পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । | ماه د রমণীর কথা মালী না পারে ঠেলিতে । নীরব হইয়। পরে লাগিল ভাবিতে ॥ ভাবান্তর দেখি তার তংপর হইয়া । - হীরা মতি দেই কিছু বাহির করিয়া । বহু ধন পেয়ে মালী কহিল তখন । ভেবন যে ধন লোভে ফিরে মম মন ৷ কিন্তু কিসে হেন মন কহিতে না পারি । মনে মনে মন যেন তৰ আজ্ঞ কারি ॥ উত্তম উপায় এক করিয়াছি স্থির। বোধ হয় তহে বুঝি বাচিবে রুধির ॥ " একথা শুনিয়া তারে দেই অলিঙ্গন। কি ৰূপ উপায় তাহা জিজ্ঞাসি তখন ॥ মালাকর বলে আমি কি বলিব আর । সীমান্যের সম সাজ করিব তোমার ॥ কিঙ্কর হইয়। এই উদ্যানে থাকিবে । " কুঞ্চিত কুন্তল তব ঢাকিতে হইবে ॥ কদাকার পশু চৰ্ম্মে মস্তক ঢাকিবে । ঘূণায় তোমায় অীর কেহ না দেখিবে ॥ স্বীকার করিয়া তাহা পরিহরি বেশ । মালির কিঙ্কর অামি সাজিলাম শেষ ॥ হেন কালে হাসন তথায় উপনীত। চমকিত হলো বেশ দেখে বিপরীত ৷ হাস্যালাপ রঙ্গ রস করে দুই জন । তাহারে হেরিয়া মালী কহিল তখন ॥ এজনে না জানি আমি কি হতে কি হয়! অামি কহি ভ্ৰাতা মম, নাহি কোন ভয় ॥ হাসন বাসায় পরে করিল গমন । মালী মোরে লয়ে যায় উদ্যানে তখন ॥ কোদালি স্কন্ধেতে দিয়া কহিল অামায়। সাবধানে রবে যেন প্রকাশ না পায় ॥ সেই ভাবে থাকি কিন্তু মনে আর ভাব। দিবা অস্ত যায় ক্রমে রজনী প্রভাব । হেন কালে মালাকর আসিয়া তথায়। সরোবর তটোপরে লয়ে মোরে যায় ॥ m তৃণোপরি বসি মোরা করি স্বরাপান । তদন্তর মালী বঁাশী লয়ে করে গণন ॥ ক্ষণেক বিলম্বে বঁাশী মম kস্ত দিল । বাজাইতে অনুরোধ বিশেষ করিল। লইয়া মোহন বঁাশী অধরে ধরিয়া । করি সুললিত গান সুরে মিলাইয়ন ॥ রাজার প্রধান মন্ত্রী উদ্যানেতে ছিল । নিকটে অসিয়া বঁাশী শ্রবণ করিল ॥. পরদিন পরাহ্লেতে হেরি অকস্মাৎ । মন্ত্রিসহ উপনীত হয় নরনাথ ॥ নৃপে হেরি সশঙ্কিত দাড়াই সস্তু মে। বণশী বজাইতে রায় কহে কথা ক্ৰমে ॥ ভাবে বুঝিলাম মন্ত্রী কহিয়াছে ভূপে, নতুবা ভূপতি ইহা জানিল কি ৰূপে । পরে বঁাশী করে লয়ে বাজাইনু গান । হরিষে ভূপাল করে পুরস্কার দান। আমি সে শিরপা শিরে করিয়া ধারণ "রাজার গায়কে পরে করি বিতরণ ॥ " নৃপতি এৰূপ দেখি সস্তুষ্ট হইল । পারিষদ সকলেতে প্রশংসা করিল ॥ " তদন্তর নৃপবর গমন করিল। একে একে লোক জন উঠিয়া চলিল ॥ পর দিন প্রাতেন্সরোবর তটে গিয়া । বtশরী বাজাই মুখে নির্জনে বসিয়া ॥ হেন কালে অাসি এক সহচরী তথা । মধুর ভাষায় মোরে কহে এই কথা ॥ রাজবালা অনুমতি করিল তোমায় । কুষম চয়ন করি যাইতে তথায়.। অতএব স্বমনস অrন শীঘ্ৰ করি । তোমারে লইয়া যাবে যথায় মুন্দরী ॥ অনন্তর সত্বর হইয়া তুলি ফুল। মনে মনে ভাবি বিধি হৈল অমুকুল ৷ পরে সাজি পূর্ণ পুষ্প হইল যখন । সঙ্গিনীর সঙ্গে রঙ্গে করিমু গমন ॥