷ বাহ্যেতে যে ৰূপ দেখি অতি অপৰূপ । কিৰূপ মানসে তব কহিবে স্বৰূপ ৷ যথার্থ শুনিবে যদি কহিল রাজন। অামার সমান দুঃখী নাহি কোন জন ॥ বাহ্যেতে যে ৰূপ দেখ অন্তরে তা নয় । দাৰূণ বিচ্ছেদানলে জ্বলিছে হৃদয় ॥ এভবলি তিন জনে সঙ্গে করি লয়ে । অন্দরে হর্মজ যান অতি মৌন হয়ে ॥ হমজে মলিন হেরি ডেমস্কস পতি । বিনয়ে জিজ্ঞাসে কেন অপ্রসন্ন মতি ॥ হর্মজ কহেন বাক্যে নাহি প্রয়োজন । প্রত্যক্ষ দেখহ দুঃখ আমার রাজন ॥ এই যে সন্মখ স্থিত গৃহ শোভা পায়। প্রবেশ করিয়। দেখ কি অাছে তথায় ॥ হর্মজের বাক্য শুনি ডেমস্কস পতি । তৎক্ষণাৎ গৃহ মধ্যে করিলেন গতি । গৃহ মাঝে দেখে ভূপ নারীৰপ নিধি । শশ হীন শশি যেন গড়িয়াছে বিধি । যদ্যপি অচির প্রভা চির প্রভা হয় । তথাপি ৰূপের ভুল কোনৰূপে নয়। কিবা চারু যুগ্ন ভুরু শোভা অতুলিত । খঞ্জনু গঞ্জন আঁখি অঞ্জনে রঞ্জিত ॥ " কুঞ্চিত কুন্তল জাল জিনি জলধর । প্রফুল্ল পঙ্কজ যেন মুখ মনোহর ॥ ঘন পীন দুই স্তন শোভে দক্ষ বামে । মৃগরাজ পায় লাজ কটির মুঠামে। রস্ব গুরু জিনি উরু অতি চারুতর । চম্প কলি পদাঙ্গুলি সুন্দর ন খর। স্বর্ণের শয্যায় ধনী করিয়া শয়ন । সহচরী সঙ্গে করে কথোপ কথন । বদর উদ্দিন হেরি বহিরে অাইল । হমজে অাশ্চর্য্য ৰূপ সকল কহিল ॥ হর্মজ ভূপতি কহে শুন নৃপবর। এই সে রমণী মম দুখের আকর। ডেমস্কস পতি কহে এ আর কেমন । কামিনী কি ৰূপে হলো দুঃখের কারণ ॥ হর্মজ কহিল কর স্বচক্ষে দর্শন । এত বলি গৃহ মধ্যে করিল গমন । রাজা যত রমণীর নিকটেতে যায়। ততই আতঙ্গে তার চন্দ্রাস্ত শুকায় ॥ বিবর্ণ সুবর্ণ বর্ণ পিঙ্গলের প্রায়। শবের সদৃশী নারী রহিল শয্যায়। হাস্য আস্ত গেল কোথা কোথা মৃদু ভাষ মুদিল খঞ্জন আঁখি না হয় প্রকাশ । হেন কালে মহীপাল পালঙ্গে বসিয়া । কামিনীরে কহে কত মধুর ভাষিয়া ।