পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । > S>、 তুল আঁখি চন্দ্ৰমুখি হের এক বার। বিচ্ছেদ যন্ত্রণ প্রিয়ে সব কত অার ॥ উত্তর না দেয় রাম রাজার কথায় । জ্ঞান হয় মৃতপ্রায় পড়িয়া তথায় ॥ এই ৰূপ অপৰূপ হেরিয়া তখন । হর্মজে জিজ্ঞাসা করে বদর রাজন। কহ মহীপাল কহ কারণ ইহার । কি লাগি কামিনী হৈল শবের আকার। হর্মজ ভূপতি বলে শুনহ কারণ। যে ৰূপে হইল এই অঘট্য ঘটন। হর্মজ রাজা অথাৎ সদানন্দ ভপতির ইতিহাস । পঞ্চ বর্ষ গত প্রায় শুন মহাশয় । ভ্রমণে বাসনা মোর হয় অতিশয় ॥ জনক সমীপে পরে জানাই সে কথা । সম্মত হইল পিতা না করি অন্যথা ॥ গমনের অায়োজন করিলা বিস্তর । বলগা তরঙ্গিনী পার হয়ে অবশেষ । যেকৃ হতে যঙ্গিখণ্ডে করি সমাবেশ ৷ যন্ধ দেশে আসি শেষে অথরারে যাই । প্রচর কাঞ্চন দীন দরিদ্রে বিলাই। হাসন নামেতে এক মহৎ সন্তান । সুধীর সরল শান্ত অতি গুণবান। প্রিয়পাত্র মধ্যে সেই প্রধান আমার । এক দিন তারে আমি কহি এপ্রকার ॥ ছদ্ম বেশে দেশে দেশে চল দোহে যাই এৰূপ গমনে আর বাঞ্ছা মোর নাই । নগর কানন বন করিব ভ্রমণ । জ্ঞান উপদেশ তাহে হবে বিলক্ষণ ॥ হাসন অt e12 বাক্যে সম্মত হইমা । কাজম নগরে তবে যাইতে চাহিল। ■ লোক জন সরঞ্জম রাখিয়া তথায় ॥ পাথেয় কিঞ্চিৎ লয়ে যাই অচিরায় ॥ নিৰুদ্বেগে উত্তরিয়া কাজমির ধামে । শুনিলাম রাজ তথা অশিলন নামে ॥ বাসা ভাড়া করি দেণহে বিপণিতে গিয়া কেহ না জিজ্ঞাসা করে সামান্য ভাবিয়া পর দিন প্রাতে উঠি সত্বর হইয়ণ ॥ দেশের সৌন্দর্য্য দেখি ভ্ৰমণ করিয়া ॥ হেন কালে হেরি এক পুরী মনোহর । অবিলম্বে চলিলাম তাহার ভিতর ॥ প্রাঙ্গনে প্রবেশী জনে নাপাই দেখিতে ॥ নানা রঙ্গে কথা তথা পাইনু শুনিতে ॥ কেহবলেকোথা গেলে ত্যজিয়া অামায় । যায় প্রাণ কর ত্রাণ আসিয়া ত্বরায় ॥ আদর্শন হলা হলে-জ্বলিছে জীবন । বাক্য সুধা বরিষণে বঁাচাও এখন ॥ " কেহ হাসে কেহ কন্দে কেহ গীত গায় হেরিতে কৌতুক তথা ভ্ৰমি দুজনায় ॥ কেহ বলে হৃদি মাঝে মনমঞ্চে রাখি । ধুম ধামে যাত্রা অামি করি অতঃপর ॥ | শুনাইব মিষ্ট বাক্য স্নেহাস্থতে মাখি । প্রেমের শয্যায় পরে করায়ে শয়ন । নয়ন কিঙ্কর দিব করিতে সেবন ॥ কেহ বলে তব ৰূপ প্রচণ্ড দহন । পতঙ্গ সমান দগ্ধ হইতেছে মন ॥ কেহ বলে স্বধা সিন্ধু লাবণ্য তোমার ॥ ক্ষুদ্র তরি মন তাহে ডুবিল আমার ॥ না বুঝিয়া ভাব কিছু রাজ পথে যাই। কতক দুরেতে গোল শুনিবারে পাই ॥ জিজ্ঞাসি জনেকে কেন জনরব তথা । সে কহিল ইহার বিস্তর অাছে কথা ॥ রাজ'র নন্দিনী পথে করিছে ভ্ৰমণ । জনরব হয় তারে করিতে দশন ॥ এৰূপ শুনিয়া পরে তাহারে স্বধাই। অামারা কি রাজকন্যা দেখিবারে পাই,