পাতা:পারস্য ইতিহাস.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

尊 পারস্য ইতিহাস । যত্ন করি শেষে ভঁর পাইলাম মন । । ক্রোধানল ক্রমে ক্রমে হয় নিৰ্ব্বাপণ ॥ | রাজকন্যা মোর জন্য কহিল বিস্তর। ! তাহাতে সন্তুষ্ট হন আমার উপর। বিবাহের অনুমতি দেন নৃপবর । শুনিয়া আহ্নাদে মোর পুরিল অন্তর ॥ বিধিমতে আয়োজন করে মন্ত্রিগণ । শুভক্ষণে কন্যাদান করিল রাজন ॥ তদন্তর নৃপবর বিবাহের পরে । পরম আনন্দে যান অাপন নগরে ৷ দিন দিন আমাদের অত্যন্তু প্রণয় । তিল অাদ অদর্শনে চিন্তিত উভয় ॥ যখন এমন মুখে করি দিনপাত । অকস্মাৎ শিরে মোর হয় বজ্রাঘাত ॥ মিলনের বৃক্ষ যেই করিল রোপণ । অপেন হস্তেতে চায় করিতে ছেদন ॥ এবেসিনি বুদ্ধিমান সত্যবটে ছিল । রেজিয়ার প্রেমে তবু ক্রমেতে মজিল ৷ সহ্য না করিতে পারে মদনের বাণ । কামে বশীভূত হলে কোথা থাকে জ্ঞান। একদিন মহিষীরে কহে প্রকাশিয় । , কামিনী সে কথা শুনি উঠে সিহরিয়ণ ॥ কিন্তু ক্রোধ সস্বরিয়া কহিল তখন । এবেসিনী বল দেখি কথা এ কেমন ॥ অতি জ্ঞানবান তুমি পণ্ডিত প্রধান । জ্ঞান নীরে কামানল করহ নিৰ্ব্বণি ॥ ভূপতি তোমারে কত করে মান্যমান । তীর উপযুক্ত একি হইল বিধান ॥ প্রাণের অধিক মোরে দেখেন রাজন । অামি র্তারে ততোধিক করিহে যতন ॥ দেবের দোহাই আমি করিহে নিষেধ । মিলাইয়া পুন কেন ঘটাও বিচ্ছেদ ॥ এৰূপে কহিতে তার সাহস বাড়িল । দিন দিন আরো কত সাধিতে লাগিল ॥ ১৯৯ রাজার নন্দিনী পরে বিরক্ত হইয়া । গালিমন্দ দিল তারে বিস্তর করিয়া ৷ ইহা শুনি এবেসিনী জ্বলিয়া উঠিল। " ক্রোধ ভরে নন্দিনীরে কহির্তে লাগিল ॥ নিৰ্ব্বোধ রমণী তেীরে অীর কি বলিব । উপযুক্তদও আমি এই দণ্ডে দিব ॥ স্বামির সোহাগ আর কোথায় রহিবে । ভাল বাস কথা মাত্র, দুখেতে মরিবে । এতবলি মনে মনে মন্ত্র উচ্চারিয়া । অন্তধর্ণন হয় কোন কথা না বলিয়ণ ॥ কামিনী কাতরা অতি এৰূপ দেখিয়া । কত চিন্ত করে ধনী বিষাদে বসিয়ণ ॥ কিন্ত কোন ব্যপান্তর না হেরি তখন । ভাবে মনে করিয়ছে,কেবল তংসন ॥ কিন্তু সে সংশয় তার ত্বরায় ঘুচিল । বিপরীত ভাব সব ক্রমেতে বুঝিল । মুচ্ছাপন্ন হয় ধনী হেরিয়া অামায়। ভাবিল মায়ার কৰ্ম্ম সন্দেহ কি তায় ॥ দুঃখের কারণ এই শুন মহাশয় । ইহার লাগিয়া সদা চিন্তিত হৃদয় ॥ . পরিশেষ (! এই কোন নরপতি, শ্রোতাগণে করি নতি ইতিহাস করে পরিশেষ ৷ ” & বদ্রোদিন নৃপবর, সঙ্গি সঙ্গে অনন্তর গমন করিল নিজ দেশ | গৃহে আসি খিদ্য মনে,কতকথাতিনজনে বলে দুখী সত্য সে ভূপতি। পাইয়ণ সুন্দরী নারী,সন্তোগনা হয়তরি হায় হয় তার কি দুৰ্গতি ॥ সিফল মলুক পরে, নৃপে কহে যোড়করে শুন প্রভু আমার বচন,। , '