পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》为8 হেরি উদ্যানের অন্তে গৃহ মনোহর চতুর্দিক পরিখায় সলিল সুন্দর। সেই পুরে সখী সঙ্গে করিয়া গমন । দেখিলাম মনোহর গৃহের শোভন ॥ মধ্যভাগে সিংহাসন অতি মনোহর । সৌদামিনী সম কন্যা তাহার উপর। ত্রিংশৎ সঙ্গিনী করে চামর ব্যজন । হেরি ৰপ’অপৰূপ না চলে চরণ ॥ দারু প্রায় স্থির হয়ে থাকি দাড়াইয়ে । সহচরী সবে হাসে অামারে দেখিয়ে ॥ ক্ষণেক অন্তরে পাই অস্তরে চেতন । সন্তু মে কুসুম পরে করি সমপণ ॥ তদন্তর নৃপবালা কহিল আমায় । শুনিয়াছি তব গুণ পিতার সভায় ॥ বঁাশী বজাইতে পটু তুমি অতিশয় । অতেব শুনিতে বঁাশী বড় ইচ্ছা হয় ॥ কুমারীর আজ্ঞা মাত্র বঁাশী লয়ে করে বাজাই বিবিধ রাগ অনুরাগ ভরে ॥ " অনন্তর গৃহ মধ্যে যত যন্ত্র ছিল। নৃপবালা বাজাইতে অাদেশ করিল। বাজাই বিনায় রাগ বাজাই সেতার । বাজাই মৃদঙ্গে গত অশেষ প্রকার ॥ মনোযোগে পরে করি ত্রিতন্ত্রী গ্রহণ। বাজাই নৃপজা মন করিতে হরণ ॥ সুন্দরী সুন্দর বাদ্য শুনি পরিশেষ । মম রোগ জন্য দুঃখ করিল বিশেষ । পরে ক্ষিতিপাল স্থতা অন্তঃপুরে যায় । অামি প্ৰণামিয়া তীরে হইনু বিদায় ৷ পরদিন দিবা ভাগে দুঃখিত অন্তরে । । সরোবর তীরে যাই বিশ্রামের তরে ॥ স্ফটিক নিৰ্ম্মিত ঘাট শোভাপীয় স্থলে । স্বপ্রকাশ শত দল মুনিৰ্ম্মল জলে ৷ পদ্মমধু পানকরে পদ্ম বঁধু যত । রাজহংস হংসী সঙ্গে রঙ্গ করে কত ॥ পারস্য ইতিহাস l স্বমনস সৌরভ সহিত সমীরণ । বহে তথা নিরন্তর দহে তাহে মন ॥ কি করি কিরূপ করি ভাবি সেই স্থলে । সহসা স্বৰূপ প্রতিবিম্ব হেৰি জলে৷ শিরে পশু ত্বচঢাকা ক্ষত তার মাঝে । হেন কদাকার রূপ ভুবনে না সাজে। স্বৰূপ হেরিয়া হৈল বিৰূপ অন্তর । স্বদেহে জন্মিল ঘূর্ণ না হয় অন্তর। মনে ভাবি ৰূপ হেরি লজ্জ পাই নিজে, এরূপে কি ৰূপসীর মন কভু ভিজে । চিন্তায় ২ বাড়ে চিন্ত) তরক্ষিণী । হেনকালে উপনীত নারীর সঙ্গিনী ॥ সুমধুর স্বরে পরে কহিল আমায় । কন্যৱ অাদেশ তথা যাইতে তোমায় ॥ অহস্কর অস্ত গত হইবে যখন । অামি আসি লয়ে ষাবো তোমারে তখন ॥ এভবলি সহচরী গমন করিল। রজনী উদয়ে পুনঃ তথায় আইল ॥ সখীর সহিত যাই কামিনী ভবন । হেরি মোরে হরষিত হয় সখীগণ ॥ নরেন্দ্র নন্দিনী পরে কহিল অামায় । বাসন বঁাশীর গান শুনি পুনরায় । কামিনীর কথা শুনি বঁাশী নিয়া করে । স্থর বান্ধি করি গান সুমধুর স্বরে ৷ গান বাদ্য বিধিমতে করিয়া তখন । কন্যার আদেশ হয় করিতে নৰ্ত্তন ॥ নৃত্যকরি নানাবিধ নৃপজা আজিজ্ঞায় । সহচরী সবে করে প্রশংসা অামায় ॥ মহানন্দে মত্ত অামি নাহিক চেতন । শিরঃস্থিত পশুচৰ্ম্ম হইল পতন ॥ " চাতুরী হইল চুর গেল ভূর ভাঙ্গা। নন্দিনী নিরখি মোরে নেত্র করে রাঙ্গণ ৷ অবাক হইয়া সবে পরস্পরে চায় । - কন্যা ক্রোধভরে মোরে সঁপিল খোজায় ॥