পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 ఫిషి সে কহিল কদাচ না করহেন মতি । তাহইলে পরে হবে বিষম দুৰ্গতি ॥ জিজ্ঞাসা করিমু তারে মন্দ কেন হবে । সে কহে তোমারী কিছু জান নাহি তবে ॥ বিদেশী হইবে স্থির বুঝিনু এখন । শুন তবে কই তার বিশেষ কারণ ॥ এই দেশপতি র্তার কন্যা এক আছে । শদর শশাঙ্ক লঙ্কা পায় তার কাছে ॥ কতু কভু সেই কন্যা ক্রীড়ার কারণ। সখী সঙ্গে রাজপথে করেণ ভ্রমণ ॥ প্রেমভাবে যে তাহারে হেরে সেইকালে কেহ বা উন্মাদ হয় কারে ধরে কালে । উন্মাদ হইলে তার চিকিৎসা কারণ। এই নিকটের গৃহে করেন প্রেরণ ॥ এই ৰূপ কথা শুনি বুঝিমু তখন । উন্মাদ হয়েছে তারা প্রেমের কারণ। পরেতে পথিকে করি বিনয়ে বিদায় । হাসনেরে কহিলাম কথায় কথায় ॥ শুন মিত্র রাজ বালা হেরিব কেমন । সত্য কি পথিক বাক্য হবেকি এমন ॥ এত বলি যাই চলি গোল হয় যথা । হাসন বিস্তর মোরে নিষেধিল তথা ॥ ন মানিয়া মানতার যাই সেই স্থান । হেরিলাম বহু লোক তথাবিদ্যমান ॥ কেহ বলে মরি মরি বুক ফেটে যায় । কেহ বলে মরি যদি দেখিব কন্যায় ॥ জনতা হয়েছে ভারি প্রবেশিতে নারি । হেনকালে পুরীমাঝে প্রবেশে কুমারী ॥ অাক্ষেপ করিয়া কই হাসনে তখন । । কিছু অগ্ৰে এলে কন্যা হইত দর্শন। হাসন হাসিয়া কয় ধন্যহে বিধাতা। এবিপদ হতে তুমি পরিত্রাণ দাতা । হইয়াছে ভাল লখা দেখনাহি তারে । হেরিলে হরিত জান মরিতে প্রকারে । পারস্য ইতিহাস । কহিলাম মরি যদি কথা না শুনিব ॥ পুন রাজ নন্দিনীরে অবশ্য দেখিব । কথায় কথায় নিশা তথা পোহাইল ॥ অরুণ উদয়ে দেশে ঘোষণা হইল । রাজ পথে রাজবালা অাসিবে না অার রাজার অনুজ্ঞা এই হইল প্রচার । হাসন এ কথা শুনি হরিষে ভাসিল ॥ সহাস্য বদনে মোরে কহিতে লাগিল । অন্তঃপুরে রবে কন্যা হয়েছে ঘোষণা ॥ ভাল হলো ঘুচেগেল সকল মন্ত্রণ । ’ এত শুনি কহিতারে শুনহে হাসন ৷ ভেবনা একৰ্ম্ম डूमि অসাধ্য সাধন ॥ এখনি দেখিবে তুমি করিব উপায়। হেরিব অবশ্য তারে যদি প্রাণ যায় ॥ মালির ভবনে যাই একথা বলিয়া । স্বর্ণ কিছু দিয়া তারে কহি বিস্তায় । রাখ যদি কথা এক করি নিবেদন । অন্দর কাননে ক্ষণে করিব গমন ॥ বাহিরে নৃপতি মুতা আসিবে না আর । গোপনে দেখিব তারে বাসনা অামার। ক্রোধে মালী স্বর্ণ থলি ফিরে দিয়া কয়। যা ও যাও হেথা হতে যাও মহাশয় ॥ তুমিতে হেরিলে তারে জ্ঞান হারাইবে । জান না যন্ত্রণা কত আমীরে ঘটিবে। আপনি মরিবে শেষ মারিবে অামায় । ধন লয়ে ফিরে যাও বাসনা যথায় ॥ নৈরাশ না হয়ে পুন স্বর্ণ তারে দিয়া । বুঝাইয়া কহিলাম বিস্তর করিয়া ॥ হেরিব কন্যারে মোর নিতান্ত বাসন । মিনতি করিয়া বলি না কর বঞ্চ" । উদ্যানে বারেক যদি নাহি দেহ স্থান। নিশ্চয় তোমার অাগে ত্যজিব এপ্রাণ ॥ মালিনী তথায় ছিল সকল শুনিল । বিধি মতে উপরোধ মালিরে করিল।