পাতা:পারস্য ইতিহাস.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>为9 পারস্য ইতিহাস । পাইবে না রেজিয়ারে শুনহে বিশেষ । বিবাহ করিবে তারে গজনী নরেশ ॥ সদা তার যুদ্ধে ব্যস্ত কার্জমী রাজন । তাই দুহিতায় তারে করিবে অপৰ্ণ ॥ দিন স্থির হইয়াছে শুন মহাশয় । অল্পদিন মধ্যে তার হবে পরিণয় ॥ হাসনের কথা শুনি মন"উচাটন। দিবা নিশা তার জন্যে ঝুরে দুনয়ন ॥ সকল কৰ্ম্মেতে মোর ঔদাস্য জন্মিল। চিন্তায় বিষম রোগ আসিয়া ঘেরিল ৷ দৈহিক যন্ত্রণা ক্রমে হয় উপশম । আন্তরিক জ্বালা কিন্তু নাহি হয় কম ৷ কত শত ৰূপবতী অtনায় হাসন । কিন্তু কাহাতে ও মোর নাহি লয় মন । রেজিয়া হরিল মন দেহে মন নাই । অন্যেরে কেমনে দিব আপনি না পাই। হাসন বিবিধ চেষ্টা করিতে লাগিল । কোন মতে চিন্তা মম শান্তি না হইল ॥ পরে শুন চমৎকার হইল উপায় ! সচিব সহসা আসি কহিল অামায় ॥ নগর প্রবেশ দ্বারে দেখি অপৰূপ । হামাম আগার এক অত্যন্ত অনুপ ॥ পাষাণ নিৰ্ম্মিত গৃহ শোভিছে সুন্দর। স্কুনিৰ্ম্মল সলিল তাহাতে মনোহর । শত ধীরে উঠে অম্বু ভেদিয়া পাতাল । কল কল জল শব্দ হতেছে বিশাল ॥ এৰূপ অন্তত গৃহ হইল কেমনে। জিজ্ঞামিলে নাপারে বলিতে কোন জনে সচিব বচনে অামি হয়ে সচকিত । গমন করিমু গৃহ হেরিতে ত্বরিত। হামাম হেরিয়া হর্ষ হয় অতিশয় । - মনে ভাবি একৰ্ম্মতে সাধারণ নয়। পরে গৃহস্তরে হেরি বালক কজন। একাকার সবাকার সুন্দর গঠন ৷ গৃহের অধিপ ছিল বসিয়া সে খানে । । পঞ্চাশ বৎসর বয় হয় অনুমানে ॥ * এ সকল দেখি শীঘ্ৰ গৃহে ফিরে যাই । হামাম কর্ভারে আমি তখনি ডাকাই ॥ সমাদর পুরঃসর জিজ্ঞাসি তাহারে । এৰূপ হামাম বল হয় কি প্রকারে ॥ এত শুনি সেই ব্যক্তি করিল উত্তর । আমার অধীনে আছে চল্লিশ কিঙ্কর । বাঁকরোধ কিন্তু তারা তংপর সকলে । o অবিরত করে কৰ্ম্ম ইঙ্গিতেতে চলে ॥ তাহার বচন শুনি জিজ্ঞাসি তখন । বিস্তারিয়া কহ মোরে সব বিবরণ ! কহ কোন দেশে ধাম কি নাম তোমার । অকপট করি বল নিকটে অামার ॥ সে জন কহিল মোর এবেলিনি নাম । বিদ্যা ব্যবসাই অামি বোখারায় ধাম ॥ ংক্ষেপে তোমায় কহি শুন মহাশয় । নানা দেশ ভ্ৰমি বিদ্যা করেছি সঞ্চয় ॥ বিস্তারিয়া বলি যদি হইবে বিস্তর। স্থল কথা কহি তবে শুন নৃপবর ॥ বোগদাদ পারস্য কেরো আর কত দেশ। ভ্রমণ করিয়া হেথা আসিয়াছি শেষ ॥ বাসনা হইল নাম প্রকাশ করিতে । নগর বাহিরে যাই তখনি ত্বরিতে। বৃক্ষ শাখা কাটা তথা চল্লিশ গণিয়া । প্রাণ দান দেই সবে মন্ত্র উচ্চারিয়া ॥ মনুষ্য আকার দিয়া করি অজ্ঞাদান। হামাম ভবন তারা করিল নিৰ্ম্মাণ ॥ পণ্ডিতের কথা শুনি কহি ততক্ষণে । তোমার অসাধ্য কিছু নাহি ত্রিভুবনে । যদি আজ্ঞা করি আমি তোমার কিঙ্করে। কার্জমি কন্যায় তারা আনিতে কি পারে এবেসিনি কহে প্রভু অবশ্য পরিবে । অনুজ্ঞা পাইলে ক্ষণে আনি তারে দিবে।