পাতা:পারস্য ইতিহাস.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । S 9 দেখিলাম সাধু এক রমণী সহিত । করিতেছে প্রেম লিপি স্থর তে মোহিত ॥ দেখিয়া বিষম রাগ সহ্য না করিয়া | যথোচিত ম রিলাম নারীকে ধরিয়া ॥ চরণে পড়িয়া সাধু করিল মিনতি । শপথ করিল অtর না হবে এমতি ॥ সাধুর বিনয়ে ক্রোধ করি সস্বরণ । তখনি দুজনে পুনঃ হইল মিলন ॥ সমদরে সদাগর লইয়। অীমায় । নান বিধ স্থর অনি ভক্ষণ করায় ॥ অতিশয় পানে আমি অধীর। যখন । অবিশ্বাসী বুকে ছুরী মারিল তখন ॥ শরীরের নান স্থানে আঘাত করিল। মুচ্ছ গত মৃত্যু প্রায় জ্ঞান না রহিল ৷ মরিয়াছি বোধ করি ঢাকিয়া বস্ত্রেতে । নগর বহিরে যায় লইয়া স্কন্ধেতে ॥ অামাকে পতিয়া সাধু আইল যে স্থানে। অঙ্গেযণ করি তুমি পাইলে সে খানে ॥ যখন করিতেছিল কবর খনন । একবার হয়েছিল তখন চেতন ॥ কহিল মি কতমত করিতে মার্জন | কিন্তু না শুনিল শঠ আ ম র প্রার্থনা ৷ দয়া মা এ ন হইল বলিল আমি য় । জীবন থাকিতে গোরে রাখিব তোমায় ॥ স হ র নিকটে আমি দিল ; ন লিখন । নৃপতির সদাগর হয় সেই জন ॥ দুর্দশার বিবরণ জনাইয়। তায় । লিখিয়ছিলাম কিছু খরচ পাঠায় । আরো অামি লিখি তীরে করিয়া বারণ। কাহাকেও না কহিত মেরি বিবরণ ॥ তোমাকে ও বলি নাহি করিয়া প্রকাশ । যে পৰ্য্যন্ত হয় নাই পুণ অভিলাষ ॥ ভাবিল। ম যদি তুমি এসব জানিয়া । পাছে তারে মোর কাছে না দে ও অানিয়া অনুমান করি তুমি শক্রকে মারিতে। অসম্মত না হইবে প্রশংসা করিতে ॥ রজনী প্রভাত হলে দুই জনে যাব । সকল কাহিনী গিয়া জনকে জানাব ৷ পিতার অমর প্রতি অাছে অতিস্নেহ । করিবেন ক্ষমা তিনি নাহিক সন্দেহ ॥ তোম কে দিবেন রাজা বহু সংখ্য ধন ৷ না হবে পিতার তাহে সঙ্ক চিত মন ॥ শুনিয়। নারীর কথা কহিলাম “ভাই । বাচিয়াছ সেই লভ্য অর্থ নাহি চাই ॥ এই মাত্র খেদ কিন্তু রহিল অামার। আপনি দিয় ছি তীরে অস্ত্রেতে তোমার। করাইলে তুমি মোরে বিশ্বাস ঘাতকী । তোমার কারণে অামি হলেম প{ তকী । প্রথমে উচিত ছিল বলিতে অামায় । করিতাম তবে তার বিশিষ্ট উপায়। ইহ। বলি পরিত্যাগ করিয়া ন}রীরে । সেই দণ্ডে চলিলাম নগর বাহিরে ৷ বোগদাদ দেশে যায় সাধু কয় জন । করিলাম তাহ দের সহিতে গমন ॥ উ ওরিয়! সেই দেশে হয় মহা ক্লেশ । এক স্বর্ণ মুদ্র। মাত্র সঙ্গে ছিল শেষ । ফল ফুল গন্ধবস্তু কিনি তাই দিয়া ॥ ফিরিয়া বিক্রয় করি সেই সব নিয়া ॥ এক স্থানে বহু লোক স্থর পান করে। লইত আমার দ্রব্য মনে যাহ ধরে ॥ করিতাম এ প্রকারে যাহ! উশা জন । তাহতে হইত মেরি ভরণ পোষণ । |4क দিন ফল ফুল নিঃ" চান্স (fরতে । আসিয়াছিলাম তথা বিক্রয় করিতে ॥ সকলের কাছে নিয়া বেচিলাম তাই। বৃদ্ধ এক ছিল তথা দৃষ্টি হয় নাই ॥ ডাকিয় প্রাচীন বলে “সৰ্ব্ব ত্র বেচিলে । অামার নিকটে দ্রব্য কেননা আনিলে। 5