পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- পারস্য ইতিহাস । 3 ఫి(t সারা নিশা করা বদ্ধ রাখিল আমায় | ত্বরাকরি দেশে গিয়া হই উপনীত। প্রভাতে হাজির করে রাজার সভায় ॥ বৃত্তান্ত শুনিয়া নৃপ ক্রোধে কম্প কায় । • অtজ্যাদিল মালী সহ কাটিতে আমায়। জল্লাদ লইয়া যায় করিতে ছেদন । হেন কালে শুন চমৎকার বিবরণ ॥ অমাত্যের অগ্র্য মন্ত্রী অাইল সভায় । কহিল ভূপেরে উপনীত ঘোর দায় । । তব তনয়ার হেতু গজনীদেস পতি । কান্ধীর অধিপ সহ-অসিছে সম্প্রতি ॥ সঙ্গেতার বহুসংখ্য অাছে সেনাগণ । বিষম বিপদ রাজ্যে শুনহ রাজন। মন্ত্রির বচনে ভূপ হইয়া কাতর । জিজ্ঞাসিল উপায় বলহ মন্ত্রিবর। সচিব কহিল পরে করাহ শ্রবণ । শীঘ্র সৈন্যগণে পথে করহ প্রেরণ ॥ যত সব সেনাগণ প্রস্তুত রহিবে । ভূপালে হেরিয়া মন হয় বিষাদিত। শ্বাসমত্রে অাছে র্তার নিকট শমন । শয্যায় পড়িয়া রাজা নাহিক চেতন ॥ বলিহায় একি দায় ঘটিল অমায় । প্রাণ যদি যায় মোর খেদ নাহি তায় ॥ কেমনে সহিব হেন দারুণ বিচ্ছেদ । পিতার মরণে প্রাণ করিব উচ্ছেদ. জনক একথা শুনি নয়ন তুলিল । メ বাহু বিস্তারিয়া মোরে কহিতে লাগিল। আসিয়াছ পুত্ৰ তুমি হইল আহলাদ । সংগ্রাম না করি তারা ভয় দেখাইবে ॥ ; বিভব বান্ধব হেতু নাহি ছিল দুঃখ । কেবল রূপসী লাগি সদত অমুখ ॥ কোন মতে নাহি পাই উপায় ভাবিয়া পরেতে হাসনে সব কুহি বিস্তারিয়া ॥ অপর রাজ্যেতে সদা যাগ যজ্ঞ হবে । অনাহারে প্রজাগণ মধ্যে মধ্যে রবে ॥ করা বন্ধি আছে যার করহ বিমুক্ত । ভোজন করাও যথা যে আছে অভুক্ত । মন্ত্রি বাক্য মত রাজা সকল করিল ৷ আমাদের প্রাণ দঃ বারণ হইল । এই ৰূপে পরিত্র।ণ পাইয়া তখন । শীঘ্ৰ করি চলিলাম যথায় হাসন ॥ | | | I r মরিব এখন আর নাহিক বিষাদ ॥ ইহাবলি একেকালে নয়ন মুদিল । বোধ হয় মৃত্যু যেন মোর জন্য ছিল। পরে পিতৃ কৃত্য প্রথাক্রমে পূর্ণ করি। প্রজার থালন হেতু পিতৃ পদ ধরি ॥ সদাচারে রাজ্যভার করি সমাধান । অল্পদিনে জনপদে বাড়িল সন্মান ॥ হাসন হৰ্ষিত হয়ে কহিল অামায় । , ভূপতি ভীবন ত্যজ পাবে রেজিয়ায় ৷ এখন পাঠীও মোরে কার্জমির দেশে । লিখহ বাসনা তব লিপিতে বিশেষে ॥ হাসন দেখিয়া মোরে আহ্বাদে ভাসিল। রাজ রাজেশ্বর তুমি চিন্তা কেন অার। দেশে যেতে অনুরোধ বিস্তর করিল। . হাসনের বাক্যে মোর মোহিল অন্তর 1, দেশে যাইবার সজ্জা করি তদন্তর ॥ অথরারে আসি পরে লয়ে লোক জন । অবিলম্বে যাত্রা করি-স্বদেশে তখন ॥ পথেতে পিতার রোগ শুনি মুখে মুখে । ব্যাকুল হইল প্রাণ ভাসি মনোদুঃখে ॥ | অবশ্য পাইবে কন্যা কার্জমি রাজার ॥ হাসনের কথা শুনি আহমাদিত মন । ধুম ধামে তারে আমি পাঠাই তখন। অমুল্য রতন দেই নজর কারণ। তাহারে লিখিয়া করি মানস জ্ঞাপন ॥ কিছু দিন পরে পাত্র আসিল ফিরিয়া অশুভ সম্বাদ মোরে কহে বিস্তারিয়া ॥